ETV Bharat / sports

আজই কি আইএসএলে মহমেডান ? - Mohammedan SC - MOHAMMEDAN SC

Mohammedan SC in I League: দু’ম্যাচ থেকে আর মাত্র তিন পয়েন্ট পেলেই মহমেডান সরকারিভাবে আই লিগ চ্যাম্পিয়ন হিসেবে ঘোষিত হবে । আই লিগ খেতাব জয় সম্পূর্ণ করলেই আগামী মরসুমে আইএসএলে খেলার যোগ্যতা অর্জন করবে মহমেডান স্পোর্টিং । যা তাদের শুধু নয়, কলকাতার ফুটবলপ্রেমীদের কাঙ্খিত স্বপ্ন ।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 31, 2024, 8:06 AM IST

Updated : Mar 31, 2024, 8:54 AM IST

কলকাতা, 31 মার্চ: আই লিগ খেতাবের অপেক্ষা বাড়ল মহমেডান স্পোর্টিংয়ের । নৈহাটি স্টেডিয়ামে প্রতিপক্ষ ইন্টার কাশীর বিরুদ্ধে 1-1 গোলে ড্র করল সাদা-কালো শিবির । অথচ প্রথমে গোল করে এগিয়ে ছিল আন্দ্রে চেরেনেশভের ছেলেরা । জয় তুলতে পারলেই আই লিগ খেতাবের ঠিকানা কার্যত রেড রোডের ধারের শতাব্দী প্রাচীন ক্লাব হয়ে যেত ।

ম্যাচের 9 মিনিটে মহমেডান স্পোর্টিংয়ের আর্জেন্তিনার স্ট্রাইকার অ্যালেক্সিস গোমেজ গোল করে দলকে এগিয়ে দেন । কিন্তু 82 মিনিটে ইন্টার কাশীর মারিও বার্কো সমতা ফেরানোয় মহমেডান স্পোর্টিংয়ের অপেক্ষা বাড়ল । এই মুহূর্তে আন্দ্রে চেরেনেশভের দলের পয়েন্ট 22 ম্যাচে 49 । বাকি দু’ম্যাচ থেকে আর মাত্র তিন পয়েন্ট পেলেই মহমেডান সরকারিভাবে আই লিগ চ্যাম্পিয়ন হিসেবে ঘোষিত হবে ।

Mohammedan SC
আই লিগ জয়ের অপেক্ষা বাড়ল মহমেডানের

শিলং লাজং এবং দিল্লি এফসি’র বিরুদ্ধে খেলা রয়েছে যথাক্রমে 6 এপ্রিল এবং 14 এপ্রিল । দ্বিতীয় স্থানে থাকা শ্রীনিধি ডেকানের ঝুলিতে 20 ম‌্যাচে 40 পয়েন্ট । পরবর্তী চারটি ম‌্যাচে জিতলে পৌঁছবে 52 পয়েন্টে । রবিবার ডেকানের খেলা রয়েছে । হারলে মহমেডান চ‌্যাম্পিয়ন । কারণ দু’দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে এগিয়ে রয়েছে ব্ল্যাক প্যান্থাররা ।

আই লিগ খেতাব জয় সম্পূর্ণ করলেই আগামী মরসুমে আইএসএলে খেলার যোগ্যতা অর্জন করবে মহমেডান স্পোর্টিং । যা তাদের শুধু নয়, কলকাতার ফুটবলপ্রেমীদের কাঙ্খিত স্বপ্ন । মহমেডান যোগ্যতা অর্জন সম্ভব করলে কলকাতার তিন প্রধান একসঙ্গে আইএসএলে খেলবে । যা কখনও হয়নি । কোনও শহরের একের বেশি দল আইএসএলে নেই ।

শনিবার নৈহাটি স্টেডিয়ামে আইএসএল খেলার স্বপ্নের চেয়েও, সাদা-কালো সমর্থকরা প্রথমবার আই লিগ জয়ের আকাঙ্খা পূরণের দোরগোড়ায় দাঁড়িয়ে আনন্দে মাতোয়ারা হয়েছিলেন । জয় যখন প্রায় নিশ্চিত ধরে নিয়েছিলেন, তখনই তাদের আশাভঙ্গ । চলতি মরশুমে মহমেডান স্পোর্টিং প্রথম থেকেই দারুণ ছন্দে । কলকাতা লিগ এবং আই লিগে সাদা-কালো ফুটবলাররা যেন তেল খাওয়া মেশিনের মত দৌঁড়চ্ছেন । কলকাতা লিগে ডেভিড, বিকাশ সিং, আঙ্গুসানারা চ্যাম্পিয়ন করেছিলেন । আই লিগে ভারতীয় ব্রিগেডের সঙ্গে যোগ হয়েছেন অ্যালেক্স, কাশিমভ, এডিরা ।

কোচ আন্দ্রে চেরেনেশভ বলছেন, সামনের দু’টো ম্যাচ থেকে জয় তুলে নিয়ে আই লিগ চ্যাম্পিয়ন হবেন । দলের ফুটবলারদের ওপর সেই বিশ্বাস তাঁর আছে । এখন দেখার 6 এপ্রিলই শিলংয়ের বিরুদ্ধে মহমেডান স্পোর্টিং অধরা স্বপ্ন পূরণ করতে পারে কি না । সেক্ষেত্রে পাহাড়ে সূর্যোদয় হবে বাংলার ফুটবলেরও ।

আরও পড়ুন:

  1. জ্বরে কাবু হাবাস, শীর্ষে ওঠার লড়াইয়ে মোহনবাগান সুপার জায়ান্ট
  2. ভারতীয় ফুটবলারের নজির, চেন্নাইয়িন থেকে বিশ্বজয়ী দেশের ক্লাবে যোগ দিচ্ছেন বিজয়
  3. আইপিএলের ধাক্কায় আইএসএলের সূচি বদলে অন্যায় দেখছেন না প্রাক্তনরা

কলকাতা, 31 মার্চ: আই লিগ খেতাবের অপেক্ষা বাড়ল মহমেডান স্পোর্টিংয়ের । নৈহাটি স্টেডিয়ামে প্রতিপক্ষ ইন্টার কাশীর বিরুদ্ধে 1-1 গোলে ড্র করল সাদা-কালো শিবির । অথচ প্রথমে গোল করে এগিয়ে ছিল আন্দ্রে চেরেনেশভের ছেলেরা । জয় তুলতে পারলেই আই লিগ খেতাবের ঠিকানা কার্যত রেড রোডের ধারের শতাব্দী প্রাচীন ক্লাব হয়ে যেত ।

ম্যাচের 9 মিনিটে মহমেডান স্পোর্টিংয়ের আর্জেন্তিনার স্ট্রাইকার অ্যালেক্সিস গোমেজ গোল করে দলকে এগিয়ে দেন । কিন্তু 82 মিনিটে ইন্টার কাশীর মারিও বার্কো সমতা ফেরানোয় মহমেডান স্পোর্টিংয়ের অপেক্ষা বাড়ল । এই মুহূর্তে আন্দ্রে চেরেনেশভের দলের পয়েন্ট 22 ম্যাচে 49 । বাকি দু’ম্যাচ থেকে আর মাত্র তিন পয়েন্ট পেলেই মহমেডান সরকারিভাবে আই লিগ চ্যাম্পিয়ন হিসেবে ঘোষিত হবে ।

Mohammedan SC
আই লিগ জয়ের অপেক্ষা বাড়ল মহমেডানের

শিলং লাজং এবং দিল্লি এফসি’র বিরুদ্ধে খেলা রয়েছে যথাক্রমে 6 এপ্রিল এবং 14 এপ্রিল । দ্বিতীয় স্থানে থাকা শ্রীনিধি ডেকানের ঝুলিতে 20 ম‌্যাচে 40 পয়েন্ট । পরবর্তী চারটি ম‌্যাচে জিতলে পৌঁছবে 52 পয়েন্টে । রবিবার ডেকানের খেলা রয়েছে । হারলে মহমেডান চ‌্যাম্পিয়ন । কারণ দু’দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে এগিয়ে রয়েছে ব্ল্যাক প্যান্থাররা ।

আই লিগ খেতাব জয় সম্পূর্ণ করলেই আগামী মরসুমে আইএসএলে খেলার যোগ্যতা অর্জন করবে মহমেডান স্পোর্টিং । যা তাদের শুধু নয়, কলকাতার ফুটবলপ্রেমীদের কাঙ্খিত স্বপ্ন । মহমেডান যোগ্যতা অর্জন সম্ভব করলে কলকাতার তিন প্রধান একসঙ্গে আইএসএলে খেলবে । যা কখনও হয়নি । কোনও শহরের একের বেশি দল আইএসএলে নেই ।

শনিবার নৈহাটি স্টেডিয়ামে আইএসএল খেলার স্বপ্নের চেয়েও, সাদা-কালো সমর্থকরা প্রথমবার আই লিগ জয়ের আকাঙ্খা পূরণের দোরগোড়ায় দাঁড়িয়ে আনন্দে মাতোয়ারা হয়েছিলেন । জয় যখন প্রায় নিশ্চিত ধরে নিয়েছিলেন, তখনই তাদের আশাভঙ্গ । চলতি মরশুমে মহমেডান স্পোর্টিং প্রথম থেকেই দারুণ ছন্দে । কলকাতা লিগ এবং আই লিগে সাদা-কালো ফুটবলাররা যেন তেল খাওয়া মেশিনের মত দৌঁড়চ্ছেন । কলকাতা লিগে ডেভিড, বিকাশ সিং, আঙ্গুসানারা চ্যাম্পিয়ন করেছিলেন । আই লিগে ভারতীয় ব্রিগেডের সঙ্গে যোগ হয়েছেন অ্যালেক্স, কাশিমভ, এডিরা ।

কোচ আন্দ্রে চেরেনেশভ বলছেন, সামনের দু’টো ম্যাচ থেকে জয় তুলে নিয়ে আই লিগ চ্যাম্পিয়ন হবেন । দলের ফুটবলারদের ওপর সেই বিশ্বাস তাঁর আছে । এখন দেখার 6 এপ্রিলই শিলংয়ের বিরুদ্ধে মহমেডান স্পোর্টিং অধরা স্বপ্ন পূরণ করতে পারে কি না । সেক্ষেত্রে পাহাড়ে সূর্যোদয় হবে বাংলার ফুটবলেরও ।

আরও পড়ুন:

  1. জ্বরে কাবু হাবাস, শীর্ষে ওঠার লড়াইয়ে মোহনবাগান সুপার জায়ান্ট
  2. ভারতীয় ফুটবলারের নজির, চেন্নাইয়িন থেকে বিশ্বজয়ী দেশের ক্লাবে যোগ দিচ্ছেন বিজয়
  3. আইপিএলের ধাক্কায় আইএসএলের সূচি বদলে অন্যায় দেখছেন না প্রাক্তনরা
Last Updated : Mar 31, 2024, 8:54 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.