কলকাতা, 28 অগস্ট: এটিকে, এটিকে মোহনবাগান এবং মোহনবাগান সুপার জায়ান্টের বিবর্তনেই সবুজ-মেরুন ঐতিহ্য ৷ বুধবার সঞ্জীব গোয়েঙ্কা এভাবেই মোহনবাগান সুপার জায়ান্টের সাম্প্রতিক পারফরম্যান্সকে ব্যাখ্যা করলেন ৷ একই সঙ্গে সুপার জায়ান্ট কর্তা জানিয়েছেন, লখনউ সুপার জায়ান্টস এবং মোহনবাগান, দু’টিই সুপার জায়ান্ট পরিবারের সদস্য ।
সঞ্জীব গোয়েঙ্কার এই বিবৃতি নিঃসন্দেহে সবুজ-মেরুন জনতার মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে । কারণ মোহনবাগান জনতা সবুজ-মেরুন জার্সি এবং তাঁদের শতবর্ষ পেরনো ঐতিহ্য নিয়ে ভীষণ স্পর্শকাতর । শনিবার ডুরান্ড কাপ ফাইনাল । 18বার এই ঐতিহ্যবাহী ট্রফি জয়ের দোরগোড়ায় গঙ্গাপাড়ের ক্লাব ৷ সে কথা মাথায় রেখে বাংলার ফুটবলের স্বার্থে শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে সমর্থকদের ভিড় করার অনুরোধও করেছেন তিনি ৷ মোহনবাগান আর এলএসজি একই পরিবারের সদস্য ৷ এখন মোহনবাগান ডুরান্ড ফাইনাল খেলবে । সবাইকে বলব ওদের সমর্থন করতে ৷
সঞ্জীব গোয়েঙ্কা বলেন, “আমরা দারুণ টিম গড়েছি ৷ এক্সসেপশনাল ৷ যদি এই ক্লাবের জার্নি দেখা যায়, আমরা দশবারে চারবার জিতেছি । আটবার প্লে-অফ খেলেছি । এটিকে থেকে এটিকে মোহনবাগান হয়ে মোহনবাগান সুপার জায়ান্ট ৷ আমাদের একটা কালচার আছে জয়ের ৷ আমাদের খেতাবের দাবিদার হিসাবে দেখা হয় । হতেই পারে একটা সিদ্ধান্ত আমাদের বিরুদ্ধে গেল । কিন্তু তা নিয়ে চিন্তা করার কিছু নেই ৷”
সেমিফাইনালে লিস্টন কোলাসোর ফাউলের কারণে বেঙ্গালুরু এফসি পেনাল্টি পায় এবং গোল করে এগিয়ে যায় । এই প্রসঙ্গ যে চোখ এড়ায়নি সঞ্জীব গোয়েঙ্কার তা এই মন্তব্যে প্রমাণিত ।