মুম্বই, 29 এপ্রিল: সেমির প্রথম লেগে সংযুক্তি সময়ের একটা ছোট্ট স্পেলে বাজিমাত করে গিয়েছিল তারা ৷ সোমবার ফিরতি লেগে সেই মোমেন্টাম ধরে রেখেই বাজিমাত করে গেল মুম্বই সিটি এফসি ৷ প্রথম লেগে গুরুত্বপূর্ণ অ্যাওয়ে জয়ের পর এদিন ঘরের মাঠে 2-0 জয় তুলে নিল পিটার ক্র্য়াটকি'র ছেলেরা ৷ সবমিলিয়ে 4 মে কলকাতায় মেগা ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টের মুখোমুখি 'আইল্যান্ডার'রা ৷
গত ম্যাচে স্মরণীয় প্রত্যাবর্তনের পর মুম্বই ঘরের মাঠে লিড ধরে রেখে বাজিমাত করতে পারে কি না, দেখার প্রতীক্ষার ছিলেন ফুটবল অনুরাগীরা ৷ পক্ষান্তরে কৌশলে ক্র্য়াটকিকে পিছনে ফেলে মানোলো মার্কুয়েজ শেষ হাসি হাসতে পারেন কি না, সেদিকেও নজর ছিল অনুরাগীদের ৷
কোচেদের স্ট্র্যাটেজি মাঠে প্রয়োগ করতে এদিন শুরু থেকেই বদ্ধপরিকর ছিলেন ফুটবলাররা ৷ আক্রমণ, প্রতি-আক্রমণে জমে উঠলেও প্রথমার্ধ গোলশূন্যই থাকে ৷ সে ক্ষেত্রেও এগ্রিগেটে অ্যাডভান্টেজ ছিল মুম্বইও ৷ তবে ড্র নয়, জিতেই ফাইনাল নিশ্চিত করতে চেয়েছিল 'আইল্যান্ডার'রা ৷ 69 মিনিটে কর্নার থেকে গোল করে এগ্রিগেট 4-2 করে ফেলেন জর্জ পেরেরা দিয়াজ ৷
কিন্তু তাতেও গোলক্ষুধা মেটেনি স্কাই ব্লুজের ৷ বিক্রম প্রতাপ সিংয়ের থ্রু ধরে কার্যত একক দক্ষতায় দ্বিতীয় গোলটি করেন প্রথম লেগের জোড়া গোলদাতা লালিয়ানজুয়ালা ছাংতে ৷ এরপর ফেরার রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যায় 'গৌর'দের ৷ শেষমেশ এগ্রিগেটে 5-2 ব্য়বধানে জিতে ফাইনালে প্রবেশ করে দু'বারের লিগ শিল্ডজয়ীরা ৷
লিগ শিল্ড জয়ের পর গতকালই প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে মোহনবাগান ৷ প্রথম লেগে 1-2 পিছিয়ে থেকেও ঘরের মাঠে রবিবার ওড়িশা এফসি'কে 2-0 গোলে হারায় তারা ৷ গোল করেন জেসন কামিংস এবং সাহাল আব্দুল সামাদ ৷
আরও পড়ুন: