কলকাতা, 20 মার্চ: শাস্তি পেয়েছে জামশেদপুর এফসি ৷ বিদেশী খেলোয়াড় সংক্রান্ত অনিয়মের কারণে মুম্বই সিটি এফসি’কে 3-0 জয়ী ঘোষণা করেছে ফেডারেশন ৷ ফলে পয়েন্ট টেবিলের মগডালে পৌঁছে গিয়েছে আইল্যান্ডাররা ৷ 8 নম্বরে নেমে গিয়েছে জামশেদপুর এফসি ৷ লিগ টেবিলের পারমুটেশন-কম্বিনেশনে সুবিধা হল ইস্টবেঙ্গলের । তাদের সামনে খুলে যেতে পারে আইএসএল সুপার সিক্সের দরজা । অন্যদিকে, লিগ-শিল্ড পাওয়ার রাস্তা আরও কণ্টকময় হল মোহনবাগানের জন্য ৷
চলতি মাসের 8 তারিখ জামশেদপুর এফসি বনাম মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ম্যাচে লাল কার্ড দেখেন জামশেদপুরের চিমা চুকুয়ামা । ম্যাচে 82 মিনিটে কার্ড দেখে তিনি মাঠ ছাড়ার পর এক ভারতীয় প্লেয়ারকে পরিবর্তন করে আরেক বিদেশি প্লেয়ারকে নামান জামশেদপুর এফসির কোচ খালিদ জামিল । এরপর এই নিয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে অভিযোগ করে মুম্বই সিটি এফসি । 1-1 গোলে ড্র হয়েছিল ওই ম্যাচ ৷
ফেডারেশনের নিয়ম অনুযায়ী, ম্যাচের যেকোনও সময় 7 জন ভারতীয় প্লেয়ারকে মাঠে থাকতে হবে । তার থেকে কম রাখা যাবে না । কিন্তু চিমা লাল কার্ড দেখে বেরিয়ে যাওয়ার পর খালিদ জামিল ফুটবলার পরিবর্তন করেন । এর ফলে মাঠে 6 জন ভারতীয় ফুটবলার হয়ে যান । ঘটনাটি সামনে আসার পরেই শৃঙ্খলারক্ষা কমিটির কাছে অভিযোগ দায়ের করে মুম্বই সিটি এফসি । ঘটনার তদন্ত শুরু করে এআইএফএফ । তদন্তের রিপোর্টে জামশেদপুর এফসিকে দোষী সাব্যস্ত করা হয় । ফেডারেশন পয়েন্ট কেটে নেওয়ার পরে জামশেদপুর এফসি এই ঘটনার জন্য ক্ষমা চেয়ে বিবৃতি দিয়েছে । তাদের দাবি, ইচ্ছাকৃত নয়, পুরোটাই ভুল বোঝাবুঝির জন্য হয়েছে ।
কোন প্রেক্ষাপটে শেষ ছ’য়ে ইস্টবেঙ্গল ?
জামশেদপুর এফসি পয়েন্ট হারানোর ফলে তাদের পয়েন্ট 21 থেকে কমে দাঁড়িয়েছে 20 । ইস্টবেঙ্গলের পয়েন্ট এখন 18 । পয়েন্ট কাটার পরে জামশেদপুর 6 নম্বর থেকে নেমে দাঁড়িয়েছে 8 নম্বরে । বর্তমানে ইস্টবেঙ্গল রয়েছে 10 নম্বরে । পঞ্জাব এফসি গোল পার্থকের দিক থেকে 6 নম্বরে উঠে এসেছে । ইস্টবেঙ্গলের বাকি আর তিনটে ম্যাচ । তিনটেতেই তারা জিততে পারলে মোট পয়েন্ট দাঁড়াবে 27 । এই পরিস্থিতিতে পঞ্জাব এফসি, বেঙ্গালুরু এফসি, জামশেদপুর এফসিকে পয়েন্ট নষ্ট করতে হবে । অর্থাৎ লাল-হলুদকে আইএসএলের প্লে-অফে প্রবেশ করতে গেলে বাকি দলগুলোর পারফরম্যান্স বা জয়-পরাজয়ে লক্ষ্য রাখতে হবে । বাকি দলগুলো যত পয়েন্ট নষ্ট করবে, ততই হাসি ফুটবে লাল হলুদের মুখে ।
আন্তর্জাতিক বিরতিতে আইএসএলের পয়েন্ট টেবিলে ওঠানামা না হলেও এবার জামশেদপুর এফসির ভুলে সুবিধা হল লাল হলুদের। পরের ম্যাচে নামার আগে যার ফলে মানসিক দিক থেকে চাঙ্গা থাকবে লাল হলুদ। এখন দেখার ইস্টবেঙ্গল ভুল শুধরে শেষ তিনটি ম্যাচে ধারাবাহিকতা দেখাতে পারে কি না। কারন আইএসএলের দ্বিতীয় পর্বে কার্লেস কুয়াদ্রাতের দল বেকায়দায়। একটি মাত্র ম্যাচ জিতেছে। বাকি সাতটি ম্যাচে হার এবং ড্র সঙ্গী। তাই সুযোগ কাজে ইস্টবেঙ্গল সত্যিই পারে কি না সেটাই দেখার।
চাপ বাড়ল বাগানের:
19 ম্যাচে 41 পয়েন্ট নিয়ে টেবিল টপে উঠে এসেছে মুম্বই ৷ ওই ম্যাচ ড্র হওয়ায় 19 ম্যাচে 39 পয়েন্ট ছিল মুম্বইয়ের ৷ এক ম্যাচ কম খেলে 39 পয়েন্ট ছিল বাগানের ৷ মুম্বই সিটির গোলপার্থক্য ছিল 17, সবুজ-মেরুনের 16 ৷ জামশেদপুরের শাস্তিতে মুম্বইয়ের শুধু 2 পয়েন্টই বাড়েনি, গোলপার্থক্যেও বাগানের চেয়ে 4 গোলে এগিয়ে গিয়েছে তারা ৷
আরও পড়ুন: