ETV Bharat / sports

হার বাঁচাল মোহনবাগান, কলকাতা লিগে শুরুটা ভালো হল না আইএসএল চ্যাম্পিয়নদের - Calcutta Football League

Mohun Bagan in CFL 2024: কলকাতা লিগের শুরুতেই আটকে গেল মোহনবাগান সুপার জায়ান্ট ৷ সুহেল বাট, রাজু বাসফোরদের ছন্নছাড়া ফুটবল ৷ ভবানীপুরের বিরুদ্ধে ভাগ্যের ফেরে 1 পয়েন্ট নিয়ে ফিরল আইএসএল চ্যাম্পিয়নরা ৷

Calcutta Football League
কলকাতা লিগে শুরুটা ভালো হল না বাগানের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 3, 2024, 8:02 AM IST

ব্যারাকপুর, 3 জুলাই: প্রথম ম্যাচেই আটকে গেল মোহনবাগান সুপার জায়ান্ট । কলকাতা লিগে ব্যারাকপুর স্টেডিয়ামে ভবানীপুর ক্লাবের বিরুদ্ধে 1-1 গোলে ড্র করল সবুজ-মেরুন । শিবাজিৎ সিংয়ের গোলে মোহনবাগান এগিয়ে গেলেও ভবানীপুরে সমতায় ফেরান জিতেন মুর্মু । খেলার চুলচেরা বিশ্লেষণ করলে বলতে হয়, হার বাঁচাল মোহনবাগান । তিন পয়েন্ট মাঠে ফেলে এল ভবানীপুর ।

মরশুমের প্রথম ম্যাচ বৃষ্টিস্নাত হলেও প্রচুর সংখ্যায় সবুজ-মেরুন সমর্থকরা ভিড় করেছিলেন । প্রিয় দলকে উৎসাহ দিতে তাঁদের চেষ্টায় ত্রুটি ছিল না । কিন্তু তাঁদের আবেগকে মর্যাদা দেওয়ার ইচ্ছে বোধহয় ডেগি কার্ডোজোর ছেলেদের ছিল না । শেষ পাঁচ মিনিট ছাড়া মোহনবাগানের পায়ে কখনই ম্যাচের রাশ ছিল না । বরং পুরো ম্যাচ নিয়ন্ত্রণ করল ভবানীপুর ।

সাত মিনিটে শিবাজিৎ সিংয়ের গোল বক্সের বাইরে থেকে নেওয়া ফ্রি-কিকে । এই সময় মনে হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট বোধহয় ইস্টবেঙ্গলের মতোই প্রথম ম্যাচে গোলের উৎসবে মাতবে । কিন্তু প্রথম ম্যাচে চার গোলে জয় পাওয়া ভবানীপুর গোলের ধাক্কা সরিয়ে দ্রুত ম্যাচে ফিরে আসে । কার্যত সবুজ-মেরুন রক্ষনকে কোণঠাসা করে একের পর এক গোলের পরিস্থিতি তৈরি করতে থাকে ।

27 মিনিটে জিতেন মুর্মুর গোল সেই ক্রমাগত আক্রমণের ফসল । এরপরেও আরও দু’টো নিশ্চিত সুযোগ নষ্ট করেন জিতেন । কলকাতার তিন প্রধানে খেলে যাওয়া স্ট্রাইকার যা থেকে গোল হলে বিরতির আগেই এগিয়ে যেতে পারত ভবানীপুর । বিরতির পরেও দু’প্রান্ত ধরে একাধিক অনায়াস আক্রমণ তুলে নিয়ে গিয়ে গোল করার মত পরিস্থিতি তৈরি করেছিল শাহিদ রামনের ছেলেরা ।

মোহনবাগান মাঝমাঠ এবং রক্ষণের মধ্যে বোঝাপড়ার অভাব ভবানীপুরের কাজটা আরও সহজ করে দেয় । গোলমুখে তৎপর হলে মোহনবাগানে খালি হাতেই ফিরতে হত । সুহেল বাটকে চেনা গেল জার্সি নম্বরে । একই অবস্থা রাজু বাসফোরদের । সব মিলিয়ে কলকাতা লিগের যাত্রাটা প্রত্যাশিতভাবে শুরু করতে পারল না গঙ্গাপাড়ের ক্লাব ।

ব্যারাকপুর, 3 জুলাই: প্রথম ম্যাচেই আটকে গেল মোহনবাগান সুপার জায়ান্ট । কলকাতা লিগে ব্যারাকপুর স্টেডিয়ামে ভবানীপুর ক্লাবের বিরুদ্ধে 1-1 গোলে ড্র করল সবুজ-মেরুন । শিবাজিৎ সিংয়ের গোলে মোহনবাগান এগিয়ে গেলেও ভবানীপুরে সমতায় ফেরান জিতেন মুর্মু । খেলার চুলচেরা বিশ্লেষণ করলে বলতে হয়, হার বাঁচাল মোহনবাগান । তিন পয়েন্ট মাঠে ফেলে এল ভবানীপুর ।

মরশুমের প্রথম ম্যাচ বৃষ্টিস্নাত হলেও প্রচুর সংখ্যায় সবুজ-মেরুন সমর্থকরা ভিড় করেছিলেন । প্রিয় দলকে উৎসাহ দিতে তাঁদের চেষ্টায় ত্রুটি ছিল না । কিন্তু তাঁদের আবেগকে মর্যাদা দেওয়ার ইচ্ছে বোধহয় ডেগি কার্ডোজোর ছেলেদের ছিল না । শেষ পাঁচ মিনিট ছাড়া মোহনবাগানের পায়ে কখনই ম্যাচের রাশ ছিল না । বরং পুরো ম্যাচ নিয়ন্ত্রণ করল ভবানীপুর ।

সাত মিনিটে শিবাজিৎ সিংয়ের গোল বক্সের বাইরে থেকে নেওয়া ফ্রি-কিকে । এই সময় মনে হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট বোধহয় ইস্টবেঙ্গলের মতোই প্রথম ম্যাচে গোলের উৎসবে মাতবে । কিন্তু প্রথম ম্যাচে চার গোলে জয় পাওয়া ভবানীপুর গোলের ধাক্কা সরিয়ে দ্রুত ম্যাচে ফিরে আসে । কার্যত সবুজ-মেরুন রক্ষনকে কোণঠাসা করে একের পর এক গোলের পরিস্থিতি তৈরি করতে থাকে ।

27 মিনিটে জিতেন মুর্মুর গোল সেই ক্রমাগত আক্রমণের ফসল । এরপরেও আরও দু’টো নিশ্চিত সুযোগ নষ্ট করেন জিতেন । কলকাতার তিন প্রধানে খেলে যাওয়া স্ট্রাইকার যা থেকে গোল হলে বিরতির আগেই এগিয়ে যেতে পারত ভবানীপুর । বিরতির পরেও দু’প্রান্ত ধরে একাধিক অনায়াস আক্রমণ তুলে নিয়ে গিয়ে গোল করার মত পরিস্থিতি তৈরি করেছিল শাহিদ রামনের ছেলেরা ।

মোহনবাগান মাঝমাঠ এবং রক্ষণের মধ্যে বোঝাপড়ার অভাব ভবানীপুরের কাজটা আরও সহজ করে দেয় । গোলমুখে তৎপর হলে মোহনবাগানে খালি হাতেই ফিরতে হত । সুহেল বাটকে চেনা গেল জার্সি নম্বরে । একই অবস্থা রাজু বাসফোরদের । সব মিলিয়ে কলকাতা লিগের যাত্রাটা প্রত্যাশিতভাবে শুরু করতে পারল না গঙ্গাপাড়ের ক্লাব ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.