ETV Bharat / sports

সিএবি'র রক্তদান শিবিরের শংসাপত্রে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারী শামির অটোগ্রাফ - 96th Foundation Day of CAB

Mohammed Shami's Autograph on Frank Worrell Blood Donation Certificate: শনিবার সিএবি’র 96তম প্রতিষ্ঠা দিবস ৷ এই দিনটিতে প্রতিবছর প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার ফ্র্যাঙ্ক ওরেলের স্মরণে রক্তদান শিবিরের আয়োজন করে সিএবি ৷ এবারের সেই রক্তদান শিবিরের শংসাপত্রে থাকবে মহম্মদ শামির অটোগ্রাফ ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 2, 2024, 1:29 PM IST

কলকাতা, 2 ফেব্রুয়ারি: ফ্র্যাঙ্ক ওরেল ডে রক্তদান শিবিরের শংসাপত্রে অটোগ্রাফ থাকবে ভারতীয় পেসার মহম্মদ শামি ৷ আগামী শনিবার সিএবি-র 96তম প্রতিষ্ঠিতা দিবস ৷ প্রতি বছর এই দিনে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার ফ্র্যাঙ্ক ওরেলের স্মরণে রক্তদান শিবিরের আয়োজন করে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ৷ এবারেও তার অন্যথা হচ্ছে না ৷ সকাল 9 টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে রক্তদান শিবির ৷ তার আগে পতাকা উত্তোলন হবে সিএবিতে ৷

জানা গিয়েছে, গতবার প্রায় 600 জন রক্তদান করেছিলেন ৷ সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় আশা করছেন, আরও বেশি মানুষ সিএবি’তে এসে রক্তদান করবেন এবছর ৷ সাংবাদিক বৈঠকে সিএবি প্রেসিডেন্ট জানিয়েছেন, যাঁরা রক্তদান করবেন, তাঁদের হাতে ভারতীয় দলের ক্রিকেটার মহম্মদ শামির সই করা শংসাপত্র তুলে দেওয়া হবে ৷ উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের মা ৷ তাই এ দিন হাসপাতাল থেকেই ভিডিওয়ো কনফারেন্সে অংশ নেন স্নেহাশিস ।

1981 সাল থেকে সিএবি তার প্রতিষ্ঠা দিবসে ফ্র্যাঙ্ক ওরেল ডে পালন করে আসছে ৷ প্রতিবছরই রক্তদাতাদের হাতে কোনও না কোনও আন্তর্জাতিক ক্রিকেটারের সই করা শংসাপত্র তুলে দেওয়া হয় ৷ সেই তালিকায় নরি কন্ট্রাক্টর, ডোনাল্ড ব্র্যাডম্যানের মতো কিংবদন্তিদের নাম রয়েছে ৷ তেমনিই টাইগার পতৌদি, সুনীল গাভাসকর, ইমরান খান, ইয়ান বোথাম, সৌরভ গঙ্গোপাধ্যায়, মুস্তাক আলিদের সই করা শংসাপত্র একসময় রক্তদাতাদের হাতে তুলে দিয়েছে সিএবি ৷

এ বছর মহম্মদ শামির সই করা শংসাপত্র দেওয়া হচ্ছে ৷ ভারতীয় পেসার বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন ৷ অর্জুন পুরস্কারে সম্মানিত হয়েছেন ৷ এমনকি আইসিসি ও বিসিসিআইয়ের বর্ষসেরা ওয়ান-ডে বোলার হয়েছেন তিনি ৷ একসঙ্গে এতগুলি সাফল্যের কথা মাথায় রেখে শামিকে দিয়ে শংসাপত্রগুলি সই করানোর সিদ্ধান্ত নেওয়া হয় ৷ ফ্র্যাঙ্ক ওরেল ডে’র পালনের পিছনে রয়েছে ঐতিহাসিক ঘটনা জড়িয়ে আছে ৷ 1967 সালের মার্চ মাসে লিউকেমিয়ার কারণে ক্যারিবিয়ান কিংবদন্তি প্রায়ত হন ৷ তাই তাঁর সম্মানে সিএবি 3 ফেব্রুয়ারি তাদের প্রতিষ্ঠা দিবসে 'স্যর ফ্র্যাঙ্ক ওরেল ডে' পালন করে রক্তদান শিবিরের মাধ্যমে ৷

আরও পড়ুন:

  1. ফের ব্যর্থ রোহিত, তথৈবচ গিলও; জয়সওয়ালের 'যশস্বী' ইনিংসে লড়াইয়ে ভারত
  2. 75 বছরে লজ্জার ইতিহাস! ভাইজ্যাক টেস্টের দলে রোহিতদের মোট রান এক ইংরেজ ব্যাটারের থেকে কম
  3. বৃষ্টি কাঁটা সরিয়ে ঘরের মাঠে মুম্বই চ্যালেঞ্জ নিতে তৈরি মনোজরা

কলকাতা, 2 ফেব্রুয়ারি: ফ্র্যাঙ্ক ওরেল ডে রক্তদান শিবিরের শংসাপত্রে অটোগ্রাফ থাকবে ভারতীয় পেসার মহম্মদ শামি ৷ আগামী শনিবার সিএবি-র 96তম প্রতিষ্ঠিতা দিবস ৷ প্রতি বছর এই দিনে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার ফ্র্যাঙ্ক ওরেলের স্মরণে রক্তদান শিবিরের আয়োজন করে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ৷ এবারেও তার অন্যথা হচ্ছে না ৷ সকাল 9 টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে রক্তদান শিবির ৷ তার আগে পতাকা উত্তোলন হবে সিএবিতে ৷

জানা গিয়েছে, গতবার প্রায় 600 জন রক্তদান করেছিলেন ৷ সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় আশা করছেন, আরও বেশি মানুষ সিএবি’তে এসে রক্তদান করবেন এবছর ৷ সাংবাদিক বৈঠকে সিএবি প্রেসিডেন্ট জানিয়েছেন, যাঁরা রক্তদান করবেন, তাঁদের হাতে ভারতীয় দলের ক্রিকেটার মহম্মদ শামির সই করা শংসাপত্র তুলে দেওয়া হবে ৷ উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের মা ৷ তাই এ দিন হাসপাতাল থেকেই ভিডিওয়ো কনফারেন্সে অংশ নেন স্নেহাশিস ।

1981 সাল থেকে সিএবি তার প্রতিষ্ঠা দিবসে ফ্র্যাঙ্ক ওরেল ডে পালন করে আসছে ৷ প্রতিবছরই রক্তদাতাদের হাতে কোনও না কোনও আন্তর্জাতিক ক্রিকেটারের সই করা শংসাপত্র তুলে দেওয়া হয় ৷ সেই তালিকায় নরি কন্ট্রাক্টর, ডোনাল্ড ব্র্যাডম্যানের মতো কিংবদন্তিদের নাম রয়েছে ৷ তেমনিই টাইগার পতৌদি, সুনীল গাভাসকর, ইমরান খান, ইয়ান বোথাম, সৌরভ গঙ্গোপাধ্যায়, মুস্তাক আলিদের সই করা শংসাপত্র একসময় রক্তদাতাদের হাতে তুলে দিয়েছে সিএবি ৷

এ বছর মহম্মদ শামির সই করা শংসাপত্র দেওয়া হচ্ছে ৷ ভারতীয় পেসার বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন ৷ অর্জুন পুরস্কারে সম্মানিত হয়েছেন ৷ এমনকি আইসিসি ও বিসিসিআইয়ের বর্ষসেরা ওয়ান-ডে বোলার হয়েছেন তিনি ৷ একসঙ্গে এতগুলি সাফল্যের কথা মাথায় রেখে শামিকে দিয়ে শংসাপত্রগুলি সই করানোর সিদ্ধান্ত নেওয়া হয় ৷ ফ্র্যাঙ্ক ওরেল ডে’র পালনের পিছনে রয়েছে ঐতিহাসিক ঘটনা জড়িয়ে আছে ৷ 1967 সালের মার্চ মাসে লিউকেমিয়ার কারণে ক্যারিবিয়ান কিংবদন্তি প্রায়ত হন ৷ তাই তাঁর সম্মানে সিএবি 3 ফেব্রুয়ারি তাদের প্রতিষ্ঠা দিবসে 'স্যর ফ্র্যাঙ্ক ওরেল ডে' পালন করে রক্তদান শিবিরের মাধ্যমে ৷

আরও পড়ুন:

  1. ফের ব্যর্থ রোহিত, তথৈবচ গিলও; জয়সওয়ালের 'যশস্বী' ইনিংসে লড়াইয়ে ভারত
  2. 75 বছরে লজ্জার ইতিহাস! ভাইজ্যাক টেস্টের দলে রোহিতদের মোট রান এক ইংরেজ ব্যাটারের থেকে কম
  3. বৃষ্টি কাঁটা সরিয়ে ঘরের মাঠে মুম্বই চ্যালেঞ্জ নিতে তৈরি মনোজরা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.