ETV Bharat / sports

ক্যাপ্টেন 4, ডেপুটি 0 ! বিশ্বকাপে ‘ব্রাত্য’ রাহুলে মাত মুম্বই - IPL 2024

MI vs LSG in IPL 2024: ঘরের মাঠে জয়ে ফিরল লখনউ সুপার জায়ান্টস ৷ 4 উইকেটে পল্টনদের তারকাখচিত দলকে হারাল বিশ্বকাপের স্কোয়াডে ডাক না-পাওয়া কেএল রাহুলের দল ৷ 10 ম্যাচে 6 পয়েন্ট পাওয়া মুম্বই ইন্ডিয়ান্সের আইপিএল অভিযান কার্যত শেষ ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : May 1, 2024, 9:26 AM IST

লখনউ, 1 মে: টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করেছে টিম ইন্ডিয়া ৷ রোহিত শর্মার ডেপুটি হিসেবে দলের দায়িত্ব সামলাবেন হার্দিক পান্ডিয়া ৷ সবচেয়ে ‘অপ্রত্যাশিত’ কেএল রাহুলের না-থাকা ৷ 24 ঘণ্টার মধ্যেই রোহিত-হার্দিকের মুম্বইকে হারিয়ে জয়ে ফিরল রাহুলের লখনউ সুপার জায়ান্টস ৷ রোহিত শর্মা (4 রান), হার্দিক পান্ডিয়ার (0 রান ও 2 উইকেট) ব্যর্থতার দিনে সফল তাঁদের সতীর্থ ৷ 4 উইকেটে মুম্বইকে হারাল লখনউ ৷ দল হারার পাশাপাশি স্লো-ওভার রেটিংয়ের কারণে 24 লক্ষ টাকা জরিমানা গুনতে হল হার্দিককে ৷

দল ঘোষণার হওয়ার পরেই নীরবে নির্বাচকদের বার্তা দিয়ে রাখলেন কর্ণাটকী স্টাম্পার-ব্যাটার ৷ একানা স্পোর্টস সিটিতে টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন সুপার জায়ান্টাসের দলনেতা ৷ লখনউয়ের আঁটোসাঁটো বোলিংয়ে দেড়শো পেরোতে ব্যর্থ হয় মুম্বই ৷ বিশ্বকাপের দলঘোষণার পর পল্টনদের তারকাখচিত ব্যাটিং লাইন-আপ কেমন পারফর্ম করে, সেদিকে নজর ছিল সকলের ৷ কিন্তু রাহুলের বুদ্ধিদীপ্ত কৌশলে আটকে গেলেন রোহিত-হার্দিক-সূর্যকুমাররা ৷

প্রথমে ব্যাট করতে নেমে 7 উইকেট হারিয়ে 144 রান করেছিল পাঁচবারের চ্যাম্পিয়নরা ৷ চলতি আইপিএলে 10 ওভারেই এই রান তুলে দিচ্ছে দলগুলো ৷ ফলে বোলারদের পর ‘রাহুল অ্যান্ড কোং’য়ের ব্যাটাররাও সহজেই নিজেদের কাজটা করে ফেলবে বলেই ভেবেছিলেন প্রত্যেকে ৷ মাঠে নেমে যদিও কাজটা ততটা সহজ হল না ৷ প্রথম ওভারে খাতা না খুলেই ফেরেন আর্সিন কুলকার্নি ৷

প্রথম ঝটকার পর খেলাটা ধরেন কেএল রাহুল ও মার্কাস স্টয়নিস ৷ আপাত সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ইন্দো-অজি যুগলবন্দিতে ওঠে 58 রান ৷ 22 বলে 28 রান করে ফিরলেও দলকে ‘মোমেন্টাম’ দিয়ে যান অধিনায়ক ৷ যদিও তা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তাঁর দল ৷ পরের 34 রানে 4 উইকেট হারায় লখনউ ৷ দীপক হুডা, অ্যাস্টন টার্নার, আয়ূষ বাদোনি, ক্রুণাল পান্ডিয়া প্রত্যেকেই ব্যর্থ ৷ যদিও সহজ লক্ষ্যমাত্রা ও মার্কাস স্টয়নিসের 45 বলে 62 রানের ইনিংসে ম্যাচ পকেটে পুরতে বেগ পেতে হয়নি সঞ্জীব গোয়েঙ্কার দলকে ৷

আরও পড়ুন:

  1. বিশ্বকাপে রোহিতের ডেপুটি পান্ডিয়া, ঘোষিত 15 সদস্যের ভারতীয় দল
  2. আর্চারকে ফিরিয়ে কুড়ি-বিশের বিশ্বকাপের দলঘোষণা ইংরেজদের
  3. আচরণবিধি লঙ্ঘন করে সাসপেন্ড নাইট পেসার, কাটা গেল 100 শতাংশ ম্যাচ-ফি

লখনউ, 1 মে: টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করেছে টিম ইন্ডিয়া ৷ রোহিত শর্মার ডেপুটি হিসেবে দলের দায়িত্ব সামলাবেন হার্দিক পান্ডিয়া ৷ সবচেয়ে ‘অপ্রত্যাশিত’ কেএল রাহুলের না-থাকা ৷ 24 ঘণ্টার মধ্যেই রোহিত-হার্দিকের মুম্বইকে হারিয়ে জয়ে ফিরল রাহুলের লখনউ সুপার জায়ান্টস ৷ রোহিত শর্মা (4 রান), হার্দিক পান্ডিয়ার (0 রান ও 2 উইকেট) ব্যর্থতার দিনে সফল তাঁদের সতীর্থ ৷ 4 উইকেটে মুম্বইকে হারাল লখনউ ৷ দল হারার পাশাপাশি স্লো-ওভার রেটিংয়ের কারণে 24 লক্ষ টাকা জরিমানা গুনতে হল হার্দিককে ৷

দল ঘোষণার হওয়ার পরেই নীরবে নির্বাচকদের বার্তা দিয়ে রাখলেন কর্ণাটকী স্টাম্পার-ব্যাটার ৷ একানা স্পোর্টস সিটিতে টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন সুপার জায়ান্টাসের দলনেতা ৷ লখনউয়ের আঁটোসাঁটো বোলিংয়ে দেড়শো পেরোতে ব্যর্থ হয় মুম্বই ৷ বিশ্বকাপের দলঘোষণার পর পল্টনদের তারকাখচিত ব্যাটিং লাইন-আপ কেমন পারফর্ম করে, সেদিকে নজর ছিল সকলের ৷ কিন্তু রাহুলের বুদ্ধিদীপ্ত কৌশলে আটকে গেলেন রোহিত-হার্দিক-সূর্যকুমাররা ৷

প্রথমে ব্যাট করতে নেমে 7 উইকেট হারিয়ে 144 রান করেছিল পাঁচবারের চ্যাম্পিয়নরা ৷ চলতি আইপিএলে 10 ওভারেই এই রান তুলে দিচ্ছে দলগুলো ৷ ফলে বোলারদের পর ‘রাহুল অ্যান্ড কোং’য়ের ব্যাটাররাও সহজেই নিজেদের কাজটা করে ফেলবে বলেই ভেবেছিলেন প্রত্যেকে ৷ মাঠে নেমে যদিও কাজটা ততটা সহজ হল না ৷ প্রথম ওভারে খাতা না খুলেই ফেরেন আর্সিন কুলকার্নি ৷

প্রথম ঝটকার পর খেলাটা ধরেন কেএল রাহুল ও মার্কাস স্টয়নিস ৷ আপাত সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ইন্দো-অজি যুগলবন্দিতে ওঠে 58 রান ৷ 22 বলে 28 রান করে ফিরলেও দলকে ‘মোমেন্টাম’ দিয়ে যান অধিনায়ক ৷ যদিও তা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তাঁর দল ৷ পরের 34 রানে 4 উইকেট হারায় লখনউ ৷ দীপক হুডা, অ্যাস্টন টার্নার, আয়ূষ বাদোনি, ক্রুণাল পান্ডিয়া প্রত্যেকেই ব্যর্থ ৷ যদিও সহজ লক্ষ্যমাত্রা ও মার্কাস স্টয়নিসের 45 বলে 62 রানের ইনিংসে ম্যাচ পকেটে পুরতে বেগ পেতে হয়নি সঞ্জীব গোয়েঙ্কার দলকে ৷

আরও পড়ুন:

  1. বিশ্বকাপে রোহিতের ডেপুটি পান্ডিয়া, ঘোষিত 15 সদস্যের ভারতীয় দল
  2. আর্চারকে ফিরিয়ে কুড়ি-বিশের বিশ্বকাপের দলঘোষণা ইংরেজদের
  3. আচরণবিধি লঙ্ঘন করে সাসপেন্ড নাইট পেসার, কাটা গেল 100 শতাংশ ম্যাচ-ফি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.