ETV Bharat / sports

রবির সন্ধ্যায় আইপিএলে 'এল-ক্লাসিকো', ওয়াংখেড়েতে ধোনি-রোহিত দ্বৈরথ - IPL 2024 - IPL 2024

IPL 2024: ওয়াংখেড়ে স্টেডিয়ামে রবিবার সন্ধ্যায় মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস ৷ তবে, লড়াইটা শুধু দুই ফ্র্যাঞ্চাইজির নয় ৷ আইপিএলের সবচেয়ে সফল দুই অধিনায়কের লড়াইও বটে ৷ যারা এই মরশুমে একে অপরের মুখোমুখি হবেন, প্রথম একাদশের আর 10 জন ক্রিকেটার মতো ৷ তাঁরা মহেন্দ্র সিং ধোনি এবং রোহিত শর্মা ৷

Image Courtesy: MI and IPL X
Image Courtesy: MI and IPL X
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 14, 2024, 6:06 AM IST

মুম্বই, 13 এপ্রিল: রবিবার সন্ধ্যায় আইপিএল 2024-এর 'এল-ক্লাসিকো' আরব সাগরের পাড়ে ৷ যেখানে প্রথমবার মহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংসের জার্সিতে নামছেন নন-ক্যাপ্টেনের ভূমিকায় ৷ যা আইপিএলের আরও একটি ঐতিহাসিক মুহূর্তে হতে চলেছে ৷ যেখানে পাঁচটি ট্রফি জয়ী মুম্বই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংসের অধিনায়করা ময়দানে নামবেন ৷ কিন্তু, অধিনায়ক হিসেবে নন ৷ রোহিত শর্মা এবং এম এস ধোনির এই হাইভোল্টেজ দ্বৈরথে কোথায় দাঁড়িয়ে দুই দল ৷ দেখে নেওয়া যাক ৷

মুম্বই ইন্ডিয়ান্স তাদের আইপিএলের রীতি বজায় রেখেছে ৷ নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে প্রথম তিন ম্যাচে হার দিয়ে সিজন শুরু করেছিল মুম্বই ৷ কিন্তু, শেষ দুই ম্যাচে দিল্লি ক্যাপিটালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে দাপুটে জয় পেয়েছে মুম্বই পলটনরা ৷ কিন্তু, যতটা স্বাভাবিক সবকিছু মনে হচ্ছে, মুম্বই শিবিরে সব ততটাও স্বাভাবিক নয় ৷ অধিনায়ক হার্দিক এবং হেড কোচ মার্ক বাউচারের চিন্তা দলের বোলিং ৷ একমাত্র জসপ্রীত বুমরাকে ছাড়া ৷

মুম্বই পলটনদের বোলিং পুরোটাই জসপ্রীত বুমরা কেন্দ্রীক হয়ে রয়েছে ৷ যেদিন বুমরা উইকেট পাবেন না, সেদিন ফের সানরাইজার্স ম্যাচের মতো আড়াই শোর উপর রান ওঠা সময়ের অপেক্ষা ৷ যার হাতেগরম উদাহরণ বৃহস্পতিবারের আরসিবি ম্যাচ ৷ যেখানে বিরাট কোহলি ব্যর্থতা ও বুমরার পাঁচ উইকেটের পরেও হতশ্রী রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 196 রান তুলে দিয়েছিল ৷ আর বল হাতে জেরাল্ড কোয়েটজে, আকাশ মাধওয়াল, রোমারিও শেপার্ড এবং হার্দিক পান্ডিয়া গড়ে 12.17 রান প্রতি ওভার দিয়েছেন ৷ ফলে সিএসকের মতো শক্তিশালী ব্যাটিংয়ের সামনে বড় পরীক্ষা হতে চলেছে এমআই বোলিং লাইনআপের৷

তবে, মুম্বইয়ের সবচেয়ে বড় শক্তি তাদের 'হেভি-ব্যাটিং' ৷ ওপেনিংয়ে রোহিত শর্মা এবং ঈশান কিষাণ শুরুটা দূরন্ত করছেন ৷ সেই সঙ্গে কামব্যাকের পর তিননম্বরে সূর্যকুমার যাদবও রানে ফিরেছেন ৷ মিডল ও লোয়ার-মিডল অর্ডারে হার্দিক, তীলক বর্মা, টিম ডেভিড এবং রোমারিও শেপার্ড দ্রুত রান তুলছেন ৷ বিশেষত, ওয়াংখেড়ের ব্যাটিং উইকেটে ৷ ফলে এই ম্যাচে মুম্বইয়ের ভরসা তাদের ব্যাটিং ৷

তবে, চিন্তা সিএসকের জন্য কম নেই ৷ ঘরের মাঠে স্লো উইকেট বানিয়ে কেকেআরের পিঞ্চ-হিটারদের আটকে দিলেও, ওয়াংখেড়ের গতি ও বাউন্সে ভরা পিচে তা অসম্ভব ৷ ফলে তুষার দেশপান্ডে, মুস্তাফিজুর রহমান, শার্দূল ঠাকুরদের বাঁচার রাস্তা নেই ৷ বিশেষত, বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুরের ক্ষেত্রে ৷ তাঁর বোলিংয়ের প্রধান অস্ত্র স্লোয়ার লেগ-কাটার ৷ ওয়াংখেড়ের ছোট্ট মাঠে সেই কাটার বাউন্ডারির বাইরে পাঠাতে তৈরি থাকবেন ঈশান এবং স্কাই ৷ সঙ্গে স্লগ-ওভারে ওয়াইডের বন্যা ৷

সিএসকের একমাত্র অস্ত্র উইকেটের পিছনে থাকা ধোনির মগজাস্ত্র ৷ যা প্রতি ম্যাচেই ব্যবহার করতে হচ্ছে অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়কে ৷ কিন্তু, মাঠ ও পিচের চরিত্র যা সেখানে ধোনির মগজাস্ত্র কতটা কাজে দেবে, তা নিয়ে সংশয় অবশ্য়ই রয়েছে ৷ তবে, এমআইয়ের মতো চেন্নাইয়ের বড় আশা তাদের ব্যাটিং ৷ বিশেষত, গত তিন ম্যাচে ব্যর্থ কিউয়ি ওপেনার রাচিন রবীন্দ্র ৷ ওয়াংখেড়ের গতি ও বাউন্সকে ব্যবহার করে মুম্বইয়ের উইকেটে তাঁর রানে ফেরা খুবই জরুরি সিএসকের জন্য ৷ ঋতুরাজ নিজেও ফর্মে রয়েছেন ৷ মিডল-অর্ডারে ডারেল মিচেল এবং শিবম দুবেও রানের মধ্যে আছেন ৷

অজিঙ্ক রাহানে ঘরের মাঠে গতবার বিধ্বংসী হয়ে উঠেছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৷ তাঁর ব্যাটেও রানের খোঁজে রয়েছে চেন্নাই ৷ সঙ্গে লোয়ার-অর্ডারে রবীন্দ্র জাদেজা এবং মহেন্দ্র সিং ধোনি তো রয়েছেনই ৷ বিশেষ করে গতবছর থেকে আইপিএলের নতুন সংযোজন ইম্প্যাক্ট-সাব সিএসকের ব্যাটিং-অর্ডারকে মজবুত করেছে ৷ মোটের উপর রবিবাসরীয় ওয়াংখেড়েতে ধোনি-রোহিত দ্বৈরথের মঞ্চে আরও একটি 'রান-ফেস্ট' অপেক্ষা করছে ক্রিকেট প্রেমীদের জন্য ৷

আরও পড়ুন:

  1. প্রথম একাদশে ফেরার প্রস্তুতি রানার, নাইটদের চিন্তায় জঘন্য ফিল্ডিং
  2. মুম্বইয়ের জয়েও অধিনায়ক হার্দিককে ব্যঙ্গ, ওয়াংখেড়েকে শান্ত করলেন কোহলি
  3. বল হাতে লখনউয়ে 'নবাব' কুলদীপ, রাহুলদের হারিয়ে জয়ে ফিরল দিল্লি

মুম্বই, 13 এপ্রিল: রবিবার সন্ধ্যায় আইপিএল 2024-এর 'এল-ক্লাসিকো' আরব সাগরের পাড়ে ৷ যেখানে প্রথমবার মহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংসের জার্সিতে নামছেন নন-ক্যাপ্টেনের ভূমিকায় ৷ যা আইপিএলের আরও একটি ঐতিহাসিক মুহূর্তে হতে চলেছে ৷ যেখানে পাঁচটি ট্রফি জয়ী মুম্বই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংসের অধিনায়করা ময়দানে নামবেন ৷ কিন্তু, অধিনায়ক হিসেবে নন ৷ রোহিত শর্মা এবং এম এস ধোনির এই হাইভোল্টেজ দ্বৈরথে কোথায় দাঁড়িয়ে দুই দল ৷ দেখে নেওয়া যাক ৷

মুম্বই ইন্ডিয়ান্স তাদের আইপিএলের রীতি বজায় রেখেছে ৷ নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে প্রথম তিন ম্যাচে হার দিয়ে সিজন শুরু করেছিল মুম্বই ৷ কিন্তু, শেষ দুই ম্যাচে দিল্লি ক্যাপিটালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে দাপুটে জয় পেয়েছে মুম্বই পলটনরা ৷ কিন্তু, যতটা স্বাভাবিক সবকিছু মনে হচ্ছে, মুম্বই শিবিরে সব ততটাও স্বাভাবিক নয় ৷ অধিনায়ক হার্দিক এবং হেড কোচ মার্ক বাউচারের চিন্তা দলের বোলিং ৷ একমাত্র জসপ্রীত বুমরাকে ছাড়া ৷

মুম্বই পলটনদের বোলিং পুরোটাই জসপ্রীত বুমরা কেন্দ্রীক হয়ে রয়েছে ৷ যেদিন বুমরা উইকেট পাবেন না, সেদিন ফের সানরাইজার্স ম্যাচের মতো আড়াই শোর উপর রান ওঠা সময়ের অপেক্ষা ৷ যার হাতেগরম উদাহরণ বৃহস্পতিবারের আরসিবি ম্যাচ ৷ যেখানে বিরাট কোহলি ব্যর্থতা ও বুমরার পাঁচ উইকেটের পরেও হতশ্রী রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 196 রান তুলে দিয়েছিল ৷ আর বল হাতে জেরাল্ড কোয়েটজে, আকাশ মাধওয়াল, রোমারিও শেপার্ড এবং হার্দিক পান্ডিয়া গড়ে 12.17 রান প্রতি ওভার দিয়েছেন ৷ ফলে সিএসকের মতো শক্তিশালী ব্যাটিংয়ের সামনে বড় পরীক্ষা হতে চলেছে এমআই বোলিং লাইনআপের৷

তবে, মুম্বইয়ের সবচেয়ে বড় শক্তি তাদের 'হেভি-ব্যাটিং' ৷ ওপেনিংয়ে রোহিত শর্মা এবং ঈশান কিষাণ শুরুটা দূরন্ত করছেন ৷ সেই সঙ্গে কামব্যাকের পর তিননম্বরে সূর্যকুমার যাদবও রানে ফিরেছেন ৷ মিডল ও লোয়ার-মিডল অর্ডারে হার্দিক, তীলক বর্মা, টিম ডেভিড এবং রোমারিও শেপার্ড দ্রুত রান তুলছেন ৷ বিশেষত, ওয়াংখেড়ের ব্যাটিং উইকেটে ৷ ফলে এই ম্যাচে মুম্বইয়ের ভরসা তাদের ব্যাটিং ৷

তবে, চিন্তা সিএসকের জন্য কম নেই ৷ ঘরের মাঠে স্লো উইকেট বানিয়ে কেকেআরের পিঞ্চ-হিটারদের আটকে দিলেও, ওয়াংখেড়ের গতি ও বাউন্সে ভরা পিচে তা অসম্ভব ৷ ফলে তুষার দেশপান্ডে, মুস্তাফিজুর রহমান, শার্দূল ঠাকুরদের বাঁচার রাস্তা নেই ৷ বিশেষত, বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুরের ক্ষেত্রে ৷ তাঁর বোলিংয়ের প্রধান অস্ত্র স্লোয়ার লেগ-কাটার ৷ ওয়াংখেড়ের ছোট্ট মাঠে সেই কাটার বাউন্ডারির বাইরে পাঠাতে তৈরি থাকবেন ঈশান এবং স্কাই ৷ সঙ্গে স্লগ-ওভারে ওয়াইডের বন্যা ৷

সিএসকের একমাত্র অস্ত্র উইকেটের পিছনে থাকা ধোনির মগজাস্ত্র ৷ যা প্রতি ম্যাচেই ব্যবহার করতে হচ্ছে অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়কে ৷ কিন্তু, মাঠ ও পিচের চরিত্র যা সেখানে ধোনির মগজাস্ত্র কতটা কাজে দেবে, তা নিয়ে সংশয় অবশ্য়ই রয়েছে ৷ তবে, এমআইয়ের মতো চেন্নাইয়ের বড় আশা তাদের ব্যাটিং ৷ বিশেষত, গত তিন ম্যাচে ব্যর্থ কিউয়ি ওপেনার রাচিন রবীন্দ্র ৷ ওয়াংখেড়ের গতি ও বাউন্সকে ব্যবহার করে মুম্বইয়ের উইকেটে তাঁর রানে ফেরা খুবই জরুরি সিএসকের জন্য ৷ ঋতুরাজ নিজেও ফর্মে রয়েছেন ৷ মিডল-অর্ডারে ডারেল মিচেল এবং শিবম দুবেও রানের মধ্যে আছেন ৷

অজিঙ্ক রাহানে ঘরের মাঠে গতবার বিধ্বংসী হয়ে উঠেছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৷ তাঁর ব্যাটেও রানের খোঁজে রয়েছে চেন্নাই ৷ সঙ্গে লোয়ার-অর্ডারে রবীন্দ্র জাদেজা এবং মহেন্দ্র সিং ধোনি তো রয়েছেনই ৷ বিশেষ করে গতবছর থেকে আইপিএলের নতুন সংযোজন ইম্প্যাক্ট-সাব সিএসকের ব্যাটিং-অর্ডারকে মজবুত করেছে ৷ মোটের উপর রবিবাসরীয় ওয়াংখেড়েতে ধোনি-রোহিত দ্বৈরথের মঞ্চে আরও একটি 'রান-ফেস্ট' অপেক্ষা করছে ক্রিকেট প্রেমীদের জন্য ৷

আরও পড়ুন:

  1. প্রথম একাদশে ফেরার প্রস্তুতি রানার, নাইটদের চিন্তায় জঘন্য ফিল্ডিং
  2. মুম্বইয়ের জয়েও অধিনায়ক হার্দিককে ব্যঙ্গ, ওয়াংখেড়েকে শান্ত করলেন কোহলি
  3. বল হাতে লখনউয়ে 'নবাব' কুলদীপ, রাহুলদের হারিয়ে জয়ে ফিরল দিল্লি
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.