ETV Bharat / sports

আরজি কর কাণ্ডে সরব সিরাজ, বুমরার পর মুখ খুললেন আরেক স্পিডস্টার - RG Kar Doctor Rape And Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER

Mohammed Siraj on RG Kar Incident: শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় ৷ আরজি কর হাসপাতালে ডাক্তারি-পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় সরব দেশের বিভিন্ন স্তরের মানুষ ৷ পিছিয়ে নেই তারকারাও ৷ এবার প্রতিবাদীরা পাশে পেলেন মহম্মদ সিরাজকে ৷

Mohammed Siraj
আরজি কর কাণ্ডে সরব সিরাজ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Aug 16, 2024, 4:45 PM IST

Updated : Aug 16, 2024, 7:29 PM IST

হায়দরাবাদ, 16 অগস্ট: আরজি কর কাণ্ডে জনরোষ ক্রমশ বাড়ছে ৷ সাধারণ মানুষের পাশাপাশি প্রতিবাদে সামিল হচ্ছেন তারকারাও ৷ সকালেই এনিয়ে প্রতিবাদ জানিয়েছেন জসপ্রীত বুমরা ৷ এবার গর্জে উঠলেন আরেক পেসস্টার ৷ সোশাল মিডিয়া পোস্টে মহম্মদ সিরাজ বুঝিয়ে দিলেন, দেশে এই ঘটনায় তিনিও প্রতিবাদীদের সঙ্গে আছেন ৷

Mohammed Siraj on RG Kar Incident
সিরাজের ওই পোস্ট (ইনস্টাগ্রাম)

ইনস্টাগ্রামে একটি স্টোরি দিয়েছেন হায়দরাবাদী পেসার ৷ সেখানে সাম্প্রতিক অতীতে মহিলাদের বিরুদ্ধে ঘটে যাওয়া একাধিক ঘটনার কথা রয়েছে ৷ সিরাজ লিখেছেন, ‘‘এবার কী অজুহাত দেবে ? নাকি বলবে মেয়েটিরই দোষ ছিল ? কারণ পুরুষ তো পুরুষই থাকে ৷’’ আরজি করের ঘটনায় অভিযুক্তদের শনাক্ত করে কঠোর শাস্তির দাবি তুলেছেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ ৷ সরব হয়েছেন জসপ্রীত বুমরা, শ্রেয়স আইয়ারও ৷ তাতে এবার নবতম সংযোজন সিরাজ ৷

প্রসঙ্গত, আরজি কর কাণ্ডে উত্তাল রাজ্য-রাজনীতি ৷ শিরোনামে ‘মেয়েদের রাত দখল’ ৷ আরজি করে ডাক্তার পড়ুয়া খুনের প্রতিবাদে রাত জাগছেন রাজ্যবাসী ৷ মোমবাতি হাতে মিছিল, স্লোগান, গান, কবিতায় প্রতিবাদ জানাচ্ছেন প্রত্যেকে ৷ তারমাঝেই তাণ্ডব চলেছে আরজি কর হাসপাতালে ৷ একদল দুষ্কৃতী আচমকা তাণ্ডব চালিয়ে ভেঙে গুঁড়িয়ে দেয় হাসপাতালের ইমার্জেন্সি বিভাগ ৷

অন্যদিকে আজ পূর্ব নির্ধারিত ঘোষণা মতো পথে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নৃশংস ঘটনায় অপরাধীর শাস্তি চেয়ে মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করলেন রাজ্যের প্রশাসনিক প্রধান ৷ তার আগেই অবশ্য হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে মাঝরাস্তা থেকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে নিয়ে গিয়েছে সিবিআই ৷ ফলে গোটা দেশের নজর এখন পশ্চিমবঙ্গে ৷

হায়দরাবাদ, 16 অগস্ট: আরজি কর কাণ্ডে জনরোষ ক্রমশ বাড়ছে ৷ সাধারণ মানুষের পাশাপাশি প্রতিবাদে সামিল হচ্ছেন তারকারাও ৷ সকালেই এনিয়ে প্রতিবাদ জানিয়েছেন জসপ্রীত বুমরা ৷ এবার গর্জে উঠলেন আরেক পেসস্টার ৷ সোশাল মিডিয়া পোস্টে মহম্মদ সিরাজ বুঝিয়ে দিলেন, দেশে এই ঘটনায় তিনিও প্রতিবাদীদের সঙ্গে আছেন ৷

Mohammed Siraj on RG Kar Incident
সিরাজের ওই পোস্ট (ইনস্টাগ্রাম)

ইনস্টাগ্রামে একটি স্টোরি দিয়েছেন হায়দরাবাদী পেসার ৷ সেখানে সাম্প্রতিক অতীতে মহিলাদের বিরুদ্ধে ঘটে যাওয়া একাধিক ঘটনার কথা রয়েছে ৷ সিরাজ লিখেছেন, ‘‘এবার কী অজুহাত দেবে ? নাকি বলবে মেয়েটিরই দোষ ছিল ? কারণ পুরুষ তো পুরুষই থাকে ৷’’ আরজি করের ঘটনায় অভিযুক্তদের শনাক্ত করে কঠোর শাস্তির দাবি তুলেছেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ ৷ সরব হয়েছেন জসপ্রীত বুমরা, শ্রেয়স আইয়ারও ৷ তাতে এবার নবতম সংযোজন সিরাজ ৷

প্রসঙ্গত, আরজি কর কাণ্ডে উত্তাল রাজ্য-রাজনীতি ৷ শিরোনামে ‘মেয়েদের রাত দখল’ ৷ আরজি করে ডাক্তার পড়ুয়া খুনের প্রতিবাদে রাত জাগছেন রাজ্যবাসী ৷ মোমবাতি হাতে মিছিল, স্লোগান, গান, কবিতায় প্রতিবাদ জানাচ্ছেন প্রত্যেকে ৷ তারমাঝেই তাণ্ডব চলেছে আরজি কর হাসপাতালে ৷ একদল দুষ্কৃতী আচমকা তাণ্ডব চালিয়ে ভেঙে গুঁড়িয়ে দেয় হাসপাতালের ইমার্জেন্সি বিভাগ ৷

অন্যদিকে আজ পূর্ব নির্ধারিত ঘোষণা মতো পথে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নৃশংস ঘটনায় অপরাধীর শাস্তি চেয়ে মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করলেন রাজ্যের প্রশাসনিক প্রধান ৷ তার আগেই অবশ্য হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে মাঝরাস্তা থেকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে নিয়ে গিয়েছে সিবিআই ৷ ফলে গোটা দেশের নজর এখন পশ্চিমবঙ্গে ৷

Last Updated : Aug 16, 2024, 7:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.