ETV Bharat / sports

জয়পুরে 'রয়্যাল বোলিং' বনাম পলটনদের 'পাওয়ার-প্যাক' ব্যাটিং দ্বৈরথ - IPL 2024 - IPL 2024

IPL 2024: চলতি আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সকে ওয়াংখেড়ের মাঠে ধরাশায়ী করেছিল রাজস্থান রয়্যালস ৷ সেখানে পলটন এবং রয়্যালদের মধ্যে ফারাক গড়ে দিয়েছিলেন তরুণ রিয়ান পরাগ ৷ এবার লিগের ফিরতি ম্যাচে টেবিল টপার রাজস্থানের বিরুদ্ধে সেই হারের বদলা নেওয়ার পালা পলটনদের ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By PTI

Published : Apr 22, 2024, 12:16 PM IST

জয়পুর, 22 এপ্রিল: শুরুর তিন ম্যাচে হারের পর ফের জয়ের রাস্তায় ফিরেছে মুম্বই ইন্ডিয়ান্স ৷ কিন্তু, তাতেও স্বস্তি নেই হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দলে ৷ কারণ, জসপ্রীত বুমরাকে বাদ দিলে, কোনও বোলারই ভরসার যোগ্য হয়ে উঠতে পারছেন না ৷ এই অবস্থায় টুর্নামেন্টের সবচেয়ে ধারাবাহিক রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আজ জয়পুরে নামছে এমআই পলটন ব্রিগেড ৷ চলতি আইপিএলে এটি মুম্বই ও রাজস্থানের প্রথম ফিরতি ম্যাচ ৷

মুম্বই ইন্ডিয়ান্স তাদের শেষ চার ম্যাচের তিনটিতে জয় পেয়েছে ৷ যেখানে অধিকাংশটাই ব্যাটিংয়ের পারফর্ম্যান্সে ভর করে ৷ পঞ্জাব কিংসের বিরুদ্ধে শেষ ম্যাচেও কপাল জোরে জিতেছে এমআই ৷ ফলে শক্তিশালী রাজস্থান ব্যাটিংয়ের সামনে আজ বড় পরীক্ষা মুম্বইয়ে বোলরাদের ৷ জসপ্রীত বুমরা এই টুর্নামেন্টে সবচেয়ে ধারাবাহিক ও কৃপণ বোলার ৷ কিন্তু, একা বুমরায় যে সব ম্যাচ জেতা সম্ভব নয়, তা ভালো করেই জানেন বোলিং কোচ লাসিথ মালিঙ্গা ৷

জেরাল্ড কোয়েটজি, আকাশ মাধওয়াল এবং স্বয়ং অধিনায়ক হার্দিক পান্ডিয়ার বোলিং ম্যানেজমেন্টের মাথাব্যাথার কারণ ৷ তাঁরা উইকেট তুললেও, তার আগে প্রচুর রান খরচ করছেন ৷ ফলে শুরুতেই প্রতিপক্ষ স্কোরবোর্ডে বড় রান তুলে নিচ্ছে ৷ এক্ষেত্রে ব্যাটিংয়ের উপর বাড়তি চাপ তৈরি হচ্ছে ৷ উল্লেখ্য, মুম্বই ইন্ডিয়ান্সের জেতা তিন ম্যাচের দু’টি ঘরের মাঠে ৷ যেখানে পুরোটাই ব্যাটিংয়ের উপর নির্ভর করে এসেছে ৷

এক্ষেত্রে রাজস্থানের মতো বোলিংয়ের সামনে, তাও আবার জয়পুরের মাঠে হার্ড-হিটিং গেম সহজ হবে না ৷ সেখানেই বোলিংয়ের উপর বাড়তি দায়িত্ব চলে আসবে ৷ বুমরা ছাড়া একমাত্র লেগস্পিনার শ্রেয়স গোপাল মুম্বইকে ভরসা জোগাচ্ছেন ৷ অন্যদিকে, রাজস্থানকে ব্যাটিংয়ে এতদিন সঞ্জু স্যামসন এবং রিয়ান পরাগের উপর নির্ভর করতে হচ্ছিল ৷ ফর্মে ছিলেন না দুই ওপেনার জস বাটলার এবং যশস্বী জয়সওয়াল ৷ জস দুই ম্যাচে দু’টি সেঞ্চুরি করে ফর্মে ফিরেছেন ৷ তবে, যশস্বীর ব্যাটে এখনও রান নেই ৷ ইনিংস ভালো শুরু করেও, ভুল শট খেলে উইকেট দিয়ে আসছেন ৷

তবে, 3 ও 4 নম্বর সঞ্জু এবং রিয়ানের ফর্ম ভরসা জোগাচ্ছে ৷ আর লোয়ার মিডল-অর্ডারে সিমরন হেটমায়ার এবং রভম্যান পাওয়েল ম্যাচ শেষ করার কাজ করছেন ৷ উল্লেখ্য, বাটলারও কেকেআরের বিরুদ্ধে ম্যাচ শেষ করে ফিরেছিলেন ৷ ফলে রাজস্থানের ব্যাটিং চলতি আইপিএলে সবচেয়ে ধারাবাহিক ৷ ফলে সোয়াই মান সিং স্টেডিয়ামে বড় পরীক্ষা মুম্বই বোলিংয়ের ৷ তবে, মুম্বইয়ের ভরসা তাদের ওপেনার এবং সূর্যকুমার যাদবের ফর্ম ৷ তীলক বর্মাও মাঝের ওভারে স্কোরবোর্ডে রান তুলছেন ৷

তবে, রাজস্থান রয়্যালসের বোলিংয়ের সামনে পিঞ্চ-হিটিংয়ে রান তোলা সহজ হবে না ৷ বিশেষত, ট্রেন্ট বোল্ট, সন্দীপ শর্মা, রবিচন্দ্রন অশ্বিন, কেশব মহারাজ এবং যুজবেন্দ্র চহালের সামনে বড় শট খেলতে গেলে উইকেট হারানোর সম্ভাবনা অনেক বেশি ৷ যা চলতি মরশুমে প্রায় সব দলের বিরুদ্ধেই হয়েছে ৷ ফলে আইপিএলের ফিরতি ম্যাচে খাতায়-কলমে রাজস্থান রয়্যালস অনেকটাই এগিয়ে রয়েছে ৷

আরও পড়ুন:

  1. হেরেই চলেছে পঞ্জাব, কিশোরের 4 উইকেটে জয়ের সরণিতে গুজরাত
  2. ইডেনে লাস্ট-ওভার থ্রিলারে নাইটদের জয়, আরসিবির আইপিএল অভিযান কার্যত শেষ
  3. কোহলির আউট ঘিরে বিতর্ক, পঞ্চম জয়েও নাইট শিবিরের চিন্তা ছন্দহীন স্টার্ক

জয়পুর, 22 এপ্রিল: শুরুর তিন ম্যাচে হারের পর ফের জয়ের রাস্তায় ফিরেছে মুম্বই ইন্ডিয়ান্স ৷ কিন্তু, তাতেও স্বস্তি নেই হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দলে ৷ কারণ, জসপ্রীত বুমরাকে বাদ দিলে, কোনও বোলারই ভরসার যোগ্য হয়ে উঠতে পারছেন না ৷ এই অবস্থায় টুর্নামেন্টের সবচেয়ে ধারাবাহিক রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আজ জয়পুরে নামছে এমআই পলটন ব্রিগেড ৷ চলতি আইপিএলে এটি মুম্বই ও রাজস্থানের প্রথম ফিরতি ম্যাচ ৷

মুম্বই ইন্ডিয়ান্স তাদের শেষ চার ম্যাচের তিনটিতে জয় পেয়েছে ৷ যেখানে অধিকাংশটাই ব্যাটিংয়ের পারফর্ম্যান্সে ভর করে ৷ পঞ্জাব কিংসের বিরুদ্ধে শেষ ম্যাচেও কপাল জোরে জিতেছে এমআই ৷ ফলে শক্তিশালী রাজস্থান ব্যাটিংয়ের সামনে আজ বড় পরীক্ষা মুম্বইয়ে বোলরাদের ৷ জসপ্রীত বুমরা এই টুর্নামেন্টে সবচেয়ে ধারাবাহিক ও কৃপণ বোলার ৷ কিন্তু, একা বুমরায় যে সব ম্যাচ জেতা সম্ভব নয়, তা ভালো করেই জানেন বোলিং কোচ লাসিথ মালিঙ্গা ৷

জেরাল্ড কোয়েটজি, আকাশ মাধওয়াল এবং স্বয়ং অধিনায়ক হার্দিক পান্ডিয়ার বোলিং ম্যানেজমেন্টের মাথাব্যাথার কারণ ৷ তাঁরা উইকেট তুললেও, তার আগে প্রচুর রান খরচ করছেন ৷ ফলে শুরুতেই প্রতিপক্ষ স্কোরবোর্ডে বড় রান তুলে নিচ্ছে ৷ এক্ষেত্রে ব্যাটিংয়ের উপর বাড়তি চাপ তৈরি হচ্ছে ৷ উল্লেখ্য, মুম্বই ইন্ডিয়ান্সের জেতা তিন ম্যাচের দু’টি ঘরের মাঠে ৷ যেখানে পুরোটাই ব্যাটিংয়ের উপর নির্ভর করে এসেছে ৷

এক্ষেত্রে রাজস্থানের মতো বোলিংয়ের সামনে, তাও আবার জয়পুরের মাঠে হার্ড-হিটিং গেম সহজ হবে না ৷ সেখানেই বোলিংয়ের উপর বাড়তি দায়িত্ব চলে আসবে ৷ বুমরা ছাড়া একমাত্র লেগস্পিনার শ্রেয়স গোপাল মুম্বইকে ভরসা জোগাচ্ছেন ৷ অন্যদিকে, রাজস্থানকে ব্যাটিংয়ে এতদিন সঞ্জু স্যামসন এবং রিয়ান পরাগের উপর নির্ভর করতে হচ্ছিল ৷ ফর্মে ছিলেন না দুই ওপেনার জস বাটলার এবং যশস্বী জয়সওয়াল ৷ জস দুই ম্যাচে দু’টি সেঞ্চুরি করে ফর্মে ফিরেছেন ৷ তবে, যশস্বীর ব্যাটে এখনও রান নেই ৷ ইনিংস ভালো শুরু করেও, ভুল শট খেলে উইকেট দিয়ে আসছেন ৷

তবে, 3 ও 4 নম্বর সঞ্জু এবং রিয়ানের ফর্ম ভরসা জোগাচ্ছে ৷ আর লোয়ার মিডল-অর্ডারে সিমরন হেটমায়ার এবং রভম্যান পাওয়েল ম্যাচ শেষ করার কাজ করছেন ৷ উল্লেখ্য, বাটলারও কেকেআরের বিরুদ্ধে ম্যাচ শেষ করে ফিরেছিলেন ৷ ফলে রাজস্থানের ব্যাটিং চলতি আইপিএলে সবচেয়ে ধারাবাহিক ৷ ফলে সোয়াই মান সিং স্টেডিয়ামে বড় পরীক্ষা মুম্বই বোলিংয়ের ৷ তবে, মুম্বইয়ের ভরসা তাদের ওপেনার এবং সূর্যকুমার যাদবের ফর্ম ৷ তীলক বর্মাও মাঝের ওভারে স্কোরবোর্ডে রান তুলছেন ৷

তবে, রাজস্থান রয়্যালসের বোলিংয়ের সামনে পিঞ্চ-হিটিংয়ে রান তোলা সহজ হবে না ৷ বিশেষত, ট্রেন্ট বোল্ট, সন্দীপ শর্মা, রবিচন্দ্রন অশ্বিন, কেশব মহারাজ এবং যুজবেন্দ্র চহালের সামনে বড় শট খেলতে গেলে উইকেট হারানোর সম্ভাবনা অনেক বেশি ৷ যা চলতি মরশুমে প্রায় সব দলের বিরুদ্ধেই হয়েছে ৷ ফলে আইপিএলের ফিরতি ম্যাচে খাতায়-কলমে রাজস্থান রয়্যালস অনেকটাই এগিয়ে রয়েছে ৷

আরও পড়ুন:

  1. হেরেই চলেছে পঞ্জাব, কিশোরের 4 উইকেটে জয়ের সরণিতে গুজরাত
  2. ইডেনে লাস্ট-ওভার থ্রিলারে নাইটদের জয়, আরসিবির আইপিএল অভিযান কার্যত শেষ
  3. কোহলির আউট ঘিরে বিতর্ক, পঞ্চম জয়েও নাইট শিবিরের চিন্তা ছন্দহীন স্টার্ক
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.