ETV Bharat / sports

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি, ইরান যাচ্ছে না সবুজ-মেরুন! 'অজুহাত' বলল প্রতিপক্ষ - MOHUN BAGAN ACL TWO MATCH

author img

By ETV Bharat Sports Team

Published : 2 hours ago

Updated : 2 hours ago

MOHUN BAGAN UNLIKELY TO GO IRAN: সম্ভবত ইরানে এসিএল টু'য়ের ম্যাচে খেলতে যাচ্ছে না মোহনবাগান ৷ সেখানে অশান্ত পরিস্থিতি আঁচ করেই এই সিদ্ধান্ত ৷ যদিও বাগানের এই সিদ্ধান্তরে অজুহাত বলে কটাক্ষ প্রতিপক্ষ ট্র্যাক্টর এফসি'র ৷

MOHUN BAGAN UNLIKELY TO GO IRAN
বাগান ফুটবলারদের ইরান যাওয়া নিয়ে অনিশ্চয়তা (ETV Bharat)

কলকাতা, 29 সেপ্টেম্বর: এসিএল টু'য়ের দ্বিতীয় ম্যাচে ইরানের ট্র্য়াক্টর এসসি'র বিরুদ্ধে সেদেশে খেলতে যাচ্ছে না মোহনবাগান ৷ এখনও পর্যন্ত সরকারি ঘোষণা না-এলেও ছবিটা কার্যত পরিষ্কার ৷ হিজবুল্লা জঙ্গিগোষ্ঠীর প্রধান হাসান নাসরাল্লাহর মৃত্যুর পর কিছুটা চাপে ইরান ৷ আর তাই মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা আঁচ করে সম্ভবত ট্র্য়াক্টর এসসি'র বিরুদ্ধে ম্য়াচ খেলতে যাচ্ছে না সবুজ-মেরুন ৷ প্রাণের ঝুঁকি নিয়ে মোহনবাগান এবং ক্লাবের ফুটবলারদের এই সিদ্ধান্তকে অবশ্য কটাক্ষ করতে ছাড়ল না তাঁদের প্রতিপক্ষ ৷

ট্র্য়াক্টর এসসি'র তরফে এক সোশাল মিডিয়া পোস্টে বলা হয়েছে, "ভারতের মোহনবাগান ক্লাব তাবরিজ এবং আজারবাইজানে আসতে চায় না বলে অজুহাত খাড়া করছে ৷" ইরানে গিয়ে 10 গোলে হারের লজ্জা এড়াতে সবুজ-মেরুন 0-3 গোলে হার মেনে নিতে রাজি বলেও কটাক্ষ করেছে ইরানের ক্লাবটি ৷ যা নিয়ে সমর্থকমহলেও তৈরি হয়েছে ক্ষোভ ৷ কিন্তু পরিস্থিতি অনুকূল না-হওয়ার কারণেই শেষমেশ ইরানে যাওয়ার সিদ্ধান্ত থেকে পিছু হটছে বাগান ম্য়ানেজমেন্ট ৷

যদিও সমস্য়ার কথা শোনা যাচ্ছিল বেশ কয়েকদিন ধরেই ৷ প্রাথমিকভাবে ফুটবলারদের বিদেশি ফুটবলারদের ভিসা সমস্য়ার কথা বলা হলেও পরবর্তীতে বেঁকে বসছিলেন দেশীয় ফুটবলাররাও ৷ বর্তমানে হিজবুল্লা প্রধানের মৃত্যু সেদেশে না-যাওয়ার সিদ্ধান্তকে তরান্বিত করল বলা চলে ৷ আপাতত পাঁচদিনের শোক জারি রয়েছে ইরানে। এমতাবস্থায় সবুজ-মেরুনের বিদেশি ফুটবলাররা ট্রাক্টর ম‌্যাচ খেলতে যেতে চাইছেন না প্রাণের ঝুঁকির কারণে ৷ যদিও এএফসি'র তরফে টিমের নিরাপত্তার যাবতীয় দায়িত্ব নেওয়া হয়েছে। কিন্তু তারপরও ইরানে যেতে অনিচ্ছুক ফুটবলাররা। খেলতে যেতে চাইছেন না ভারতীয় ফুটবলাররাও ৷

বেঙ্গালুরু থেকে সরাসরি ইরান যাওয়ার কথা থাকলেও আপাতত দল কলকাতায় ফিরছে বলে খবর ৷ তবে বিদেশমন্ত্রক এবং এএফসির সঙ্গে যোগাযোগ রেখে চলেছে মোহনবাগান। তাদের তরফ থেকে সবুজ সংকেত মিললে খেলতে যেতেও পারে সবুজ-মেরুন। কিন্তু কতজন যেতে চাইবেন? তা নিয়ে রয়েছে প্রশ্ন ৷ উল্লেখ্য, শনিবার আইএসএলে বেঙ্গালুরু এফসি'র কাছে 0-3 গোলে হারতে হয়েছে বাগানকে ৷

কলকাতা, 29 সেপ্টেম্বর: এসিএল টু'য়ের দ্বিতীয় ম্যাচে ইরানের ট্র্য়াক্টর এসসি'র বিরুদ্ধে সেদেশে খেলতে যাচ্ছে না মোহনবাগান ৷ এখনও পর্যন্ত সরকারি ঘোষণা না-এলেও ছবিটা কার্যত পরিষ্কার ৷ হিজবুল্লা জঙ্গিগোষ্ঠীর প্রধান হাসান নাসরাল্লাহর মৃত্যুর পর কিছুটা চাপে ইরান ৷ আর তাই মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা আঁচ করে সম্ভবত ট্র্য়াক্টর এসসি'র বিরুদ্ধে ম্য়াচ খেলতে যাচ্ছে না সবুজ-মেরুন ৷ প্রাণের ঝুঁকি নিয়ে মোহনবাগান এবং ক্লাবের ফুটবলারদের এই সিদ্ধান্তকে অবশ্য কটাক্ষ করতে ছাড়ল না তাঁদের প্রতিপক্ষ ৷

ট্র্য়াক্টর এসসি'র তরফে এক সোশাল মিডিয়া পোস্টে বলা হয়েছে, "ভারতের মোহনবাগান ক্লাব তাবরিজ এবং আজারবাইজানে আসতে চায় না বলে অজুহাত খাড়া করছে ৷" ইরানে গিয়ে 10 গোলে হারের লজ্জা এড়াতে সবুজ-মেরুন 0-3 গোলে হার মেনে নিতে রাজি বলেও কটাক্ষ করেছে ইরানের ক্লাবটি ৷ যা নিয়ে সমর্থকমহলেও তৈরি হয়েছে ক্ষোভ ৷ কিন্তু পরিস্থিতি অনুকূল না-হওয়ার কারণেই শেষমেশ ইরানে যাওয়ার সিদ্ধান্ত থেকে পিছু হটছে বাগান ম্য়ানেজমেন্ট ৷

যদিও সমস্য়ার কথা শোনা যাচ্ছিল বেশ কয়েকদিন ধরেই ৷ প্রাথমিকভাবে ফুটবলারদের বিদেশি ফুটবলারদের ভিসা সমস্য়ার কথা বলা হলেও পরবর্তীতে বেঁকে বসছিলেন দেশীয় ফুটবলাররাও ৷ বর্তমানে হিজবুল্লা প্রধানের মৃত্যু সেদেশে না-যাওয়ার সিদ্ধান্তকে তরান্বিত করল বলা চলে ৷ আপাতত পাঁচদিনের শোক জারি রয়েছে ইরানে। এমতাবস্থায় সবুজ-মেরুনের বিদেশি ফুটবলাররা ট্রাক্টর ম‌্যাচ খেলতে যেতে চাইছেন না প্রাণের ঝুঁকির কারণে ৷ যদিও এএফসি'র তরফে টিমের নিরাপত্তার যাবতীয় দায়িত্ব নেওয়া হয়েছে। কিন্তু তারপরও ইরানে যেতে অনিচ্ছুক ফুটবলাররা। খেলতে যেতে চাইছেন না ভারতীয় ফুটবলাররাও ৷

বেঙ্গালুরু থেকে সরাসরি ইরান যাওয়ার কথা থাকলেও আপাতত দল কলকাতায় ফিরছে বলে খবর ৷ তবে বিদেশমন্ত্রক এবং এএফসির সঙ্গে যোগাযোগ রেখে চলেছে মোহনবাগান। তাদের তরফ থেকে সবুজ সংকেত মিললে খেলতে যেতেও পারে সবুজ-মেরুন। কিন্তু কতজন যেতে চাইবেন? তা নিয়ে রয়েছে প্রশ্ন ৷ উল্লেখ্য, শনিবার আইএসএলে বেঙ্গালুরু এফসি'র কাছে 0-3 গোলে হারতে হয়েছে বাগানকে ৷

Last Updated : 2 hours ago
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.