ETV Bharat / sports

নরহরিই শ্রেষ্ঠ ! 10 সেকেন্ডের গোলে বিজয়নের রেকর্ড ভাঙলেন প্রাক্তন মোহনবাগানী - Naro Hari Shrestha - NARO HARI SHRESTHA

Naro Hari Shrestha: গোলকিপার সুব্রত সাঁতরার লম্বা শটটা হেডে নামিয়ে দিয়েছিলেন জবি জাস্টিন । বলের দখল নিয়ে বক্সে ঢুকে পড়েন নরহরি । 10 সেকেন্ডেই বিপক্ষের জালে বল জড়িয়ে দেন বাংলার তারকা খেলোয়াড় ৷ 25 বছর পর ভাঙলেন বিজয়নের রেকর্ড ৷

Etv Bharat
বিজয়নের রেকর্ড ভাঙলেন প্রাক্তন মোহনবাগানী (Etv Bharat)
author img

By ETV Bharat Sports Team

Published : Sep 4, 2024, 12:44 PM IST

Updated : Sep 4, 2024, 1:30 PM IST

কলকাতা, 4 সেপ্টেম্বর: দুরন্ত নরহরি শ্রেষ্ঠা ৷ ভারতীয় ফুটবলে দ্রুততম গোলের রেকর্ডটা নিজের নামের পাশে বসিয়ে নিলেন প্রাক্তন সবুজ-মেরুন তারকা ৷ 25 বছর পর ভেঙে গেল আইএম বিজয়নের রেকর্ড ৷ গাজিয়াবাদকে 3-0 গোলে হারিয়ে আই লিগ 3 অভিযান শুরু করেছে ডায়মন্ডহারবার এফসি । দলের দাপুটে জয়ে নায়ক নরহরি শ্রেষ্টা ৷ 10 সেকেন্ডেই বিপক্ষের জালে বল জড়িয়ে দেন নরহরি ৷

ডায়মন্ডহারবারের হয়ে বাকি দু’গোল জবি জাস্টিন আর গিরিক খোসলার । খেলার শুরুতেই দুরন্ত পারফরম্যান্সের সুরটা যেন বেঁধে দিয়েছিল নরহরি । কোনও ভারতীয় ফুটবলার তো বটেই, ভারতীয় ফুটবলে এত দ্রুত গোল করতে পারেননি কেউই ।

এতদিন ভারতীয় ফুটবলারদের মধ্যে দ্রুততম গোলের নজির ছিল আইএম বিজয়নের । 1999 সালে ভুটানের বিরুদ্ধে ম্যাচের 12 সেকেন্ডেই গোল করেছিলেন তিনি । ক্লাব ফুটবলে সেই রেকর্ড ছিল ডেভিড উইলিয়ামসের । 2022 সালে মোহনবাগানের হয়ে হায়দরাবাদ এফসি’র জালে বল জড়াতে সময় নিয়েছিলেন সেই 12 সেকেন্ডই । এদিনের পর থেকে দু’টো কীর্তিই নিজের করে নিলেন নরহরি ৷

মঙ্গলবার নৈহাটি স্টেডিয়ামে আই লিগ ৩-এর ম্যাচে মুখোমুখি হয়েছিল ডায়মন্ডহারবার এফসি ও গাজিয়াবাদ সিটি এফসি ৷ তবে ম্যাচের সেরা ফসল নরহরি শ্রেষ্ঠার গোল ৷ গোলকিপার সুব্রত সাঁতরার লম্বা শটটা হেডে নামিয়ে দিয়েছিলেন জবি জাস্টিন । প্রতিপক্ষ ডিফেন্ডারদের এড়িয়ে বলের দখল নিয়ে বক্সে ঢুকে পড়েন নরহরি । গোলকিপারকে এগিয়ে আসতে দেখেই তাঁর মাথার উপর দিয়ে লব করে বলটা জালে জড়িয়ে দেন ।

Naro Hari Shrestha
10 সেকেন্ডে গোলে বিজয়নের রেকর্ড ভাঙলেন প্রাক্তন মোহনবাগানী (ইটিভি ভারত)

নজির গড়েও অবশ্য নির্লিপ্ত নরহরি । শ্রেষ্ঠা বলছেন, “মাত্র 10 সেকেন্ডে গোল করেছি ? হবে হয়তো । দ্রুত গোল করেছি জানতাম । এত দ্রুত করেছি বুঝতে পারিনি । আসলে এভাবে গোল করার জন্য কোচ আমাদের অনুশীলন করিয়েছেন ৷ আজ সেই অনুশীলন কাজে লেগেছে । তবে দল জিতেছে । সেটাই আসল। ”

গত দু’বছর ধরে কলকাতা ক্লাব ফুটবলে ভালো খেলছে ডায়মন্ডহারবার এফসি । এবার আই লিগের মঞ্চে যাত্রা । শুরুটা অবশ্যই চমক দিয়ে শুরু করলেন কিবু ভিকুনার ছেলেরা ।

আরও পড়ুন:

কলকাতা, 4 সেপ্টেম্বর: দুরন্ত নরহরি শ্রেষ্ঠা ৷ ভারতীয় ফুটবলে দ্রুততম গোলের রেকর্ডটা নিজের নামের পাশে বসিয়ে নিলেন প্রাক্তন সবুজ-মেরুন তারকা ৷ 25 বছর পর ভেঙে গেল আইএম বিজয়নের রেকর্ড ৷ গাজিয়াবাদকে 3-0 গোলে হারিয়ে আই লিগ 3 অভিযান শুরু করেছে ডায়মন্ডহারবার এফসি । দলের দাপুটে জয়ে নায়ক নরহরি শ্রেষ্টা ৷ 10 সেকেন্ডেই বিপক্ষের জালে বল জড়িয়ে দেন নরহরি ৷

ডায়মন্ডহারবারের হয়ে বাকি দু’গোল জবি জাস্টিন আর গিরিক খোসলার । খেলার শুরুতেই দুরন্ত পারফরম্যান্সের সুরটা যেন বেঁধে দিয়েছিল নরহরি । কোনও ভারতীয় ফুটবলার তো বটেই, ভারতীয় ফুটবলে এত দ্রুত গোল করতে পারেননি কেউই ।

এতদিন ভারতীয় ফুটবলারদের মধ্যে দ্রুততম গোলের নজির ছিল আইএম বিজয়নের । 1999 সালে ভুটানের বিরুদ্ধে ম্যাচের 12 সেকেন্ডেই গোল করেছিলেন তিনি । ক্লাব ফুটবলে সেই রেকর্ড ছিল ডেভিড উইলিয়ামসের । 2022 সালে মোহনবাগানের হয়ে হায়দরাবাদ এফসি’র জালে বল জড়াতে সময় নিয়েছিলেন সেই 12 সেকেন্ডই । এদিনের পর থেকে দু’টো কীর্তিই নিজের করে নিলেন নরহরি ৷

মঙ্গলবার নৈহাটি স্টেডিয়ামে আই লিগ ৩-এর ম্যাচে মুখোমুখি হয়েছিল ডায়মন্ডহারবার এফসি ও গাজিয়াবাদ সিটি এফসি ৷ তবে ম্যাচের সেরা ফসল নরহরি শ্রেষ্ঠার গোল ৷ গোলকিপার সুব্রত সাঁতরার লম্বা শটটা হেডে নামিয়ে দিয়েছিলেন জবি জাস্টিন । প্রতিপক্ষ ডিফেন্ডারদের এড়িয়ে বলের দখল নিয়ে বক্সে ঢুকে পড়েন নরহরি । গোলকিপারকে এগিয়ে আসতে দেখেই তাঁর মাথার উপর দিয়ে লব করে বলটা জালে জড়িয়ে দেন ।

Naro Hari Shrestha
10 সেকেন্ডে গোলে বিজয়নের রেকর্ড ভাঙলেন প্রাক্তন মোহনবাগানী (ইটিভি ভারত)

নজির গড়েও অবশ্য নির্লিপ্ত নরহরি । শ্রেষ্ঠা বলছেন, “মাত্র 10 সেকেন্ডে গোল করেছি ? হবে হয়তো । দ্রুত গোল করেছি জানতাম । এত দ্রুত করেছি বুঝতে পারিনি । আসলে এভাবে গোল করার জন্য কোচ আমাদের অনুশীলন করিয়েছেন ৷ আজ সেই অনুশীলন কাজে লেগেছে । তবে দল জিতেছে । সেটাই আসল। ”

গত দু’বছর ধরে কলকাতা ক্লাব ফুটবলে ভালো খেলছে ডায়মন্ডহারবার এফসি । এবার আই লিগের মঞ্চে যাত্রা । শুরুটা অবশ্যই চমক দিয়ে শুরু করলেন কিবু ভিকুনার ছেলেরা ।

আরও পড়ুন:

Last Updated : Sep 4, 2024, 1:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.