ETV Bharat / sports

বিমানে জল খাওয়ার পরই অসুস্থ ভারতীয় দলে খেলা ক্রিকেটার, হাসপাতালে ভরতি

Mayank Agarwal admitted to hospital: নয়াদিল্লিগামী বিমানে উঠে বোতল থেকে জল খাওয়ার পরেই অসুস্থ বোধ করেন ময়াঙ্ক । মুখ এবং গলায় অস্বস্তির কথা জানান কর্ণাটক অধিনায়ক ।

Etv Bharat
Etv Bharat
author img

By PTI

Published : Jan 31, 2024, 6:19 AM IST

Updated : Jan 31, 2024, 10:22 AM IST

আগরতলা, 31 জানুয়ারি: দলকে গুরুত্বপূর্ণ ম্যাচ জিতিয়ে ফিরছিলেন। সুরাতে পরবর্তী ম্যাচে রেলওয়েজের বিরুদ্ধে নামবে কর্ণাটক । সেখানেই যাচ্ছিল দল । কিন্তু বিমানে জল খাওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন ময়াঙ্ক আগরওয়াল । তড়িঘড়ি তাঁকে আগরতলার হাসপাতালে ভরতি করা হয় ৷

কর্ণাটক দল সূত্রে খবর, নয়াদিল্লিগামী বিমানে উঠে বোতল থেকে জল খাওয়ার পরেই অসুস্থ বোধ করেন ময়াঙ্ক । মুখ ও গলায় জ্বালা করে বলে জানান কর্ণাটক অধিনায়ক। বিমান থেকে নামিয়ে তড়িঘড়ি আগরতলার এক বেসরকারি হাসপাতালে আইসিইউ-তে ভরতি করা হয় ভারতীয় দলে খেলা এই ক্রিকেটারকে ৷

কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে । তাতে বলা হয়েছে, একটি বোতল থেকে তরল পান করার পরেই তিনি অসুস্থ হয়ে পড়েন । জল ভেবেই সেটি তিনি পান করেছিলেন এবং ইন্ডিগো এয়ারলাইন্স ওই বোতলটি তাঁর আসনে রেখেছিল । পশ্চিম ত্রিপুরার এসপি কিরণ কুমার বলেন, "ময়াঙ্ক আগরওয়াল একজন আন্তর্জাতিক খেলোয়াড় । এখন তাঁর অবস্থা স্থিতিশীল । তাঁর ম্যানেজার বিষয়টি তদন্ত করার জন্য এনসিসিপিএস (নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায়) একটি অভিযোগ দায়ের করেছেন ।"

ভারতের হয়ে 21টি টেস্ট খেলা ময়াঙ্ক ত্রিপুরার বিরুদ্ধে 29 রানে জয়ের ম্যাচে নেতৃত্ব দিয়েছেন দলকে । তারপরে দিল্লি হয়ে সুরাতে ফিরছিল কর্ণাটক রঞ্জি দল । কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্তা জানিয়েছেন, ময়াঙ্ক আপাতত বিপদের বাইরে। বর্তমানে আগরতলার একটি হাসপাতালে পর্যবেক্ষণে রয়েছেন তিনি । ডাক্তারদের কাছ থেকে আপডেট পাওয়ার পর আমরা ওকে বেঙ্গালুরুতে ফিরিয়ে নিয়ে যাব । আশা করছি, আজ রাতেই ওকে ছেড়ে দেওয়া হবে । যদিও সুরাতে রেলওয়ের বিরুদ্ধে পরবর্তী ম্যাচে খেলবেন না টিম ইন্ডিয়ার হয়ে খেলা এই ব্যাটার।

আরও পড়ুন:

  1. বিরাটহীন দ্বিতীয় টেস্টের দলে নেই আরও দুই তারকা ক্রিকেটার, বিপাকে রোহিতরা
  2. ইংল্যান্ডের কাছে প্রথম টেস্টে লজ্জাজনক হার, পয়েন্ট তালিকায় পাঁচে নামল ভারত
  3. গাব্বায় ক্যালিপসোর কামাল, 27 বছর পর ডেরায় ঢুকে অজি 'বধ' ওয়েস্ট ইন্ডিজের

আগরতলা, 31 জানুয়ারি: দলকে গুরুত্বপূর্ণ ম্যাচ জিতিয়ে ফিরছিলেন। সুরাতে পরবর্তী ম্যাচে রেলওয়েজের বিরুদ্ধে নামবে কর্ণাটক । সেখানেই যাচ্ছিল দল । কিন্তু বিমানে জল খাওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন ময়াঙ্ক আগরওয়াল । তড়িঘড়ি তাঁকে আগরতলার হাসপাতালে ভরতি করা হয় ৷

কর্ণাটক দল সূত্রে খবর, নয়াদিল্লিগামী বিমানে উঠে বোতল থেকে জল খাওয়ার পরেই অসুস্থ বোধ করেন ময়াঙ্ক । মুখ ও গলায় জ্বালা করে বলে জানান কর্ণাটক অধিনায়ক। বিমান থেকে নামিয়ে তড়িঘড়ি আগরতলার এক বেসরকারি হাসপাতালে আইসিইউ-তে ভরতি করা হয় ভারতীয় দলে খেলা এই ক্রিকেটারকে ৷

কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে । তাতে বলা হয়েছে, একটি বোতল থেকে তরল পান করার পরেই তিনি অসুস্থ হয়ে পড়েন । জল ভেবেই সেটি তিনি পান করেছিলেন এবং ইন্ডিগো এয়ারলাইন্স ওই বোতলটি তাঁর আসনে রেখেছিল । পশ্চিম ত্রিপুরার এসপি কিরণ কুমার বলেন, "ময়াঙ্ক আগরওয়াল একজন আন্তর্জাতিক খেলোয়াড় । এখন তাঁর অবস্থা স্থিতিশীল । তাঁর ম্যানেজার বিষয়টি তদন্ত করার জন্য এনসিসিপিএস (নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায়) একটি অভিযোগ দায়ের করেছেন ।"

ভারতের হয়ে 21টি টেস্ট খেলা ময়াঙ্ক ত্রিপুরার বিরুদ্ধে 29 রানে জয়ের ম্যাচে নেতৃত্ব দিয়েছেন দলকে । তারপরে দিল্লি হয়ে সুরাতে ফিরছিল কর্ণাটক রঞ্জি দল । কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্তা জানিয়েছেন, ময়াঙ্ক আপাতত বিপদের বাইরে। বর্তমানে আগরতলার একটি হাসপাতালে পর্যবেক্ষণে রয়েছেন তিনি । ডাক্তারদের কাছ থেকে আপডেট পাওয়ার পর আমরা ওকে বেঙ্গালুরুতে ফিরিয়ে নিয়ে যাব । আশা করছি, আজ রাতেই ওকে ছেড়ে দেওয়া হবে । যদিও সুরাতে রেলওয়ের বিরুদ্ধে পরবর্তী ম্যাচে খেলবেন না টিম ইন্ডিয়ার হয়ে খেলা এই ব্যাটার।

আরও পড়ুন:

  1. বিরাটহীন দ্বিতীয় টেস্টের দলে নেই আরও দুই তারকা ক্রিকেটার, বিপাকে রোহিতরা
  2. ইংল্যান্ডের কাছে প্রথম টেস্টে লজ্জাজনক হার, পয়েন্ট তালিকায় পাঁচে নামল ভারত
  3. গাব্বায় ক্যালিপসোর কামাল, 27 বছর পর ডেরায় ঢুকে অজি 'বধ' ওয়েস্ট ইন্ডিজের
Last Updated : Jan 31, 2024, 10:22 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.