ETV Bharat / sports

স্বপ্নপূরণে ফের মুম্বই কাঁটা, দিমি-কামিংস জুটিতে জেতার অঙ্ক কষছেন হাবাস - ISL Final - ISL FINAL

Indian Super League Final: ফের মুম্বই সিটি এফসি ৷ লিগ শিল্ড ‘ফাইনালে’ মিথ ভেঙেছিল মোহনবাগান ৷ ট্রফি ঘরে তুলতে 19 দিন আগের ছবি ফেরাতে মরিয়া গঙ্গাপাড়ের ক্লাব ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 30, 2024, 11:37 AM IST

হায়দরাবাদ, 30 এপ্রিল: গত বছরের 27 অগস্ট ভেঙেছিল মুম্বই মিথ ৷ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে টানা আট ম্যাচ হারের জ্বালা জুড়িয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট । ডুরান্ডও এসেছিল গঙ্গাপাড়ের ক্লাব তাঁবুতে ৷ কাট টু-15 এপ্রিল, ঘরের মাঠে মুম্বইকে উড়িয়েই প্রথমবার লিগ শিল্ড ঘরে তুলেছে সবুজ-মেরুন ৷

19 দিন পর ফের মুখোমুখি দুই হেভিওয়েট ৷ সেমি-ফাইনালে প্রথম লেগে অনবদ্য প্রত্যাবর্তনের পর ফিরতি লেগেই স্বমহিমায় ফিরেছে পিটার ক্র্য়াটকি'র ছেলেরা ৷ গোয়াকে সমূলে উৎখাত করে ফাইনালে উঠেছে মুম্বই ৷ ফলে 4 মে কলকাতায় মেগা ফাইনালে ‘মেরিনার্স’ বনাম 'আইল্যান্ডার'৷ টানা দু’ম্যাচে মুম্বইয়ের কাছে হারের পর এবার পরপর দু’ম্যাচে নীল জার্সিধারীদের হারানোর সুযোগ দিমিত্রি, কামিংসদের সামনে ৷

যদিও মুম্বই বরাবরই শক্ত ‘গাঁট’ ৷ যাদের বিরুদ্ধে 5 গোল খাওয়ার লজ্জাও রয়েছে ৷ ফলে জিততে মরিয়া মোহনবাগান খানিক সতর্কও ৷ প্রথম লেগের নির্ধারিত সময়ে দু’গোলে পিছিয়ে থাকা মুম্বই কীভাবে ফিরে এসেছে, তা আন্তেনিও লোপেজ হাবাস দেখেছেন ৷ জানেন, সামান্য ভুল থেকেও ম্যাচ বের করে নিয়ে যেতে পারে 2020-21 মরশুমের চ্যাম্পিয়নরা ৷

অতীত কী বলছে ?

  • 11 বার মুখোমুখি হয়েছে মোহনবাগান ও মুম্বই
  • মোহনবাগান জিতেছে 2 বার, 6টি ম্যাচে বাজিমাত করেছে মুম্বই ৷ 3টি ম্যাচ অমীমাংসিত
  • যার মধ্যে আইএসএলে 9টি ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল ৷ মাত্র 1টি ম্যাচ জিতেছে মোহনবাগান ৷ সদ্য মুম্বইকে হারিয়ে লিগ শিল্ড ঘরে তুলেছে শতাব্দীপ্রাচীন ক্লাব
  • ডুরান্ড কাপে এখনও বাগানকে হারাতে পারেনি মুম্বই ৷ 1টি ম্যাচ জিতেছে
  • যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা হয়েছে 5টি ম্যাচ ৷ ঘরের মাঠে 2টি ম্যাচ জিতেছে বাগান, 2টি জিতেছে মুম্বই ৷ ড্র হয়েছে 1টি ম্যাচ
  • মুম্বই ফুটবল এরিনা ও ফতোরদা স্টেডিয়ামে খেলা হয়েছে 6টি ম্যাচ ৷ 4টি ম্য়াচে জিতেছে মুম্বই, ড্র হয়েছে 2টি ম্যাচ
  • 11 ম্যাচে জালে বল জড়িয়েছে মোট 31 বার ৷ 19টি গোল করেছে মুম্বই, মোহনবাগানের গোলসংখ্যা 12 ৷ গোলপার্থক্যে (7টি) এগিয়ে 'আইল্যান্ডার'রা

আইএসএলে এখনও পর্যন্ত টানা দুই মরশুমে ট্রফি কোনও দল জিততে পারেনি ৷ মোহনবাগানের কাছে সেই নজির গড়ার সুযোগ রয়েছে ৷ ফলে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে ম্যাচ ইতিহাসে স্থান করে নেওয়ার ম্যাচ। স্বপ্নপূরণের ম্যাচ । অধরা নজির ছুঁতে অলক্ষ্যে ঘুঁটি সাজাচ্ছেন হাবাস।

কিন্তু এরমধ্যেই খারাপ খবর। আর্মান্দো সাদিকুকে চার ম্যাচের জন্য নির্বাসিত করা হয়েছে । ওড়িশা এফসি-র বিরুদ্ধে প্রথম লেগের সেমিফাইনালে আহমেদ জাহুকে ফাউল করে লাল কার্ড দেখেছিলেন সাদিকু । তারজন্যই ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি এই শাস্তি দিয়েছে । ফলে দ্বিতীয় লেগের সেমিফাইনালের পরে ফাইনালেও নামতে পারবেন না অ্যালবেনিয়ান তারকা । যদিও মোহনবাগান সুপার জায়ান্ট সূত্র বলছে, তাদের কাছে এখনও পর্যন্ত সাদিকুর শাস্তির ব্যাপারে কোনও চিঠি আসেনি । তবে বড় শাস্তি হতে পারে তার ইঙ্গিত মিলেছে ।

যদিও সাদিকুর না-থাকা সেমিফাইনালে সমস্যা তৈরি করেনি ৷ বরং তাঁর বদলে শুরু করা জেসন কামিংসই বাগানকে প্রথম গোলের স্বাদ দিয়েছিলেন ৷ টুর্নামেন্টে ইতিমধ্যেই 11 গোল করে ফেলেছেন অজি তারকা ৷ ফাইনালে দু’গোল করতে পারলে ছুঁয়ে ফেলবেন সর্বোচ্চ গোলদাতা দিমিত্রিয়স দিয়ামান্টাকোস ও রয় কৃষ্ণাকে ৷ স্বপ্নের ফর্মে রয়েছেন আরেক অজি তারকা দিমিত্রি পেত্রাতোসও ৷ দুই বিদেশির যুগলবন্দিতে ট্রফির স্বপ্ন দেখছে সবুজ-মেরুন ৷

আরও পড়ুন:

  1. গোয়াকে মাটি ধরিয়ে আইএসএল ফাইনালে বাগানের সামনে মুম্বই
  2. সুপার-সাব সাহালে সুরভিত বাগান, ওড়িশাকে হারিয়ে ফের আইএসএল ফাইনালে সবুজ-মেরুন
  3. নিংড়ে দেওয়ার বার্তা মনবীরের, অঙ্ক কষেই 'ফাইনাল' জিততে চান হাবাস

হায়দরাবাদ, 30 এপ্রিল: গত বছরের 27 অগস্ট ভেঙেছিল মুম্বই মিথ ৷ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে টানা আট ম্যাচ হারের জ্বালা জুড়িয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট । ডুরান্ডও এসেছিল গঙ্গাপাড়ের ক্লাব তাঁবুতে ৷ কাট টু-15 এপ্রিল, ঘরের মাঠে মুম্বইকে উড়িয়েই প্রথমবার লিগ শিল্ড ঘরে তুলেছে সবুজ-মেরুন ৷

19 দিন পর ফের মুখোমুখি দুই হেভিওয়েট ৷ সেমি-ফাইনালে প্রথম লেগে অনবদ্য প্রত্যাবর্তনের পর ফিরতি লেগেই স্বমহিমায় ফিরেছে পিটার ক্র্য়াটকি'র ছেলেরা ৷ গোয়াকে সমূলে উৎখাত করে ফাইনালে উঠেছে মুম্বই ৷ ফলে 4 মে কলকাতায় মেগা ফাইনালে ‘মেরিনার্স’ বনাম 'আইল্যান্ডার'৷ টানা দু’ম্যাচে মুম্বইয়ের কাছে হারের পর এবার পরপর দু’ম্যাচে নীল জার্সিধারীদের হারানোর সুযোগ দিমিত্রি, কামিংসদের সামনে ৷

যদিও মুম্বই বরাবরই শক্ত ‘গাঁট’ ৷ যাদের বিরুদ্ধে 5 গোল খাওয়ার লজ্জাও রয়েছে ৷ ফলে জিততে মরিয়া মোহনবাগান খানিক সতর্কও ৷ প্রথম লেগের নির্ধারিত সময়ে দু’গোলে পিছিয়ে থাকা মুম্বই কীভাবে ফিরে এসেছে, তা আন্তেনিও লোপেজ হাবাস দেখেছেন ৷ জানেন, সামান্য ভুল থেকেও ম্যাচ বের করে নিয়ে যেতে পারে 2020-21 মরশুমের চ্যাম্পিয়নরা ৷

অতীত কী বলছে ?

  • 11 বার মুখোমুখি হয়েছে মোহনবাগান ও মুম্বই
  • মোহনবাগান জিতেছে 2 বার, 6টি ম্যাচে বাজিমাত করেছে মুম্বই ৷ 3টি ম্যাচ অমীমাংসিত
  • যার মধ্যে আইএসএলে 9টি ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল ৷ মাত্র 1টি ম্যাচ জিতেছে মোহনবাগান ৷ সদ্য মুম্বইকে হারিয়ে লিগ শিল্ড ঘরে তুলেছে শতাব্দীপ্রাচীন ক্লাব
  • ডুরান্ড কাপে এখনও বাগানকে হারাতে পারেনি মুম্বই ৷ 1টি ম্যাচ জিতেছে
  • যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা হয়েছে 5টি ম্যাচ ৷ ঘরের মাঠে 2টি ম্যাচ জিতেছে বাগান, 2টি জিতেছে মুম্বই ৷ ড্র হয়েছে 1টি ম্যাচ
  • মুম্বই ফুটবল এরিনা ও ফতোরদা স্টেডিয়ামে খেলা হয়েছে 6টি ম্যাচ ৷ 4টি ম্য়াচে জিতেছে মুম্বই, ড্র হয়েছে 2টি ম্যাচ
  • 11 ম্যাচে জালে বল জড়িয়েছে মোট 31 বার ৷ 19টি গোল করেছে মুম্বই, মোহনবাগানের গোলসংখ্যা 12 ৷ গোলপার্থক্যে (7টি) এগিয়ে 'আইল্যান্ডার'রা

আইএসএলে এখনও পর্যন্ত টানা দুই মরশুমে ট্রফি কোনও দল জিততে পারেনি ৷ মোহনবাগানের কাছে সেই নজির গড়ার সুযোগ রয়েছে ৷ ফলে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে ম্যাচ ইতিহাসে স্থান করে নেওয়ার ম্যাচ। স্বপ্নপূরণের ম্যাচ । অধরা নজির ছুঁতে অলক্ষ্যে ঘুঁটি সাজাচ্ছেন হাবাস।

কিন্তু এরমধ্যেই খারাপ খবর। আর্মান্দো সাদিকুকে চার ম্যাচের জন্য নির্বাসিত করা হয়েছে । ওড়িশা এফসি-র বিরুদ্ধে প্রথম লেগের সেমিফাইনালে আহমেদ জাহুকে ফাউল করে লাল কার্ড দেখেছিলেন সাদিকু । তারজন্যই ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি এই শাস্তি দিয়েছে । ফলে দ্বিতীয় লেগের সেমিফাইনালের পরে ফাইনালেও নামতে পারবেন না অ্যালবেনিয়ান তারকা । যদিও মোহনবাগান সুপার জায়ান্ট সূত্র বলছে, তাদের কাছে এখনও পর্যন্ত সাদিকুর শাস্তির ব্যাপারে কোনও চিঠি আসেনি । তবে বড় শাস্তি হতে পারে তার ইঙ্গিত মিলেছে ।

যদিও সাদিকুর না-থাকা সেমিফাইনালে সমস্যা তৈরি করেনি ৷ বরং তাঁর বদলে শুরু করা জেসন কামিংসই বাগানকে প্রথম গোলের স্বাদ দিয়েছিলেন ৷ টুর্নামেন্টে ইতিমধ্যেই 11 গোল করে ফেলেছেন অজি তারকা ৷ ফাইনালে দু’গোল করতে পারলে ছুঁয়ে ফেলবেন সর্বোচ্চ গোলদাতা দিমিত্রিয়স দিয়ামান্টাকোস ও রয় কৃষ্ণাকে ৷ স্বপ্নের ফর্মে রয়েছেন আরেক অজি তারকা দিমিত্রি পেত্রাতোসও ৷ দুই বিদেশির যুগলবন্দিতে ট্রফির স্বপ্ন দেখছে সবুজ-মেরুন ৷

আরও পড়ুন:

  1. গোয়াকে মাটি ধরিয়ে আইএসএল ফাইনালে বাগানের সামনে মুম্বই
  2. সুপার-সাব সাহালে সুরভিত বাগান, ওড়িশাকে হারিয়ে ফের আইএসএল ফাইনালে সবুজ-মেরুন
  3. নিংড়ে দেওয়ার বার্তা মনবীরের, অঙ্ক কষেই 'ফাইনাল' জিততে চান হাবাস
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.