ETV Bharat / sports

বোলিং অ্য়াকশনে অখুশি, নেটে পান্ডিয়াকে নিয়ে বিশেষ ক্লাস মর্কেলের - INDIA vs BANGLADESH T20I SERIES

MORKEL UNHAPPY WITH PANDYA: ভারত-বাংলাদেশ প্রথম টি-20 ম্যাচের আগে নেটে হার্দিক পান্ডিয়ার পিছনে বাড়তি সময় ব্যয় করলেন দলের বোলিং কোচ ৷ নিলেন বিশেষ ক্লাস ৷

MORKEL UNHAPPY WITH PANDYA
পান্ডিয়ার বোলিং অ্য়াকশনে অখুশি মর্কেল (IANS Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Oct 4, 2024, 3:45 PM IST

গোয়ালিয়র, 4 অক্টোবর: টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করার পর আগামী রবিবার বাংলাদেশের বিরুদ্ধে টি-20 সিরিজে অভিযান শুরু করছে ভারত ৷ সিরিজের প্রথম ম্য়াচটি অনুষ্ঠিত হবে গোয়ালিয়রে ৷ 14 বছর পর গোয়ালিয়রে ফিরছে আন্তর্জাতিক ম্যাচ ৷ তার আগে অনুশীলনে চর্চায় হার্দিক পান্ডিয়ার বোলিং অ্যাকশন ৷

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী বরোদা অলরাউন্ডারের বোলিং অ্য়াকশন নিয়ে বেজায় অখুশি দলের নয়া বোলিং কোচ মর্নে মর্কেল ৷ সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী বৃহস্পতিবার পান্ডিয়াকে নিয়ে নেটে বাড়তি সময় খরচ করলেন প্রোটিয়াদের প্রাক্তন তারকা পেসার ৷ প্রাথমিকভাবে মর্কেল ভারতীয় অলরাউন্ডারের রান-আপ ঝালিয়ে নেন বলে জানানো হয়েছে রিপোর্টে ৷

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী পান্ডিয়াকে স্টাম্পের কাছ থেকে বোলিং করতে নিষেধ করেছেন গৌতম গম্ভীরের সহকারি ৷ 10-15 মিনিট রান-আপ নিয়ে আলোচনার পর রিলিজ পয়েন্ট নিয়েও টি-20 বিশ্বজয়ী দলের সহঅধিনায়কের সঙ্গে আলোচনা হয় মর্কেলের ৷ এরপর বাঁ-হাতি পেসার আর্শদীপ সিং ও প্রথমবার দলে ডাক পাওয়া হর্ষিত রানা এবং ময়াঙ্ক যাদবকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন ৷

এদিকে রবিবার গোয়ালিয়রে ভারত-বাংলাদেশ প্রথম টি-20 ম্য়াচ ঘিরে সংশয় তৈরি হয়েছে ৷ বাংলাদেশে হিন্দুদের উপর হিংসার ঘটনায় ম্য়াচের দিন গোয়ালিয়র শহরে বনধ ডেকেছে হিন্দু মহাসভা ৷ পালটা গোয়ালিয়রের জেলাশাসক 163 ধারা জারি করেছেন ৷ ফলত পাঁচজনের বেশি জমায়েতে জারি হয়েছে নিষেধাজ্ঞা ৷ গ্রেফতার করা হয়েছে হিন্দু মহাসভার প্রায় 30 জন সদস্যকে ৷ ফলে ম্য়াচ হওয়া নিয়ে তৈরি হয়েছে সংশয় ৷

এদিকে 14 বছর পর গোয়ালিয়রে অনুষ্ঠিত হচ্ছে কোনও আন্তর্জতিক ক্রিকেট ম্যাচ ৷ শেষবার 2010 সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষবার ওয়ান-ডে খেলেছিল ভারতীয় দল ৷ তবে রবিবার গোয়ালিয়রের নতুন স্টেডিয়ামে ম্যাচ খেলবে ভারতীয় দল ৷ এর আগে ক্যাপ্টেন রূপ সিং স্টেডিয়ামে ম্য়াচ খেললেও রবিবার ম্য়াচ হবে নবনির্মিত শ্রীমন্ত মাধব রাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে ৷

গোয়ালিয়র, 4 অক্টোবর: টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করার পর আগামী রবিবার বাংলাদেশের বিরুদ্ধে টি-20 সিরিজে অভিযান শুরু করছে ভারত ৷ সিরিজের প্রথম ম্য়াচটি অনুষ্ঠিত হবে গোয়ালিয়রে ৷ 14 বছর পর গোয়ালিয়রে ফিরছে আন্তর্জাতিক ম্যাচ ৷ তার আগে অনুশীলনে চর্চায় হার্দিক পান্ডিয়ার বোলিং অ্যাকশন ৷

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী বরোদা অলরাউন্ডারের বোলিং অ্য়াকশন নিয়ে বেজায় অখুশি দলের নয়া বোলিং কোচ মর্নে মর্কেল ৷ সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী বৃহস্পতিবার পান্ডিয়াকে নিয়ে নেটে বাড়তি সময় খরচ করলেন প্রোটিয়াদের প্রাক্তন তারকা পেসার ৷ প্রাথমিকভাবে মর্কেল ভারতীয় অলরাউন্ডারের রান-আপ ঝালিয়ে নেন বলে জানানো হয়েছে রিপোর্টে ৷

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী পান্ডিয়াকে স্টাম্পের কাছ থেকে বোলিং করতে নিষেধ করেছেন গৌতম গম্ভীরের সহকারি ৷ 10-15 মিনিট রান-আপ নিয়ে আলোচনার পর রিলিজ পয়েন্ট নিয়েও টি-20 বিশ্বজয়ী দলের সহঅধিনায়কের সঙ্গে আলোচনা হয় মর্কেলের ৷ এরপর বাঁ-হাতি পেসার আর্শদীপ সিং ও প্রথমবার দলে ডাক পাওয়া হর্ষিত রানা এবং ময়াঙ্ক যাদবকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন ৷

এদিকে রবিবার গোয়ালিয়রে ভারত-বাংলাদেশ প্রথম টি-20 ম্য়াচ ঘিরে সংশয় তৈরি হয়েছে ৷ বাংলাদেশে হিন্দুদের উপর হিংসার ঘটনায় ম্য়াচের দিন গোয়ালিয়র শহরে বনধ ডেকেছে হিন্দু মহাসভা ৷ পালটা গোয়ালিয়রের জেলাশাসক 163 ধারা জারি করেছেন ৷ ফলত পাঁচজনের বেশি জমায়েতে জারি হয়েছে নিষেধাজ্ঞা ৷ গ্রেফতার করা হয়েছে হিন্দু মহাসভার প্রায় 30 জন সদস্যকে ৷ ফলে ম্য়াচ হওয়া নিয়ে তৈরি হয়েছে সংশয় ৷

এদিকে 14 বছর পর গোয়ালিয়রে অনুষ্ঠিত হচ্ছে কোনও আন্তর্জতিক ক্রিকেট ম্যাচ ৷ শেষবার 2010 সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষবার ওয়ান-ডে খেলেছিল ভারতীয় দল ৷ তবে রবিবার গোয়ালিয়রের নতুন স্টেডিয়ামে ম্যাচ খেলবে ভারতীয় দল ৷ এর আগে ক্যাপ্টেন রূপ সিং স্টেডিয়ামে ম্য়াচ খেললেও রবিবার ম্য়াচ হবে নবনির্মিত শ্রীমন্ত মাধব রাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.