কলকাতা, 13 এপ্রিল: শাহরুখ খান পয়লা বৈশাখের দিন বিকেলে ইডেনে উপস্থিত থাকবেন কি না তা নিয়ে জল্পনা চলছে। কেকেআরের সঙ্গে যুক্ত একটি সূত্র বলছে কিং খান রবিবার আসবেন। আরেকটি সূত্র বলছে, বাদশার ইডেনে উপস্থিত থাকার বিষয়টি চূড়ান্ত নয়। বাংলা ক্যালেন্ডারের প্রথম দিন ম্যাচ। তাই আয়োজনে কোনও ত্রুটি রাখতে রাজি নয় কেকেআর। মাঠজুড়ে বাদশার সাম্প্রতিক মেগা হিট ছবির দু'টো গান বাজছে। যা কলকাতা এবং লখনউ ম্যাচের প্রিলিউড বলা যায়। এদিকে, লখনউ সুপার জায়ান্টস মোহনবাগান সুপার জায়ান্টের জার্সির রঙে নিজেদের রাঙিয়ে নামবে ইডেনে।
বাংলা ক্যালেন্ডারের নতুন বছরকে বাঙালিয়ানায় বরণ করতে চেষ্টার কসুর নেই নাইট শিবিরে। বাঙালি পোশাকে এবং বাঙালি ভোজের ব্যবস্থা। যাতে যোগ দিলেন হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। ড্রেসিংরুমে শনিবার রমনদীপ সিংয়ের জন্মদিন পালন করল নাইটরা। এদিকে লখনউ সুপার জায়ান্টস শহরে পা-দিলেও ইডেনমুখী হয়নি। দিল্লি ক্যাপিট্যালসের কাছে পরাজিত হয়ে লখনউ কলকাতায় খেলতে আসছে। মোহনবাগান সুপার জায়ান্ট সমর্থকদের ইডেনে পাওয়ার জন্য রবিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে সবুজ-মেরুন জার্সি পরে মাঠে নামবে।
মোহনবাগান সুপার জায়ান্টসকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত নিয়েছে লখনউ দল। গত মরশুমেও কেকেআর-এর বিরুদ্ধে ম্যাচে সবুজ-মেরুন জার্সি পরেই মাঠে নেমেছিল লখনউ। এবারেও দেখা যাবে এই দৃশ্য। সোমবারই লিগ শিল্ড জেতার লক্ষ্য নিয়ে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে খেলতে নামছে মোহনবাগান। তার একদিন আগে এমন সিদ্ধান্ত নেওয়ায় মোহনবাগান সমর্থকরা বেশ খুশি। আগে শোনা গিয়েছিল, মোহনবাগানের ম্যাচে নাকি কেএল রাহুলরা আসতে পারেন। গত মরশুমে মোহনবাগান আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পরে সেই দলকে সম্মান জানতে প্রথমবার সবুজ-মেরুন জার্সি পরে নেমেছিল লখনউ। সঞ্জীব গোয়েঙ্কার দল সেবার 1 রানে হারিয়ে দিয়েছিল কেকেআর-কে।
আরও পড়ুন: