ETV Bharat / sports

123 নম্বর বিশ্ব ব়্যাংকিংয়ের কাছে হেরে পারিবাস ওপেন থেকে বিদায় নোভাকের - Novak Djokovic Loses to Luca Nardi

Novak Djokovic Loses to Luca Nardi in BNP Paribas Open: বিএনবি পারিবাস ওপেনের তৃতীয় রাউন্ডে হেরে বিদায় নিলেন টুর্নামেন্ট ও বিশ্বের একনম্বর টেনিস খেলোয়াড় নোভাক জকোভিচ ৷ ইতালির লুকা নারদির কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেন নোভাক ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 12, 2024, 9:28 PM IST

নয়াদিল্লি, 12 মার্চ: মার্কিন যুক্তরাষ্ট্রের পারিবাস ওপেনের তৃতীয় রাউন্ডে হার সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচের ৷ টুর্নামেন্টের একনম্বর বাছাই নোভাক বিশ্ব ব়্যাংকিংয়ে থাকা 123 নম্বর টেনিস খেলোয়াড়ের কাছে হেরেছেন ৷ তবে, নোভাকের হারের থেকেও বেশি এই ম্যাচে প্রভাবিত করেছেন ইতালিয়ান তরুণ লুকা নারদি ৷ যিনি বিশ্বের এক নম্বর টেনিস তারকাকে 6-4, 3-6, 6-3 সেটে হারিয়েছেন ৷

অবিশ্বাস্য এই পারফর্ম্যান্সের পর তাই কুড়ি বছরের ইতালিয়ান টেনিস খেলোয়াড় নিজেও তা বিশ্বাস করতে পারছিলেন না ৷ তাই ম্যাচ শেষে কোর্টের মধ্যেই ব়্যাকেট ফেলে মুখ ঢেকে বসে পড়েন তিনি ৷ তবে, বড় খেলোয়াড় হওয়ার প্রমাণ এদিন নোভাক দিয়েছেন ৷ ম্যাচ শেষে শুধু প্রতিপক্ষ তরুণের সঙ্গে হাত মেলালেন না ৷ তাঁর অসামান্য পারফর্ম্যান্সের জন্য ভূয়সী প্রশংসাও করেছেন নোভাক জকোভিচ ৷ ম্যাচ শেষে নারদি বলেন, "এটা একপ্রকার চমৎকার হল ৷ আমি একটা 20 বছরের ছেলে ৷ বিশ্ব ব়্যাংকিংয়ে একশোর নিচে ৷ আর আমি কিনা নোভাককে হারিয়েছি ৷ ক্রেজি, টোটাল ক্রেজি !"

টেনিস যেদিন থেকে বুঝতে ও খেলতে শিখেছেন, সেদিন থেকে নোভাক জকোভিজের ভক্ত ইতালির লুকা নারদি ৷ আর আজ নিজের আদর্শকে হারিয়ে নারদি যেন অন্য জগতে চলে গিয়েছেন ৷ ম্যাচের এই অবিশ্বাস্য ফল তিনি নিজেও বিশ্বাস করতে পারছেন না ৷ উল্লেখ্য, এদিন শুরু থেকে ম্যাচে দাপট দেখাতে শুরু করেন নারদি ৷ হার্ড হিট করে ম্যাচের টন সেট করে দিয়েছিলেন ইতালিয়ান খেলোয়াড় ৷ পুরো ম্যাচ জুড়ে লুকা নারদি তাঁর হার্ড-হিটিংয়ে নোভাক জকোভিচকে নাজেহাল করে দেন ৷

তবে, পুরো ম্যাচে একটি বিতর্কিত মুহূর্ত আসে ৷ যখন নোভাকের একটি শটে 'ইন' কল দেয় আম্পায়ার ৷ যেখানে বলটি নেট ছুঁয়ে তাঁর কাছে গিয়েছিল ৷ তাই খুব সাধারণভাবে বলটিকে নোভাকের দিকে ঠেলে দেন নারদি ৷ যা নিয়ে আম্পায়ারের কাছে অভিযোগ জানান নোভাক জকোভিচ ৷ তবে, বিশ্বের এক নম্বরকে হারিয়ে দিনের শেষে নায়ক ইতালির লুকা নারদি ৷

আরও পড়ুন:

  1. ফিট ঋষভকে আইপিএল খেলার ছাড়পত্র বোর্ডের, শামির পর ছিটকে গেলেন প্রসিদ্ধও
  2. ইডেনে নাইটদের ম্যাচের টিকিটের কত দাম, জেনে নিন
  3. যুবভারতীতে ভারত-কুয়েত দ্বৈরথ, স্টিম্যাচের ‘অনুরোধে’ রাজি কল্যাণ

নয়াদিল্লি, 12 মার্চ: মার্কিন যুক্তরাষ্ট্রের পারিবাস ওপেনের তৃতীয় রাউন্ডে হার সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচের ৷ টুর্নামেন্টের একনম্বর বাছাই নোভাক বিশ্ব ব়্যাংকিংয়ে থাকা 123 নম্বর টেনিস খেলোয়াড়ের কাছে হেরেছেন ৷ তবে, নোভাকের হারের থেকেও বেশি এই ম্যাচে প্রভাবিত করেছেন ইতালিয়ান তরুণ লুকা নারদি ৷ যিনি বিশ্বের এক নম্বর টেনিস তারকাকে 6-4, 3-6, 6-3 সেটে হারিয়েছেন ৷

অবিশ্বাস্য এই পারফর্ম্যান্সের পর তাই কুড়ি বছরের ইতালিয়ান টেনিস খেলোয়াড় নিজেও তা বিশ্বাস করতে পারছিলেন না ৷ তাই ম্যাচ শেষে কোর্টের মধ্যেই ব়্যাকেট ফেলে মুখ ঢেকে বসে পড়েন তিনি ৷ তবে, বড় খেলোয়াড় হওয়ার প্রমাণ এদিন নোভাক দিয়েছেন ৷ ম্যাচ শেষে শুধু প্রতিপক্ষ তরুণের সঙ্গে হাত মেলালেন না ৷ তাঁর অসামান্য পারফর্ম্যান্সের জন্য ভূয়সী প্রশংসাও করেছেন নোভাক জকোভিচ ৷ ম্যাচ শেষে নারদি বলেন, "এটা একপ্রকার চমৎকার হল ৷ আমি একটা 20 বছরের ছেলে ৷ বিশ্ব ব়্যাংকিংয়ে একশোর নিচে ৷ আর আমি কিনা নোভাককে হারিয়েছি ৷ ক্রেজি, টোটাল ক্রেজি !"

টেনিস যেদিন থেকে বুঝতে ও খেলতে শিখেছেন, সেদিন থেকে নোভাক জকোভিজের ভক্ত ইতালির লুকা নারদি ৷ আর আজ নিজের আদর্শকে হারিয়ে নারদি যেন অন্য জগতে চলে গিয়েছেন ৷ ম্যাচের এই অবিশ্বাস্য ফল তিনি নিজেও বিশ্বাস করতে পারছেন না ৷ উল্লেখ্য, এদিন শুরু থেকে ম্যাচে দাপট দেখাতে শুরু করেন নারদি ৷ হার্ড হিট করে ম্যাচের টন সেট করে দিয়েছিলেন ইতালিয়ান খেলোয়াড় ৷ পুরো ম্যাচ জুড়ে লুকা নারদি তাঁর হার্ড-হিটিংয়ে নোভাক জকোভিচকে নাজেহাল করে দেন ৷

তবে, পুরো ম্যাচে একটি বিতর্কিত মুহূর্ত আসে ৷ যখন নোভাকের একটি শটে 'ইন' কল দেয় আম্পায়ার ৷ যেখানে বলটি নেট ছুঁয়ে তাঁর কাছে গিয়েছিল ৷ তাই খুব সাধারণভাবে বলটিকে নোভাকের দিকে ঠেলে দেন নারদি ৷ যা নিয়ে আম্পায়ারের কাছে অভিযোগ জানান নোভাক জকোভিচ ৷ তবে, বিশ্বের এক নম্বরকে হারিয়ে দিনের শেষে নায়ক ইতালির লুকা নারদি ৷

আরও পড়ুন:

  1. ফিট ঋষভকে আইপিএল খেলার ছাড়পত্র বোর্ডের, শামির পর ছিটকে গেলেন প্রসিদ্ধও
  2. ইডেনে নাইটদের ম্যাচের টিকিটের কত দাম, জেনে নিন
  3. যুবভারতীতে ভারত-কুয়েত দ্বৈরথ, স্টিম্যাচের ‘অনুরোধে’ রাজি কল্যাণ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.