ETV Bharat / sports

'সৌরভরা ঠিক সময় অন্যায় ধরিয়ে দিলে সংসারটা বাঁচত', শামিকে কদর্য আক্রমণ হাসিনের - Mohammed Shami

Hasin Jahan slams Mohammed Shami in Socail Media Post: ফের সোশাল মিডিয়া পোস্ট । আর তাতে কার্যত কদর্য ভাষায় শামিকে কাঠগড়ায় তুললেন স্ত্রী হাসিন জাহান। শুধু তাই নয়, তাতে জড়িয়েছেন সৌরভের নামও ।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 27, 2024, 3:42 PM IST

Updated : Jan 27, 2024, 3:59 PM IST

কলকাতা, 27 জানুয়ারি: বিশ্বকাপ ঘরে না-আসলেও শামির দাপটে ঘুম উড়ে গিয়েছিল বিশ্বের তাবড় তাবড় ব্যাটারদের। দেশের জার্সিতে বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ উইকেট, এক ইনিংসে সবচেয়ে বেশিবার পাঁচ উইকেট নেওয়ার বিরল নজির- একের পর এক রেকর্ড ধরা দিয়েছে বঙ্গপেসারের ঝুলিতে । বিশ্বকাপে বল্গাহীন গতিতে ছুটেছেন লালাজি । ততটাই গতিতে শামিকে ধাওয়া করেছে বিতর্কও।

হাসিন জাহানের সঙ্গে শামির বিবাহবিচ্ছেদ মামলা সোশাল মিডিয়ায় কার্যত হটকেকে পরিণত হয়েছিল । বিশ্বকাপ চলাকালীনও শামির উদ্দেশ্যে একের পর এক কটুক্তি করেছেন এই প্রাক্তন মডেল । এবার শামিকে ফের কদর্য ভাষায় আক্রমণ করলেন তিনি । দেশের অন্য এক ক্রিকেটার ও তাঁর মেয়ের ছবি পোস্ট করেছেন হাসিন । ক্যাপশনে, মেয়ের 'দায়িত্ব' না-নেওয়ার জন্য শামিকে শুধু দায়ীই করেননি, 'দেহোপজীবিনী'র উদাহরণ তুলে কার্যত শালীনতার সীমা ছাড়িয়েছেন ।

এই পোস্ট দেখার পরই হাসিনের সঙ্গে যোগাযোগ করেছিল ইটিভি ভারত । এই পোস্টের কারণ জানতে চাইলে তিনি বলেন, "মেয়ে বাবাকে মিস করে আমি বুঝতে পারি । ও মুখে কিছু বলে না । আমি তো মা । তাই আমি বুঝি । এমনিতেই মেয়েরা বাবার ভক্ত হয় । কিন্তু বাবা তো মেয়ের কোনও খোঁজও নেয় না । মেয়েটা তো নিজের । উপরন্তু গতবছর জন্মদিনে টেক্সটে লেখে, মাস গেলে টাকা পাচ্ছিস তো। আমি আর একটা খরচও করব না মেয়ের জন্য। ঈশ্বর যেন এরকম বাবা কোনও মেয়েকে না দেন এটাই আমার প্রার্থনা ।"

হাসিন আরও বলেন, "পুরুষশাসিত সমাজে ন্যায়ের বিচার কোথায় ? হাইকোর্টের অর্ডার সত্ত্বেও বিচারক একের পর এক ডেট দিয়ে যাচ্ছেন । কেউ আমার কথা শুনছে না । এখানে জাজও টাকা খায় । সংবাদমাধ্যম সঠিকটা তুলে ধরছে না । 2023 সালের ফেব্রুয়ারির মধ্যে হাইকোর্ট এই মামলার নিষ্পত্তি চেয়েছিল । কোথায় কী ? আজও চলছে তো চলছেই ।"

আর কি কোনওদিন একসঙ্গে থাকার কথা ভাবা হবে ?

হাসিন বলেন, "2018 থেকে যখন আমাদের সম্পর্কের এই টানাপোড়েন শুরু হল তখন শামি লোভে মত্ত । ভাবত আমাকে বিয়ে না-করে কোনও বলিউড নায়িকাকে বিয়ে করলে আরও টাকা হত ওর । তখন চেষ্টা করল আমাকে কীভাবে ওর জীবন থেকে সরাবে । মেরে ফেলারও চেষ্টা করল তখন। মাফিয়া, ক্রিমিনাল সব হায়ার করেছে নানা সময়ে । মিডিয়াকে দিয়ে আমার ইমেজ যতটা খারাপ করা যায় তার চেষ্টা করেছে । সেই সময়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো মানুষেরা ওর পাশে না-দাঁড়িয়ে ওর অন্যায়টা ধরিয়ে দিলে আমাদের সংসারটা বাঁচত । এখন শামির সঙ্গে ঘর করার কথা ভাবাটা রিস্কের । বিচারক থেকে পুলিশ, রাজনৈতিক নেতা সব এই দেশে সব বিক্রি হয় । তাই ওর মতো ক্রিমিনালের সঙ্গে ফের থাকা শুরু করলে আমি মরে যাব ।"

সামাজিক মাধ্যমে একের পর এক পোস্ট । দেশ, রাজ্যের অন্যতম সেরা বোলারের নাম জড়ানোয় বিভিন্ন সময়ে উত্তাল হয়েছে নেটপাড়া । হাসিনের নিজের ইমেজ নষ্ট হচ্ছে না ? "একেবারেই মনে হয় না । যারা আমার নামে কাদা ছুঁড়ছে তাদের আমি চিনি ? মমতা বন্দ্যোপাধ্যায় ট্রোলড হন না ? আমি এতে মাথা ঘামাই না", সাফ জবাব হাসিনের ।

আরও পড়ুন:

  1. 'মহম্মদ শামি খুবই নোংরা মানুষ, ওর ঐশ্বরিক মার দরকার'; বিস্ফোরক স্ত্রী হাসিন জাহান
  2. ছোটবেলায় সৌরভের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চাইতেন, এবার শামিকে বিয়ের প্রস্তাব অভিনেত্রীর
  3. অর্জুন পুরস্কারে সম্মানিত শামি, 'এই সম্মান স্বপ্ন' জানালেন বঙ্গপেসার

কলকাতা, 27 জানুয়ারি: বিশ্বকাপ ঘরে না-আসলেও শামির দাপটে ঘুম উড়ে গিয়েছিল বিশ্বের তাবড় তাবড় ব্যাটারদের। দেশের জার্সিতে বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ উইকেট, এক ইনিংসে সবচেয়ে বেশিবার পাঁচ উইকেট নেওয়ার বিরল নজির- একের পর এক রেকর্ড ধরা দিয়েছে বঙ্গপেসারের ঝুলিতে । বিশ্বকাপে বল্গাহীন গতিতে ছুটেছেন লালাজি । ততটাই গতিতে শামিকে ধাওয়া করেছে বিতর্কও।

হাসিন জাহানের সঙ্গে শামির বিবাহবিচ্ছেদ মামলা সোশাল মিডিয়ায় কার্যত হটকেকে পরিণত হয়েছিল । বিশ্বকাপ চলাকালীনও শামির উদ্দেশ্যে একের পর এক কটুক্তি করেছেন এই প্রাক্তন মডেল । এবার শামিকে ফের কদর্য ভাষায় আক্রমণ করলেন তিনি । দেশের অন্য এক ক্রিকেটার ও তাঁর মেয়ের ছবি পোস্ট করেছেন হাসিন । ক্যাপশনে, মেয়ের 'দায়িত্ব' না-নেওয়ার জন্য শামিকে শুধু দায়ীই করেননি, 'দেহোপজীবিনী'র উদাহরণ তুলে কার্যত শালীনতার সীমা ছাড়িয়েছেন ।

এই পোস্ট দেখার পরই হাসিনের সঙ্গে যোগাযোগ করেছিল ইটিভি ভারত । এই পোস্টের কারণ জানতে চাইলে তিনি বলেন, "মেয়ে বাবাকে মিস করে আমি বুঝতে পারি । ও মুখে কিছু বলে না । আমি তো মা । তাই আমি বুঝি । এমনিতেই মেয়েরা বাবার ভক্ত হয় । কিন্তু বাবা তো মেয়ের কোনও খোঁজও নেয় না । মেয়েটা তো নিজের । উপরন্তু গতবছর জন্মদিনে টেক্সটে লেখে, মাস গেলে টাকা পাচ্ছিস তো। আমি আর একটা খরচও করব না মেয়ের জন্য। ঈশ্বর যেন এরকম বাবা কোনও মেয়েকে না দেন এটাই আমার প্রার্থনা ।"

হাসিন আরও বলেন, "পুরুষশাসিত সমাজে ন্যায়ের বিচার কোথায় ? হাইকোর্টের অর্ডার সত্ত্বেও বিচারক একের পর এক ডেট দিয়ে যাচ্ছেন । কেউ আমার কথা শুনছে না । এখানে জাজও টাকা খায় । সংবাদমাধ্যম সঠিকটা তুলে ধরছে না । 2023 সালের ফেব্রুয়ারির মধ্যে হাইকোর্ট এই মামলার নিষ্পত্তি চেয়েছিল । কোথায় কী ? আজও চলছে তো চলছেই ।"

আর কি কোনওদিন একসঙ্গে থাকার কথা ভাবা হবে ?

হাসিন বলেন, "2018 থেকে যখন আমাদের সম্পর্কের এই টানাপোড়েন শুরু হল তখন শামি লোভে মত্ত । ভাবত আমাকে বিয়ে না-করে কোনও বলিউড নায়িকাকে বিয়ে করলে আরও টাকা হত ওর । তখন চেষ্টা করল আমাকে কীভাবে ওর জীবন থেকে সরাবে । মেরে ফেলারও চেষ্টা করল তখন। মাফিয়া, ক্রিমিনাল সব হায়ার করেছে নানা সময়ে । মিডিয়াকে দিয়ে আমার ইমেজ যতটা খারাপ করা যায় তার চেষ্টা করেছে । সেই সময়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো মানুষেরা ওর পাশে না-দাঁড়িয়ে ওর অন্যায়টা ধরিয়ে দিলে আমাদের সংসারটা বাঁচত । এখন শামির সঙ্গে ঘর করার কথা ভাবাটা রিস্কের । বিচারক থেকে পুলিশ, রাজনৈতিক নেতা সব এই দেশে সব বিক্রি হয় । তাই ওর মতো ক্রিমিনালের সঙ্গে ফের থাকা শুরু করলে আমি মরে যাব ।"

সামাজিক মাধ্যমে একের পর এক পোস্ট । দেশ, রাজ্যের অন্যতম সেরা বোলারের নাম জড়ানোয় বিভিন্ন সময়ে উত্তাল হয়েছে নেটপাড়া । হাসিনের নিজের ইমেজ নষ্ট হচ্ছে না ? "একেবারেই মনে হয় না । যারা আমার নামে কাদা ছুঁড়ছে তাদের আমি চিনি ? মমতা বন্দ্যোপাধ্যায় ট্রোলড হন না ? আমি এতে মাথা ঘামাই না", সাফ জবাব হাসিনের ।

আরও পড়ুন:

  1. 'মহম্মদ শামি খুবই নোংরা মানুষ, ওর ঐশ্বরিক মার দরকার'; বিস্ফোরক স্ত্রী হাসিন জাহান
  2. ছোটবেলায় সৌরভের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চাইতেন, এবার শামিকে বিয়ের প্রস্তাব অভিনেত্রীর
  3. অর্জুন পুরস্কারে সম্মানিত শামি, 'এই সম্মান স্বপ্ন' জানালেন বঙ্গপেসার
Last Updated : Jan 27, 2024, 3:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.