কলকাতা, 16 অগস্ট: আজ থেকে ডুরান্ডে ডার্বির অফলাইন টিকিট দেওয়া শুরু হচ্ছে ৷ ডুরান্ড কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল ক্লাব থেকে ডার্বির টিকিট বিক্রি হবে ৷ সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আগে আসার ভিত্তিতে টিকিট কিনতে পারবেন সমর্থকরা ৷ ডুরান্ডে ডার্বির টিকিটের চাহিদা তুঙ্গে ৷ 48 ঘণ্টা পর ডার্বি ৷ এই অবস্থায় টিকিটের লম্বা লাইন ফুটবলপ্রেমী দিবসের প্রথম ঘণ্টা থেকে পড়তে শুরু করেছে ময়দানে ৷
ডুরান্ড কাপে হোসে মলিনার অধীনে দুর্দান্ত ছন্দে রয়েছে সবুজ-মেরুন। শেষ ম্যাচে ভারতীয় বায়ুসেনাকে 6-0 গোলে হারিয়ে ডার্বির আগে আত্মবিশ্বাসে ভরপুর মোহনবাগান ৷ পয়েন্ট তালিকায় দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান এবং ইস্টবেঙ্গল উভয়েই রয়েছে 6 নম্বরে ৷ কিন্তু গোলপার্থক্যের বিচারে শীর্ষে রয়েছেন জেসন কামিংসরা ৷ মোহনবাগানের যেখানে (+7), ইস্টবেঙ্গলের সেখানে (+4)। ফলে রবিবার ডার্বির জয়ী দলই গ্রুপ শীর্ষে থেকে পরের পর্বে যাবে ৷
বায়ুসেনার বিরুদ্ধে জোড়া গোলের পরে ডার্বিতে জ্বলে ওঠার কথা বলেছিলেন জেসন কামিংস। তবে ডার্বিতে সবুজ-মেরুন জনতার আগ্রহ দুই অজ়ি বিশ্বকাপার দিমিত্রি পেত্রাতস এবং জেমি ম্যাকলারেনকে নিয়ে। দু’জনের কেউই এখনও ম্যাচে নামেননি ৷ ফলে দু’জনকে ঘিরে প্রত্যাশার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। দিমিত্রি পুরোদমে অনুশীলন করলেও মলিনাকে চিন্তায় ফেলে দিয়েছে ম্যাকলারেনের ঘাড়ের চোট। ঝুঁকি না-নিয়ে চিকিৎসার জন্য মঙ্গলবার সকালেই মুম্বই উড়ে গিয়েছিলেন অস্ট্রেলীয় লিগের সর্বোচ্চ গোলদাতা। অবশ্য সেদিনই রাতে ফিরে আসেন। কলকাতায় ফিরে এলেও প্র্যাকটিসে বল পায়ে দেওয়ার বদলে ফিজিওর তত্ত্বাবধানে সময় কাটান ম্যাকলারেন। অনিশ্চয়তার বড় প্রশ্ন থাকলেও তাঁকে সামনে রেখেই সম্ভবত ডার্বির ছক কষছেন মলিনা।
বৃহস্পতিবার মোহনবাগানের অনুশীলন থাকলেও জেমি ম্যাকলারেন হোটেলেই রি-হ্যাবে থাকবেন ৷ স্বাধীনতা দিবসের দিনে তিনি মাঠে ফিরলেও বল পায়ে দেখা যায়নি। এ দিন মাঠের পাশেই তিনি রি-হ্যাব সারেন এবং সাইক্লিং করেন ৷ গোলরক্ষক ধীরজ সিংহের ফিট হতে আরও কিছু দিন সময় লাগবে বলে জানানো হয়েছে ৷ মোলিনা জানান, তাঁদের প্রস্তুতি সবে শুরু হয়েছে ৷ এই অবস্থায় যাঁদের খেলার মত জায়গায় পাবেন, তাঁদেরই খেলাবেন। স্বাধীনতা দিবসের দিন অন্য সবাই যখন আনন্দে ব্যস্ত, তখন প্র্যাকটিসে সারেন মোহনবাগান ফুটবলারা ৷ পুরো মাঠ জুড়েই অনুশীলন সারেন। সিচুয়েশন প্র্যাকটিস এবং ফ্রি-কিকের উপরেও জোর দেন কোন মলিনা ৷
ইস্টবেঙ্গলের আক্রমণে রয়েছেন ক্লেটন সিলভা, দিমিত্রিয়স দিয়ামানতাকোস এবং ডেভিড লালহানসাঙ্গা ৷ মাঝমাঠেই রক্ষণের বাঁধন দিতে হবে। ফলে রক্ষণকে গোছানোর কাজও বড় পরীক্ষা মলিনার। প্রতিপক্ষ ইস্টবেঙ্গলের মত রক্ষণ নিয়ে তিনি চিন্তিত। বায়ুসেনার বিরুদ্ধে টম আলড্রেড এবং আলবার্তো রদ্রিগেস দু’জন নবাগত বিদেশিকেই পরখ করে নিয়েছিলেন। ফলে ডার্বিতেও রক্ষণে দুই বিদেশি খেললে অবাক হওয়ার কিছু নেই ৷