ETV Bharat / sports

মোহনবাগানকে লক্ষ্যে পৌঁছে দিতে চাই, সবুজ-মেরুনে সই করে মন্তব্য আপুইয়ার - Mohun Bagan Super Giant

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 25, 2024, 2:53 PM IST

Mohun Bagan Super Giant: লালেংমাউইয়া রালতেকে 5 বছরের চুক্তিতে সই করাল মোহনবাগান সুপার জায়ান্ট ৷ সোমবার কলকাতায় এসে পৌঁছানোর পরেই মেডিক্যাল টেস্ট হয় আপুইয়ার ৷ তারপরেই মোহনবাগান দীর্ঘ মেয়াদি চুক্তি করল মিজো মিডফিল্ডারের সঙ্গে ৷

ETV BHARAT
মোহনবাগান সুপার জায়ান্টে সই করলেন লালেংমাউইয়া রালতে ওরফে আপুইয়া ৷ (নিজস্ব চিত্র)

কলকাতা, 25 জুন: মুম্বই সিটি এফসি ছেড়ে দেওয়ার চব্বিশ ঘণ্টার মধ্যে মোহনবাগান সুপার জায়ান্টে লালেংমাউইয়া রালতে ওরফে আপুইয়া ৷ নতুন মরশুমে মোহনবাগানে আপুইয়াকে সই করানো নিয়ে একটা জল্পনা চলছিল ৷ সেটাই এবার সত্যি হল ৷ পাঁচ বছরের চুক্তিতে মুম্বই সিটি এফসি ছেড়ে কলকাতায় খেলতে আসছেন মিজোরাম থেকে আসা ভারতীয় মিডফিল্ডার ৷ সোমবার কলকাতায় নেমেই মেডিক্যাল টেস্ট হয় আপুইয়ার ৷ তারপরেই চূড়ান্ত চুক্তিপত্রে সই করায় মোহনবাগান কর্তৃপক্ষ ৷

মিজোরামের মিডফিল্ডারের যোগদানে মোহনবাগান সুপার জায়ান্টের শক্তি ও বৈচিত্র্য নিঃসন্দেহে বাড়ল ৷ তরুণ মিডফিল্ডারকে ক্লাবে পেয়ে উচ্ছ্বসিত মোহনবাগান সুপার জায়ান্ট কোচ হোসে মোলিনা ৷ তিনি বলেছেন, “আপুইয়ার যোগদানে দলের মাঝমাঠের শক্তি বাড়ল ৷ গত মরশুমে দুরন্ত ফুটবল উপহার দিয়েছে আপুইয়া ৷ শুধু ক্লাব ফুটবল নয়, জাতীয় দলের জার্সিতেও আপুইয়া ভালো খেলেছে ৷ ওর যোগদানে মাঝমাঠের শক্তি, বৈচিত্র্য ও প্রতিযোগিতা বাড়বে ৷ যা দলের পক্ষে ভালো ৷”

গঙ্গাপাড়ের ক্লাবে সই করার পরে উচ্ছ্বসিত দেখাল লালেংমাউইয়া রালতে আপুইয়াকে ৷ তাঁর কথায়, “ভারতীয় ফুটবলে মোহনবাগানের একটা বড় জায়গা রয়েছে ৷ ক্লাবের একটি দীর্ঘ সোনালি ইতিহাস রয়েছে ৷ পরিশ্রম এবং আন্তরিকতার সঙ্গে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব ৷ কোচ এবং সতীর্থদের নিয়ে মোহনবাগান সুপার জায়ান্টকে লক্ষ্যে পৌঁছে দিতেই আমার এখানে আসা ৷ এই সুযোগ আমার ফুটবল জীবনের বড় পাওনা ৷ আমি মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি ৷”

ইতিমধ্যে মোহনবাগান সুপার জায়ান্টের ডেভলপমেন্ট টিম কলকাতা প্রিমিয়ার ডিভিশনের অনুশীলন শুরু করে দিয়েছে ৷ মোহনবাগান সুপার জায়ান্টের সিনিয়র দল আগামী মাসে অনুশীলন শুরু করবে ৷ তার আগে দল গোছানোর কাজ চলছে সবুজ-মেরুন শিবিরে ৷

কলকাতা, 25 জুন: মুম্বই সিটি এফসি ছেড়ে দেওয়ার চব্বিশ ঘণ্টার মধ্যে মোহনবাগান সুপার জায়ান্টে লালেংমাউইয়া রালতে ওরফে আপুইয়া ৷ নতুন মরশুমে মোহনবাগানে আপুইয়াকে সই করানো নিয়ে একটা জল্পনা চলছিল ৷ সেটাই এবার সত্যি হল ৷ পাঁচ বছরের চুক্তিতে মুম্বই সিটি এফসি ছেড়ে কলকাতায় খেলতে আসছেন মিজোরাম থেকে আসা ভারতীয় মিডফিল্ডার ৷ সোমবার কলকাতায় নেমেই মেডিক্যাল টেস্ট হয় আপুইয়ার ৷ তারপরেই চূড়ান্ত চুক্তিপত্রে সই করায় মোহনবাগান কর্তৃপক্ষ ৷

মিজোরামের মিডফিল্ডারের যোগদানে মোহনবাগান সুপার জায়ান্টের শক্তি ও বৈচিত্র্য নিঃসন্দেহে বাড়ল ৷ তরুণ মিডফিল্ডারকে ক্লাবে পেয়ে উচ্ছ্বসিত মোহনবাগান সুপার জায়ান্ট কোচ হোসে মোলিনা ৷ তিনি বলেছেন, “আপুইয়ার যোগদানে দলের মাঝমাঠের শক্তি বাড়ল ৷ গত মরশুমে দুরন্ত ফুটবল উপহার দিয়েছে আপুইয়া ৷ শুধু ক্লাব ফুটবল নয়, জাতীয় দলের জার্সিতেও আপুইয়া ভালো খেলেছে ৷ ওর যোগদানে মাঝমাঠের শক্তি, বৈচিত্র্য ও প্রতিযোগিতা বাড়বে ৷ যা দলের পক্ষে ভালো ৷”

গঙ্গাপাড়ের ক্লাবে সই করার পরে উচ্ছ্বসিত দেখাল লালেংমাউইয়া রালতে আপুইয়াকে ৷ তাঁর কথায়, “ভারতীয় ফুটবলে মোহনবাগানের একটা বড় জায়গা রয়েছে ৷ ক্লাবের একটি দীর্ঘ সোনালি ইতিহাস রয়েছে ৷ পরিশ্রম এবং আন্তরিকতার সঙ্গে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব ৷ কোচ এবং সতীর্থদের নিয়ে মোহনবাগান সুপার জায়ান্টকে লক্ষ্যে পৌঁছে দিতেই আমার এখানে আসা ৷ এই সুযোগ আমার ফুটবল জীবনের বড় পাওনা ৷ আমি মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি ৷”

ইতিমধ্যে মোহনবাগান সুপার জায়ান্টের ডেভলপমেন্ট টিম কলকাতা প্রিমিয়ার ডিভিশনের অনুশীলন শুরু করে দিয়েছে ৷ মোহনবাগান সুপার জায়ান্টের সিনিয়র দল আগামী মাসে অনুশীলন শুরু করবে ৷ তার আগে দল গোছানোর কাজ চলছে সবুজ-মেরুন শিবিরে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.