মুম্বই, 12 মার্চ: মিডল-অর্ডারের দুরন্ত পারফর্ম্যান্সে রঞ্জি ফাইনালে চালকের আসনে মুম্বই ৷ আর তাদের 42 নম্বর রঞ্জি ফাইনাল জয়ের জন্য আগামী দু’দিনে 10 উইকেট তুলতে হবে ৷ হাতে রয়েছে 537 রানের বিশাল পুঁজি ৷ যা চতুর্থ ইনিংসে বিশ্বের যে কোনও মাঠেই কঠিন টার্গেট বলে বিবেচিত হবে ৷ আর মুম্বইকে এই সুবিধাজনক জায়গায় পৌঁছে দিয়েছেন মুশির খান (136 রান), অধিনায়ক অজিঙ্ক রাহানে (73), শ্রেয়স আইয়ার (95) এবং শামস মুলানি (50) ৷ মিডল-অর্ডারের মিলিত প্রচেষ্টায় তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে মুম্বই 130 ওভার খেলে 418 রানে অল আউট হয়েছে ৷
তৃতীয়দিনের শেষ বেলায় মাত্র 2 ওভার ব্যাটিং করার সুযোগ পেয়েছে বিদর্ভ ৷ দুই ওপেনার অথর্ব টাইডে (3 রানে অপরাজিত) এবং ধ্রুব শোরে (7 রানে অপরাজিত) খেলছেন ৷ বিদর্ভ 2 ওভারে বিনা উইকেটে 10 রান করেছে ৷ চতুর্থ ও পঞ্চম দিনের খেলা বাকি রয়েছে ৷ যেখানে 10 উইকেট বিদর্ভের হাতে রয়েছে ৷ আর তাদের এখনও 528 রান করতে হবে ৷ অর্থাৎ, অন্তত পক্ষে দু’টি দু’শো বা তিনটি একশোর বেশি রানের পার্টনারশিপ দরকার ৷ তবে, গিয়ে বিদর্ভ এই ম্যাচ জেতার কথা ভাবতে পারে ৷ যেখানে কমপক্ষে দু’জন ব্যাটারকে বড় সেঞ্চুরি করতে হবে ৷
এই পরিস্থিতিতে দুই ওপেনারের হাতে বিদর্ভের রঞ্জি ফাইনালের ভবিষ্যৎ নির্ভর করছে ৷ তবে, বিদর্ভের ব্যাটিং লাইনআপে বড় ইনিংস খেলার ক্ষমতা অনেকের রয়েছে ৷ দুই ওপেনার ছাড়াও মিডল-অর্ডারে করুণ নায়ার রয়েছেন ৷ 6 নম্বরে যশ রাঠৌর এবং সাত নম্বরে স্বয়ং অধিনায়ক অক্ষয় ওয়াড়কর রয়েছেন ৷ এরা সকলকে বড় রান করতে পারলেই বিদর্ভের একটা সম্ভাবনা থাকবে ৷ কিন্তু, ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম ইনিংসে মাত্র 105 রানে মুম্বইয়ের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল বিদর্ভের ব্যাটিং ৷
যেখানে ধবল কুলকার্নি, শামস মুলানি এবং তনুষ কোটিয়ান 3টি করে উইকেট নিয়েছিলেন ৷ যদিও, প্রথম ইনিংসে মুম্বইও 224 রানে অল আউট হয়ে গিয়েছিল ৷ কিন্তু, বোলার এবং দ্বিতীয় ইনিংসে ব্যাটারদের দাপট মুম্বইকে ম্যাচে ফিরিয়ে এনেছে ৷ এদিন মুম্বই বনাম বিদর্ভ রঞ্জি ফাইনাল দেখতে ওয়াংখেড়েতে উপস্থিত ছিলেন সচিন তেন্ডুলকর ৷ সেখানে দিলীপ বেঙ্গসরকর এবং চন্দ্রকান্ত পণ্ডিতও ভিভিআইপি গ্যালারিতে উপস্থিত ছিলেন ৷ মুম্বইয়ের ড্রেসিংরুমে এদিন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাকেও দেখা যায় ৷
আরও পড়ুন: