ETV Bharat / sports

টোকিয়োর কালো অধ্যায় ভুলে অলিম্পিক্স ফাইনালে মনু, পদকের গন্ধ শুটিংয়ে - PARIS OLYMPICS 2024

author img

By ETV Bharat Sports Team

Published : Jul 27, 2024, 6:22 PM IST

Updated : Jul 27, 2024, 6:34 PM IST

Manu Bhaker Qualifies For Finals: টোকিয়োয় পিস্তলকাণ্ডের কালো স্মৃতি সরিয়ে প্যারিসে প্রথম আউটিংয়ে পদক সম্ভাবনা উসকে দিলেন মনু ভাকের ৷ 10 মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত ইভেন্টের যোগ্যতা অর্জন পর্বে তৃতীয়স্থানে শেষ করে ফাইনালে জায়গা করে নিলেন তিনি ৷ আগামিকাল পদকের লক্ষ্যে নামবেন তিনি ৷

Manu Bhaker
মনু ভাকের (এপি)

প্যারিস, 27 জুলাই: ঠিক তিনবছর আগে এমনই এক ইভেন্টে পিস্তল খারাপ হয়ে যোগ্যতা অর্জনের মাঝপথে বেরিয়ে যেতে হয়েছিল তাঁকে ৷ টোকিয়োয় বাকি দু'টো ইভেন্টেও হতাশ করেছিলেন ঝজ্জরের মেয়ে ৷ প্যারিসে পদক জিতে কি 22 বছর বয়সি শুটার টোকিয়োর কালো অধ্যায় ভুলিয়ে দিতে পারবেন মনু ভাকের ? সে জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েকঘণ্টা ৷ তবে ফ্রান্সের রাজধানীতে অলিম্পিক্সের প্রথম আউটিংয়ে পদক সম্ভাবনা উসকে দিলেন মনু ভাকের ৷ 10 মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত ইভেন্টের যোগ্যতা অর্জন পর্বে তৃতীয়স্থানে শেষ করে ফাইনালে জায়গা করে নিলেন তিনি ৷

10 মিটার এয়ার রাইফেলসের মিক্সড ইভেন্ট এবং পরবর্তী পুরুষদের 10 মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত ইভেন্টে ভারতীয় শুটাররা হতাশ করার পর নজর ছিল মনু ভাকেরের দিকে ৷ হতাশ করলেন না তিনি ৷ তবে মনুর সঙ্গে একই ইভেন্টে অংশ নিয়েছিলেন রিদম সাঙ্গুয়ান ৷ 15 তম স্থানে শেষ করে যদিও হতাশ করলেন তিনি ৷ অন্যদিকে যোগ্যতা পর্বে 580 পয়েন্ট স্কোর করে ফাইনালে পৌঁছলেন মনু ৷

ইতিহাস গড়লেন মনু:

প্যারিসে 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে পৌঁছে নজিরও গড়ে ফেললেন মনু ভাকের ৷ 20 বছর পর প্রথম মহিলা শুটার হিসেবে (ব্যক্তিগত ইভেন্ট) অলিম্পিক্সের ফাইনালে পৌঁছলেন তিনি ৷ এর আগে 2004 এথেন্স অলিম্পিক্সে 10 মিটার এয়ার রাইফেলের ফাইনালে পৌঁছেছিলেন সুমা শিরুর ৷ যদিও পদক হাতছাড়া হয়েছিল তাঁর ৷

যোগ্যতা অর্জনের ছ'টি সিরিজে এদিন ভারতীয় শুটারের সংগৃহীত স্কোর যথাক্রমে 97, 97, 98, 96, 96, 96 ৷ কোয়ালিফিকেশনে সর্বাধিক 27টি বুলস আই-ও এসেছে মনুর পিস্তল থেকে ৷ প্রথম তিনটি সিরিজের পর দ্বিতীয়স্থানে ছিলেন বিশ্বচ্যাম্পিয়নশিপ, কমনওয়েলথে সোনাজয়ী শুটার ৷ শেষ তিনটি সিরিজেও ছন্দ ধরে রেখে শেষমেশ তৃতীয়স্থানে থামেন মনু ৷ রবিবার ভারতীয় সময় বিকেল 3টে 30 মিনিটে পদকজয়ের লক্ষ্যে নামবেন তিনি ৷

প্যারিস, 27 জুলাই: ঠিক তিনবছর আগে এমনই এক ইভেন্টে পিস্তল খারাপ হয়ে যোগ্যতা অর্জনের মাঝপথে বেরিয়ে যেতে হয়েছিল তাঁকে ৷ টোকিয়োয় বাকি দু'টো ইভেন্টেও হতাশ করেছিলেন ঝজ্জরের মেয়ে ৷ প্যারিসে পদক জিতে কি 22 বছর বয়সি শুটার টোকিয়োর কালো অধ্যায় ভুলিয়ে দিতে পারবেন মনু ভাকের ? সে জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েকঘণ্টা ৷ তবে ফ্রান্সের রাজধানীতে অলিম্পিক্সের প্রথম আউটিংয়ে পদক সম্ভাবনা উসকে দিলেন মনু ভাকের ৷ 10 মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত ইভেন্টের যোগ্যতা অর্জন পর্বে তৃতীয়স্থানে শেষ করে ফাইনালে জায়গা করে নিলেন তিনি ৷

10 মিটার এয়ার রাইফেলসের মিক্সড ইভেন্ট এবং পরবর্তী পুরুষদের 10 মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত ইভেন্টে ভারতীয় শুটাররা হতাশ করার পর নজর ছিল মনু ভাকেরের দিকে ৷ হতাশ করলেন না তিনি ৷ তবে মনুর সঙ্গে একই ইভেন্টে অংশ নিয়েছিলেন রিদম সাঙ্গুয়ান ৷ 15 তম স্থানে শেষ করে যদিও হতাশ করলেন তিনি ৷ অন্যদিকে যোগ্যতা পর্বে 580 পয়েন্ট স্কোর করে ফাইনালে পৌঁছলেন মনু ৷

ইতিহাস গড়লেন মনু:

প্যারিসে 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে পৌঁছে নজিরও গড়ে ফেললেন মনু ভাকের ৷ 20 বছর পর প্রথম মহিলা শুটার হিসেবে (ব্যক্তিগত ইভেন্ট) অলিম্পিক্সের ফাইনালে পৌঁছলেন তিনি ৷ এর আগে 2004 এথেন্স অলিম্পিক্সে 10 মিটার এয়ার রাইফেলের ফাইনালে পৌঁছেছিলেন সুমা শিরুর ৷ যদিও পদক হাতছাড়া হয়েছিল তাঁর ৷

যোগ্যতা অর্জনের ছ'টি সিরিজে এদিন ভারতীয় শুটারের সংগৃহীত স্কোর যথাক্রমে 97, 97, 98, 96, 96, 96 ৷ কোয়ালিফিকেশনে সর্বাধিক 27টি বুলস আই-ও এসেছে মনুর পিস্তল থেকে ৷ প্রথম তিনটি সিরিজের পর দ্বিতীয়স্থানে ছিলেন বিশ্বচ্যাম্পিয়নশিপ, কমনওয়েলথে সোনাজয়ী শুটার ৷ শেষ তিনটি সিরিজেও ছন্দ ধরে রেখে শেষমেশ তৃতীয়স্থানে থামেন মনু ৷ রবিবার ভারতীয় সময় বিকেল 3টে 30 মিনিটে পদকজয়ের লক্ষ্যে নামবেন তিনি ৷

Last Updated : Jul 27, 2024, 6:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.