ETV Bharat / sports

আট লাখি টিকিটে ক্রীড়া ইতিহাসে সবচেয়ে দামী জকোভিচ-আলকারাজ ফাইনাল - Wimbledon 2024 - WIMBLEDON 2024

Wimbledon 2024 Men's Singles Final: খেতাবি লড়াইয়ে ঘাসের কোর্টে সেরা আলকারাজ না জকোভিচ? তার উত্তর মিলবে রাতের মধ্যেই ৷ তবে উইম্বলডন ফাইনালে জকো-রাজ দ্বৈরথের আগেই তৈরি হল ইতিহাস ৷ যা ক্রীড়া জগতে এর আগে কখনও হয়নি ৷ উইম্বলডন পুরুষদের ফাইনাল ম্যাচের একটি টিকিটের দাম 8 লক্ষেরও বেশি ৷

Djokovic Vs Alcaraz
বাঁ-দিক থেকে নোভাক জকোভিচ ও কার্লোস আলকারাজ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 14, 2024, 6:01 PM IST

লন্ডন, 14 জুলাই: আর মাত্র কিছুক্ষণ ৷ অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে মুখোমুখি হতে চলেছেন কার্লোস আলকারাজ বনাম নোভাক জকোভিচ। ভারতীয় সময় সন্ধে সাড়ে ছ'টা নাগাদ উইম্বলডন ফাইনালে মুখোমুখি হচ্ছেন দুই মহারথী ৷ তবে দুই ফাইনালিস্টের কোনও রেকর্ডের আগেই তৈরি হল ইতিহাস তৈরি হল উইম্বলডন ফাইনাল ঘিরে ৷ ক্রীড়া ইতিহাসে এযাবৎ সবচেয়ে বেশি দামে বিক্রি হল উইম্বলডন ফাইনালের টিকিট। ম্যাচের একটি টিকিটের দাম ধার্য করা হয়েছে 10 হাজার মার্কিন ডলারের থেকে বেশি। ভারতীয় মুদ্রায় যার দাম 8 লাখ 35 হাজার টাকা ৷

আমেরিকার ধারাভাষ্যকার ড্যারেন রোভেল চোখ ধাঁধানো পরিসংখ্যান দিয়ে পরিস্থিতি তুলে ধরেন। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, "জকোভিচ-আলকারাজ উইম্বলডন ফাইনাল, খেলার ইতিহাসে সবচেয়ে দামী ৷ রবিবারের ম্যাচের জন্য সবচেয়ে খারাপ আসনের দাম 10 হাজার মার্কিন ডলারের থেকেও বেশি।"

এই নিয়ে পরপর দু'বার জকোভিচ এবং আলকারাজ উইম্বলডন ফাইনালে ওঠার পর থেকে টিকিটের দাম বাড়তে শুরু করে ৷ ফাইনালের দিন সকালে স্টেডিয়ামের সবচেয়ে খারাপ আসনটির দাম ধার্য হয়েছে এই 10 হাজার মার্কিন ডলারেরও বেশি ৷ স্টেডিয়ামের সব সিটের টিকিট এই মূল্যে বিক্রি হলে উঠবে 1200 কোটি টাকারও বেশি। উইম্বলডনের সেন্টার কোর্টের ধারণ ক্ষমতা 14 হাজার 979 জন । হাউসফুল তো হয়েছেই, কোর্টের বাইরেও ভিড় সামলাতে অতিরিক্ত নিরাপত্তা রাখা হয়েছে।

গতবার আলকারাজের কাছেই খেতাব হাতছাড়া হয়েছিল জকোভিচের ৷ এবার তাঁর কাছে বদলার লড়াই ৷ পাশাপাশি ঘাসের কোর্টে আরও একবার ইতিহাস গড়ার হাতছানি ৷ অন্যদিকে, স্প্যানিশের তরুণ তুর্কি আলকারাজও চাইবেন তাঁর উইম্বলডন খেতাব ফের একবার ঘরে নিয়ে যেতে ৷

লন্ডন, 14 জুলাই: আর মাত্র কিছুক্ষণ ৷ অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে মুখোমুখি হতে চলেছেন কার্লোস আলকারাজ বনাম নোভাক জকোভিচ। ভারতীয় সময় সন্ধে সাড়ে ছ'টা নাগাদ উইম্বলডন ফাইনালে মুখোমুখি হচ্ছেন দুই মহারথী ৷ তবে দুই ফাইনালিস্টের কোনও রেকর্ডের আগেই তৈরি হল ইতিহাস তৈরি হল উইম্বলডন ফাইনাল ঘিরে ৷ ক্রীড়া ইতিহাসে এযাবৎ সবচেয়ে বেশি দামে বিক্রি হল উইম্বলডন ফাইনালের টিকিট। ম্যাচের একটি টিকিটের দাম ধার্য করা হয়েছে 10 হাজার মার্কিন ডলারের থেকে বেশি। ভারতীয় মুদ্রায় যার দাম 8 লাখ 35 হাজার টাকা ৷

আমেরিকার ধারাভাষ্যকার ড্যারেন রোভেল চোখ ধাঁধানো পরিসংখ্যান দিয়ে পরিস্থিতি তুলে ধরেন। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, "জকোভিচ-আলকারাজ উইম্বলডন ফাইনাল, খেলার ইতিহাসে সবচেয়ে দামী ৷ রবিবারের ম্যাচের জন্য সবচেয়ে খারাপ আসনের দাম 10 হাজার মার্কিন ডলারের থেকেও বেশি।"

এই নিয়ে পরপর দু'বার জকোভিচ এবং আলকারাজ উইম্বলডন ফাইনালে ওঠার পর থেকে টিকিটের দাম বাড়তে শুরু করে ৷ ফাইনালের দিন সকালে স্টেডিয়ামের সবচেয়ে খারাপ আসনটির দাম ধার্য হয়েছে এই 10 হাজার মার্কিন ডলারেরও বেশি ৷ স্টেডিয়ামের সব সিটের টিকিট এই মূল্যে বিক্রি হলে উঠবে 1200 কোটি টাকারও বেশি। উইম্বলডনের সেন্টার কোর্টের ধারণ ক্ষমতা 14 হাজার 979 জন । হাউসফুল তো হয়েছেই, কোর্টের বাইরেও ভিড় সামলাতে অতিরিক্ত নিরাপত্তা রাখা হয়েছে।

গতবার আলকারাজের কাছেই খেতাব হাতছাড়া হয়েছিল জকোভিচের ৷ এবার তাঁর কাছে বদলার লড়াই ৷ পাশাপাশি ঘাসের কোর্টে আরও একবার ইতিহাস গড়ার হাতছানি ৷ অন্যদিকে, স্প্যানিশের তরুণ তুর্কি আলকারাজও চাইবেন তাঁর উইম্বলডন খেতাব ফের একবার ঘরে নিয়ে যেতে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.