ETV Bharat / sports

বিয়াল্লিশেও রেকর্ড ফিনিশার ধোনির, দিল্লির জয়েও জরিমানা গুনলেন পন্ত - IPL 2024 - IPL 2024

IPL 2024: প্রথম ভারতীয় উইকেট-কিপার ব্যাটার হিসেবে টি-20 ক্রিকেটে নয়া নজির গড়লেন মহেন্দ্র সিং ধোনি ৷ রবিবার রাতে বিশাখাপত্তনমে তাঁর 16 বলে 37 রানের ব্যাটিং-শো চেন্নাই সুপার কিংসকে ম্যাচ জেতাতে না পারলেও, বুঝিয়ে দিলেন বুড়ো হাড়ে এখনও যে কোনও ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন তিনি ৷

Image Courtesy: IPL X
Image Courtesy: IPL X
author img

By ANI

Published : Apr 1, 2024, 10:52 AM IST

Updated : Apr 1, 2024, 10:58 AM IST

বিশাখাপত্তনম, 1 এপ্রিল: তিনি এলেন, খেললেন আর জয় করলেন... ৷ 42 বছরের মহেন্দ্র সিং ধোনির রবিবার রাতে বিশাখাপত্তনমের বিধ্বংসী ইনিংস অনেকটা তাই ৷ তাঁর 16 বলে 37 রানের অপরাজিত ইনিংস চেন্নাই সুপার কিংসকে ম্যাচ জেতাতে পারেনি ৷ তবে, তাঁর উপস্থিতি এখনও প্রতিপক্ষে থরহরি কম্পন ধরিয়ে দিতে যথেষ্ঠ ৷ দিল্লি ক্যাপিটালসের বোলারদের শেষ 4 ওভারে অবস্থাটা তাই হয়েছিল ৷ সেই সঙ্গে প্রথম ভারতীয় উইকেটকিপার ব্যাটার হিসেবে টি-20 ক্রিকেটে 7 হাজার রান করলেন ধোনি ৷ দিল্লি ক্যাপিটালস ম্যাচ জিতলেও 12 লক্ষ টাকা জরিমানা গুনতে হল ক্যাপ্টেন ঋষভ পন্ত ৷

রবিবার দিল্লি ক্যাপিটালস এই সিজনে তাদের প্রথম ম্যাচ জিতেছে ৷ তবে, বিশাখাপত্তনমের মাঠ কখনই মনে হয়নি দিল্লির গড় ৷ স্টেডিয়ামের যেদিকেই তাকানো যাক না কেন, শুধু হলুদ ৷ আর সেটা একটি মাত্র লোকের জন্য ৷ তিনি থালা মহেন্দ্র সিং ধোনি ৷ চেন্নাই ম্যাচ হারলেও, স্টেডিয়ামের আবহ দেখলে মনে হতেই পারত ফিনিশার ধোনি ম্যাচ শেষ করে হাসি মুখে মাঠ ছাড়ছেন ৷ কিন্তু, তা হয়নি ৷ তবুও এই উন্মাদনার একমাত্র কারণ এমএস ধোনি এবং তাঁর বিধ্বংসী 37 রানের অপরাজিত ইনিংস ৷ যে ইনিংস 4টি বাউন্ডারি ও 3টি ওভার বাউন্ডারিতে সাজানো ছিল ৷

যদিও, সিএসকে 192 রান তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি ৷ তা না হলে 20 রানের হারের বদলে, সিজনের তৃতীয় ম্যাচেও জয় নিশ্চিত ছিল ৷ খলিল আহমেদ পাওয়ার-প্লে তে পেসের সঙ্গে স্যুইং বোলিংয়ের অসামান্য কৌশল দেখালেন ৷ দুই ওপেনার অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় (1) ও রাচিন রবীন্দ্রকে (2) এদিন দাঁড়াতেই দেননি তিনি ৷ যদিও, মাঝে অজিঙ্ক রাহানে (45) এবং ডারেল মিচেল (34) একটা পার্টনারশিপ গড়েছিলেন ৷ কিন্তু, 14 তম ওভারে মুকেশ কুমার পরপর দু’উইকেট নিয়ে ম্যাচের রাশ দিল্লির হাতে তুলে দেন ৷

এদিন শিবম দুবেও ব্যর্থ ৷ পেস বোলিংয়ের সামনে তাঁর দুর্বলতা ফের স্পষ্ট ৷ 17 বল খেলে একটি বাউন্ডারি মেরে মাত্র 18 রান করলেন তিনি ৷ মুকেশের তিন নম্বর শিকার ছিলেন শিবম ৷ রবীন্দ্র জাদেজাও 17 বলে মাত্র 21 রান করেন ৷ লোয়ার মিডল-অর্ডারে এই দুই ব্যাটারের স্লথ ব্যাটিং সিএসকে-কে ভুগিয়েছে ৷ এই দু’জনের ব্যাট থেকে আর কিছু রান এলে, ফিনিশার ধোনি রবিবার রাতে ম্যাচ বের করে দিতেই পারতেন ৷ সিএসকে 20 ওভারে 6 উইকেট হারিয়ে 171 রান করে ৷

অন্যদিকে, দিল্লি ক্যাপিটালস তাদের সিজনের প্রথম জয় পেয়ে গেল ৷ ডেভিড ওয়ার্নারের সঙ্গে পৃথ্বী শ (27 বলে 43 রান)-কে ওপেনিংয়ে এনে সফল দিল্লি ৷ ওয়ার্নার (35 বলে 52 রান) সিজনের তাঁর দ্বিতীয় হাফ-সেঞ্চুরি করলেন ৷ আর তিন নম্বরে নেমে সিজনের প্রথম হাফ-সেঞ্চুরি করলেন ঋষভ পন্ত (32 বলে 51 রান) ৷ গাড়ি দুর্ঘটনার পর 14 মাসের বিরতিতে এই আইপিএলেই ক্রিকেট মাঠে প্রত্যাবর্তন করেছেন ৷ প্রথম দুই ম্যাচে ব্যাট-হাতে ছন্দ খুঁজছিলেন ৷ কিন্তু, সিএসকের বিরুদ্ধে শুরুতে কিছুটা সামলে খেলে, স্লগ-ওভারে পুরনো ভিন্টেজ ঋষভকে দেখা গেল ৷ তাঁর বিখ্যাত ওয়ান হ্যান্ডেড সিক্সারও দেখা গেল বিশাখাপত্তনমে ৷ ব্যাটে রান ও দলের জয়েও ম্যাচ শেষে স্লো-ওভার রেটের জন্য 12 লক্ষ টাকা জরিমানা গুনতে হল ক্যাপিটালস ক্যাপ্টেনকে ৷

আরও পড়ুন:

  1. ঘরের মাঠে দাপুটে জয়, 7 উইকেটে হায়দরাবাদ 'বধ' গিল ব্রিগেডের
  2. জেট প্লেনের গতিই অনুপ্রেরণা লখনউয়ের নয়া স্পিডস্টার ময়াঙ্কের
  3. হিলিকে বাংলা শেখালেন নিগার, পরিচিত হলেন বাঙালি সংস্কৃতির সঙ্গেও

বিশাখাপত্তনম, 1 এপ্রিল: তিনি এলেন, খেললেন আর জয় করলেন... ৷ 42 বছরের মহেন্দ্র সিং ধোনির রবিবার রাতে বিশাখাপত্তনমের বিধ্বংসী ইনিংস অনেকটা তাই ৷ তাঁর 16 বলে 37 রানের অপরাজিত ইনিংস চেন্নাই সুপার কিংসকে ম্যাচ জেতাতে পারেনি ৷ তবে, তাঁর উপস্থিতি এখনও প্রতিপক্ষে থরহরি কম্পন ধরিয়ে দিতে যথেষ্ঠ ৷ দিল্লি ক্যাপিটালসের বোলারদের শেষ 4 ওভারে অবস্থাটা তাই হয়েছিল ৷ সেই সঙ্গে প্রথম ভারতীয় উইকেটকিপার ব্যাটার হিসেবে টি-20 ক্রিকেটে 7 হাজার রান করলেন ধোনি ৷ দিল্লি ক্যাপিটালস ম্যাচ জিতলেও 12 লক্ষ টাকা জরিমানা গুনতে হল ক্যাপ্টেন ঋষভ পন্ত ৷

রবিবার দিল্লি ক্যাপিটালস এই সিজনে তাদের প্রথম ম্যাচ জিতেছে ৷ তবে, বিশাখাপত্তনমের মাঠ কখনই মনে হয়নি দিল্লির গড় ৷ স্টেডিয়ামের যেদিকেই তাকানো যাক না কেন, শুধু হলুদ ৷ আর সেটা একটি মাত্র লোকের জন্য ৷ তিনি থালা মহেন্দ্র সিং ধোনি ৷ চেন্নাই ম্যাচ হারলেও, স্টেডিয়ামের আবহ দেখলে মনে হতেই পারত ফিনিশার ধোনি ম্যাচ শেষ করে হাসি মুখে মাঠ ছাড়ছেন ৷ কিন্তু, তা হয়নি ৷ তবুও এই উন্মাদনার একমাত্র কারণ এমএস ধোনি এবং তাঁর বিধ্বংসী 37 রানের অপরাজিত ইনিংস ৷ যে ইনিংস 4টি বাউন্ডারি ও 3টি ওভার বাউন্ডারিতে সাজানো ছিল ৷

যদিও, সিএসকে 192 রান তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি ৷ তা না হলে 20 রানের হারের বদলে, সিজনের তৃতীয় ম্যাচেও জয় নিশ্চিত ছিল ৷ খলিল আহমেদ পাওয়ার-প্লে তে পেসের সঙ্গে স্যুইং বোলিংয়ের অসামান্য কৌশল দেখালেন ৷ দুই ওপেনার অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় (1) ও রাচিন রবীন্দ্রকে (2) এদিন দাঁড়াতেই দেননি তিনি ৷ যদিও, মাঝে অজিঙ্ক রাহানে (45) এবং ডারেল মিচেল (34) একটা পার্টনারশিপ গড়েছিলেন ৷ কিন্তু, 14 তম ওভারে মুকেশ কুমার পরপর দু’উইকেট নিয়ে ম্যাচের রাশ দিল্লির হাতে তুলে দেন ৷

এদিন শিবম দুবেও ব্যর্থ ৷ পেস বোলিংয়ের সামনে তাঁর দুর্বলতা ফের স্পষ্ট ৷ 17 বল খেলে একটি বাউন্ডারি মেরে মাত্র 18 রান করলেন তিনি ৷ মুকেশের তিন নম্বর শিকার ছিলেন শিবম ৷ রবীন্দ্র জাদেজাও 17 বলে মাত্র 21 রান করেন ৷ লোয়ার মিডল-অর্ডারে এই দুই ব্যাটারের স্লথ ব্যাটিং সিএসকে-কে ভুগিয়েছে ৷ এই দু’জনের ব্যাট থেকে আর কিছু রান এলে, ফিনিশার ধোনি রবিবার রাতে ম্যাচ বের করে দিতেই পারতেন ৷ সিএসকে 20 ওভারে 6 উইকেট হারিয়ে 171 রান করে ৷

অন্যদিকে, দিল্লি ক্যাপিটালস তাদের সিজনের প্রথম জয় পেয়ে গেল ৷ ডেভিড ওয়ার্নারের সঙ্গে পৃথ্বী শ (27 বলে 43 রান)-কে ওপেনিংয়ে এনে সফল দিল্লি ৷ ওয়ার্নার (35 বলে 52 রান) সিজনের তাঁর দ্বিতীয় হাফ-সেঞ্চুরি করলেন ৷ আর তিন নম্বরে নেমে সিজনের প্রথম হাফ-সেঞ্চুরি করলেন ঋষভ পন্ত (32 বলে 51 রান) ৷ গাড়ি দুর্ঘটনার পর 14 মাসের বিরতিতে এই আইপিএলেই ক্রিকেট মাঠে প্রত্যাবর্তন করেছেন ৷ প্রথম দুই ম্যাচে ব্যাট-হাতে ছন্দ খুঁজছিলেন ৷ কিন্তু, সিএসকের বিরুদ্ধে শুরুতে কিছুটা সামলে খেলে, স্লগ-ওভারে পুরনো ভিন্টেজ ঋষভকে দেখা গেল ৷ তাঁর বিখ্যাত ওয়ান হ্যান্ডেড সিক্সারও দেখা গেল বিশাখাপত্তনমে ৷ ব্যাটে রান ও দলের জয়েও ম্যাচ শেষে স্লো-ওভার রেটের জন্য 12 লক্ষ টাকা জরিমানা গুনতে হল ক্যাপিটালস ক্যাপ্টেনকে ৷

আরও পড়ুন:

  1. ঘরের মাঠে দাপুটে জয়, 7 উইকেটে হায়দরাবাদ 'বধ' গিল ব্রিগেডের
  2. জেট প্লেনের গতিই অনুপ্রেরণা লখনউয়ের নয়া স্পিডস্টার ময়াঙ্কের
  3. হিলিকে বাংলা শেখালেন নিগার, পরিচিত হলেন বাঙালি সংস্কৃতির সঙ্গেও
Last Updated : Apr 1, 2024, 10:58 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.