কলকাতা, 14 মার্চ: ঘরের মাঠে ইংরেজদের টেস্ট সিরিজে ল্য়াজে-গোবরে করার পর আইপিএল বৃত্তে প্রবেশ করছে ভারতীয় ক্রিকেট ৷ প্রথমসারির ক্রিকেটারদের ছাড়া ফ্র্যাঞ্চাইজি দলগুলো প্রস্তুতি শুরু করে দিয়েছে আগেই ৷ 22 মার্চ টুর্নামেন্ট শুরুর আগে এবার চূড়ান্ত প্রস্তুতির পালা ৷ অন্যথা নয় কলকাতা নাইট রাইডার্সও ৷ 23 মার্চ প্রথম ম্যাচে নামার আগে শুক্রবার থেকে চন্দ্রকান্ত পণ্ডিতের তত্ত্বাবধানে চূড়ান্ত প্রস্তুতি শুরু হচ্ছে দু'বারের চ্যাম্পিয়নদের ৷ তার আগে বৃহস্পতিবার শহরে চলে আসছেন নাইটদের নয়া মেন্টর গৌতম গম্ভীর ৷
পুরনো দলে নতুন ভূমিকায় গম্ভীরকে দেখতে মুখিয়ে পার্পল ব্রিগেডের অনুরাগীরা। গম্ভীর নিজেও যে নতুন চ্যালেঞ্জের বিষয়ে কতোটা অঙ্গীকারবদ্ধ, সেটা তাঁর সাম্প্রতিক কাজেই প্রমাণিত ৷ সম্প্রতি দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে আসন্ন লোকসভা নির্বাচনের দায়িত্ব-কর্তব্য থেকে তাঁকে অব্যাহতি দেওয়ার অনুরোধ করেছেন পূর্ব দিল্লির সাংসদ ৷ অধিনায়ক হিসেবে তিলোত্তমার দলকে আইপিএল ট্রফি দেওয়া গম্ভীরের মেন্টর হিসেবেও লক্ষ্য একই ৷ লখনউ সুপার জায়ান্টের ডাগ-আউট থেকে তাঁকে ফিরিয়ে এনেছে নাইট ম্যানেজমেন্ট। আর বৃহস্পতিবার সন্ধেয় কলকাতায় পা রাখছেন নাইটদের প্রাক্তন 'ডাকাবুকো' অধিনায়ক।
অধিনায়ক শ্রেয়স আইয়ার ছাড়া প্রথমদিন থেকেই নাইট শিবিরে যোগ দিচ্ছেন সমস্ত ভারতীয় ক্রিকেটার ৷ প্রথমদিন থেকে না-থাকলেও শীঘ্রই দলের সঙ্গে কলকাতায় যোগ দেবেন নাইটদের সেনাপতি ৷ শিবিরে যোগদানের আগে রঞ্জি ফাইনালে 95 রানের ইনিংস আত্মবিশ্বাস জোগাবে মুম্বইকরের ৷ গম্ভীরের সঙ্গেই নাইটদের পুরো কোচিং ব্রিগেড শহরে চলে আসছে বলে জানা গিয়েছে ৷ বিদেশি ক্রিকেটাররাও দ্রুত দলের সঙ্গে যোগ দেবেন।
নতুন মরশুমে ট্রফি ঘরে ফেরাতে মরিয়া নাইট শিবির। চোটের জন্য অধিনায়ক শ্রেয়স আইয়ার গত মরশুমে ছিলেন না। নেতৃত্বের ব্যাটন সামলেছিলেন নীতীশ রানা। দুরন্ত ব্যাটিং পারফরম্যান্স মেলে ধরেছিলেন রিঙ্কু সিং। তবে ধারাবাহিকতার অভাবে ভুগতে হয়েছিল পার্পল ব্রিগেডকে। ট্রফিজয়ী প্রাক্তন দলনায়ককে মেন্টর পদে ফিরিয়ে ফের ট্রফির স্বাদ পেতে চাইছে শাহরুখ খানের দল। এক্ষেত্রেও কি সফল হবেন প্রাক্তন ভারতীয় ওপেনার? উত্তর দেবে সময় ৷
আরও পড়ুন: