কলকাতা, 7 নভেম্বর: তিনি সবুজ-মেরুন জনতার প্রাণভোমরা ৷ অবসরের এত বছর পরেও সমর্থকেরা 'সবুজ তোতা' বলতে আবেগে বিহ্বল হয়ে পড়েন ৷ কথা হচ্ছে হোসে রামিরেজ ব্যারেটোকে নিয়ে ৷ ফুটবলার জীবনে যে কাজটার কথা স্বপ্নেও ভাবেননি এই ব্রাজিলিয়ান, সেটাই করলেন বুধবার ৷ এদিন বিকেলে লাল-হলুদ ক্লাব তাঁবু ঘুরে গেলেন বাগানের কিংবদন্তি ৷ শুধু ঘুরে যাওয়াই নয়, লাল-হলুদের শতবর্ষের বিশেষ জার্সিও এদিন সংগ্রহ করেন ব্রাজিলিয়ান ৷
পড়শি ক্লাবের কিংবদন্তির আপ্যায়ণে এদিন ত্রুটি রাখা হয়নি লাল-হলুদেও। নিজের জন্য তো বটেই, ব্যারেটো এদিন লাল-হলুদের শতবর্ষের জার্সি সংগ্রহ করেন ইস্টবেঙ্গলে খেলে যাওয়া প্রাক্তন ব্রাজিলিয়ান ফুটবলার গিলমারের জন্যও ৷ পরবর্তীতে ইস্টবেঙ্গলের আর্কাইভ ঘুরে দেখেন তিনি। কলকাতার কোনও ক্লাব তাঁদের ইতিহাস এভাবে রক্ষা করছে দেখে বিস্ময় প্রকাশও করেন 'সবুজ তোতা'। যদিও সাম্প্রতিক সময় আইএসএলে মশালবাহিনীর পারফরম্যান্স নিয়ে কিছু বলতে চাননি ৷ ব্যারেটো বলেন, "এখন আইএসএল বা কোনও দলের পারফরম্যান্স নিয়ে কথা বললে বিতর্ক তৈরি হবে।"
এদিকে শনিবারের মিনি ডার্বির প্রস্তুতিতে মগ্ন ইস্টবেঙ্গল। চোটের কারণে হেক্টর ইউস্তের না-থাকা যেন অস্কার ব্রুজোঁর কাছে আশীর্বাদ। চ্যালেঞ্জ লিগে ছয় বিদেশি ব্যবহারের সুযোগ থাকায় সাফল্য এসেছে ৷ আইএসএলে ফেরায় চার বিদেশি ব্যবহারের ক্ষেত্রে ফের কোচকে মুন্সিয়ানা দেখাতে হবে। তাই মনে করা হচ্ছে হেক্টরের চোট ব্রুজোঁর কাজ সহজ করে দিল। অন্ততপক্ষে মিনি ডার্বিতে ৷ বৃহস্পতিবার থেকে বন্ধ দরজার আড়ালে অনুশীলন করবে ইস্টবেঙ্গল। তার আগে প্রথম একাদশের আভাস যেটুকু পাওয়া যাচ্ছে তাতে, রক্ষণে আনোয়ার আলির সঙ্গে জুটি বাঁধবেন হিজাজি মাহের। দুই সাইডব্যাক মহম্মদ রাকিপ, লালচুংনুঙ্গা। মাঝমাঠে সাউল ক্রেসপো, সৌভিক চক্রবর্তী থাকবেন। দুই প্রান্ত ধরে আক্রমন শানানোর ভার থাকবে নাওরেম মহেশ সিং এবং নন্দকুমার শেকরের ওপর। মাদিহ তালাল একটু নীচ থেকে দিয়ামানতাকোসকে বল জোগানোর দায়িত্বে থাকবেন। বুধবারের অনুশীলনেও ফিটনেসে জোর দিলেন কোচ। তারপর বল নিয়ে ম্যাচ প্র্যাকটিস। সবমিলিয়ে রক্ষণ সামলেই আক্রমণে ঝড় তুলে মহমেডান রক্ষণ ভাঙতে চাইছেন লাল-হলুদের স্প্যানিশ কোচ ৷
এদিকে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ফের জয়ের সরণিতে ফিরতে চাইছে মহমেডান স্পোর্টিং। চার হারের ধাক্কা থেকে ঘুরে দাঁড়াতে ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে 1883 বিশ্বকাপ জয়ী প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সন্দীপ পাতিলের পেপটক দেবেন সাদা-কালো ফুটবলারদের। তবে আন্দ্রে চের্নিশভের দলের জন্য খারাপ খবর ডিফেন্ডার জোসেফ আদজেইয়ের চোট। তাঁকে বাইরে রেখেই দল সাজাবেন মহমেডানের রুশ কোচ।