ETV Bharat / sports

রাহুলের 'নবাবি' ইনিংস, এক ওভার বাকি থাকতে ধোনিদের হেলায় হারাল লখনউ - IPL 2024

IPL 2024: কাজে এল না মাহির 9 বলে 28 রানে ক্য়ামিয়ো ৷ রাহুলের ব্যাটে ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসকে 8 উইকেটে হারাল লখনউ লুপার জায়ান্টস ৷ চলতি টুর্নামেন্টে চতুর্থ ম্যাচ জিতে পাঁচে তারা ৷

IPL 2024
রাহুলের ব্যাটে পারল চেন্নাই
author img

By PTI

Published : Apr 20, 2024, 7:24 AM IST

লখনউ, 20 এপ্রিল: দু'বছর আগে এই দু'য়ের অবিভক্ত 210 রানের ওপেনিং জুটি আজও রেকর্ড আইপিএলের ইতিহাসে ৷ শুক্রবার সন্ধেয় একানা স্টেডিয়ামে ফিরল দু'বছর আগের সেই স্মৃতি ৷ অধিনায়ক কেএল রাহুল এবং কুইন্টন ডি'ককের 134 রানের ওপেনিং জুটিতে ভর করে চেন্নাই সুপার কিংসকে 8 উইকেটে হারাল লখনউ ৷ ওপেনারদ্বয়ের ব্যাটিং বিক্রমে এক ওভার বাকি থাকতেই 177 রানের লক্ষ্যমাত্রা হাসিল করে নিল এলএসজি ৷ জলে গেল রবীন্দ্র জাদেজার অর্ধশতরান কিংবা ধোনির ক্যামিয়ো ইনিংস ৷

ঘরের মাঠে টস জিতে এদিন সুপার কিংসকে প্রথমে ব্যাট করতে পাঠান রাহুল ৷ 90 রানে পাঁচ উইকেট হারিয়ে একসময় বেকায়দায় পড়ে যাওয়া রুতুরাজের দল ফিরে আসে জাড্ডুর ব্যাটে ভর করে ৷ ষষ্ঠ উইকেটে মইন আলিকে সঙ্গে নিয়ে সৌরাষ্ট্র ক্রিকেটারের 51 রানের জুটিতে চ্যালেঞ্জিং পুঁজি জোগাড় করে ইয়েলো ব্রিগেড ৷ আলি 20 বলে 30 করে ফিরলেও অর্ধশতরান পূর্ণ করেন জাদেজা ৷ 5টি চার, একটি ছয়ে 40 বলে 57 রানে অপরাজিত থাকেন তিনি ৷

শেষদিকে নেমে ধোনির 9 বলে 28 রানের ঝোড়ো ইনিংস 20 ওভারে 6 উইকেট হারিয়ে চেন্নাইকে পৌঁছে দেয় 176 রানে ৷ বল হাতে দুরন্ত ক্রুনাল পান্ডিয়া 3 ওভারে 16 রান দিয়ে দু'টি উইকেট নেন ৷ একটি করে উইকেট যায় মহসিন খান, যশ ঠাকুর, রবি বিষ্ণোই এবং মার্কাস স্টোইনিসের ঝুলিতে ৷

জবাবে চেন্নাই বোলারদের ম্যাচে ফেরার সুযোগই দেননি লখনউয়ের দুই ওপেনার ৷ 15 ওভারে ব্যক্তিগত 54 রানে ডি'কক যখন ফেরেন তখন অনেকটাই দেরি হয়ে গিয়েছে ৷ লখনউয়ের রান তখন 134 ৷ অষ্টাদশ ওভারের প্রথম বলে রাহুল 82 রানে ফিরলেও দলের জয় আটকায়নি ৷ 53 বলে লখনউ অধিনায়কের ইনিংস সাজানো ছিল 9টি চার, 3টি ছয়ে ৷ এরপর বাকি কাজটা সারেন পুরান এবং স্টোইনিস ৷ 7 বলে 8 রানে অপরাজিত থাকেন অজি অলরাউন্ডার ৷ অন্যদিকে 12 বলে 23 রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন ক্যারিবিয়ান ব্যাটার ৷ ম্যাচ উইনিং বাউন্ডারি আসে পুরানের ব্য়াট থেকেই ৷ 19 ওভারে 180 রান তুলে চলতি আইপিএলে চতুর্থ জয় নিজেদের নামে করে নেয় লখনউ ৷

আরও পড়ুন:

  1. শহরে কোহলি, স্পট বোলিং অনুশীলনে স্টার্ককে ছন্দে ফেরানোর চেষ্টায় নাইটরা
  2. জাড্ডুর কেরামতি, ধোনির হাড়ের জোর! লখনউকে ভদ্রস্থ রানের টার্গেট ইয়েলো ব্রিগেডের

লখনউ, 20 এপ্রিল: দু'বছর আগে এই দু'য়ের অবিভক্ত 210 রানের ওপেনিং জুটি আজও রেকর্ড আইপিএলের ইতিহাসে ৷ শুক্রবার সন্ধেয় একানা স্টেডিয়ামে ফিরল দু'বছর আগের সেই স্মৃতি ৷ অধিনায়ক কেএল রাহুল এবং কুইন্টন ডি'ককের 134 রানের ওপেনিং জুটিতে ভর করে চেন্নাই সুপার কিংসকে 8 উইকেটে হারাল লখনউ ৷ ওপেনারদ্বয়ের ব্যাটিং বিক্রমে এক ওভার বাকি থাকতেই 177 রানের লক্ষ্যমাত্রা হাসিল করে নিল এলএসজি ৷ জলে গেল রবীন্দ্র জাদেজার অর্ধশতরান কিংবা ধোনির ক্যামিয়ো ইনিংস ৷

ঘরের মাঠে টস জিতে এদিন সুপার কিংসকে প্রথমে ব্যাট করতে পাঠান রাহুল ৷ 90 রানে পাঁচ উইকেট হারিয়ে একসময় বেকায়দায় পড়ে যাওয়া রুতুরাজের দল ফিরে আসে জাড্ডুর ব্যাটে ভর করে ৷ ষষ্ঠ উইকেটে মইন আলিকে সঙ্গে নিয়ে সৌরাষ্ট্র ক্রিকেটারের 51 রানের জুটিতে চ্যালেঞ্জিং পুঁজি জোগাড় করে ইয়েলো ব্রিগেড ৷ আলি 20 বলে 30 করে ফিরলেও অর্ধশতরান পূর্ণ করেন জাদেজা ৷ 5টি চার, একটি ছয়ে 40 বলে 57 রানে অপরাজিত থাকেন তিনি ৷

শেষদিকে নেমে ধোনির 9 বলে 28 রানের ঝোড়ো ইনিংস 20 ওভারে 6 উইকেট হারিয়ে চেন্নাইকে পৌঁছে দেয় 176 রানে ৷ বল হাতে দুরন্ত ক্রুনাল পান্ডিয়া 3 ওভারে 16 রান দিয়ে দু'টি উইকেট নেন ৷ একটি করে উইকেট যায় মহসিন খান, যশ ঠাকুর, রবি বিষ্ণোই এবং মার্কাস স্টোইনিসের ঝুলিতে ৷

জবাবে চেন্নাই বোলারদের ম্যাচে ফেরার সুযোগই দেননি লখনউয়ের দুই ওপেনার ৷ 15 ওভারে ব্যক্তিগত 54 রানে ডি'কক যখন ফেরেন তখন অনেকটাই দেরি হয়ে গিয়েছে ৷ লখনউয়ের রান তখন 134 ৷ অষ্টাদশ ওভারের প্রথম বলে রাহুল 82 রানে ফিরলেও দলের জয় আটকায়নি ৷ 53 বলে লখনউ অধিনায়কের ইনিংস সাজানো ছিল 9টি চার, 3টি ছয়ে ৷ এরপর বাকি কাজটা সারেন পুরান এবং স্টোইনিস ৷ 7 বলে 8 রানে অপরাজিত থাকেন অজি অলরাউন্ডার ৷ অন্যদিকে 12 বলে 23 রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন ক্যারিবিয়ান ব্যাটার ৷ ম্যাচ উইনিং বাউন্ডারি আসে পুরানের ব্য়াট থেকেই ৷ 19 ওভারে 180 রান তুলে চলতি আইপিএলে চতুর্থ জয় নিজেদের নামে করে নেয় লখনউ ৷

আরও পড়ুন:

  1. শহরে কোহলি, স্পট বোলিং অনুশীলনে স্টার্ককে ছন্দে ফেরানোর চেষ্টায় নাইটরা
  2. জাড্ডুর কেরামতি, ধোনির হাড়ের জোর! লখনউকে ভদ্রস্থ রানের টার্গেট ইয়েলো ব্রিগেডের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.