ETV Bharat / sports

জোড়া গোলে প্রত্যাবর্তন, মেসি-ম্যাজিকে ইন্টার মিয়ামির দুরন্ত জয় - MESSI SCORES BRACE - MESSI SCORES BRACE

MESSI SCORES TWICE ON MLS RETURN: গোড়ালির চোটের জন্য দীর্ঘদিন ছিলেন মাঠের বাইরে ৷ তবে 1 জুনের পর মেজর লিগ সকারে লিও মেসি ফিরলেন মেজাজেই ৷ করলেন জোড়া গোল ৷

MESSI SCORES TWICE ON MLS RETURN
জোড়া গোলে প্রত্যাবর্তন মেসির (AP Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Sep 15, 2024, 12:37 PM IST

ফ্লোরিডা, 15 সেপ্টেম্বর: মাঠে ফিরলেন, গোল করলেন এবং দলকে ম্যাচ জেতালেন লিওনেল আন্দ্রেস মেসি ৷ কলম্বিয়ার বিরুদ্ধে কোপা আমেরিকা ফাইনালে গোড়ালি মচকে মাঠের বাইরে ছিলেন কয়েকমাস ৷ শনিবার প্রায় সাড়ে তিন মাস পর ক্লাবের জার্সিতে ফিরে জোড়া গোল করলেন আর্জেন্তাইন মহাতারকা ৷ লিওর উজ্জ্বল প্রত্যাবর্তনে ফিলাডেলফিয়া ইউনিয়নকে 3-1 গোলে হারাল ইন্টার মিয়ামি ৷

জোড়া গোলই শুধু নয়, অপর গোলটির ক্ষেত্রে অ্যাসিস্টও করেন লিও ৷ এদিন যদিও ম্যাচের দ্বিতীয় মিনিটে গোল করে এগিয়ে যায় ফিলাডেলফিয়া ইউনিয়ন ৷ 26 মিনিটে সেই গোল ফিরিয়ে দেন এলএম টেন ৷ সদ্য আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়া লুইস সুয়ারেজের পাস ধরে বিপক্ষের এক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের মধ্যে থেকে দুরন্ত প্লেসিংয়ে 1-1 করেন তিনি ৷ দ্বিতীয় গোল ঠিক চার মিনিট বাদে ৷

এবার বক্সের মধ্যে জর্ডি আলবার বাড়ানো বল ধরে আবারও মাটি ঘেঁষা শটে বিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করেন লিও ৷ 2-1 গোলে এগিয়ে থাকা ইন্টার মিয়ামির হয়ে প্রথমার্ধের সংযুক্তি সময় সুয়ারেজে গোল করলেও তা অফসাইডের জেরে বাতিল হয়ে যায় ৷ গোলশোধে মরিয়া ফিলাডেলফিয়া দ্বিতীয়ার্ধজুড়ে ইন্টার মিয়ামির রক্ষণে চাপ সৃষ্টি করে ৷ কিন্তু দ্বিতীয়বারের জন্য মেসির দলের রক্ষণ ভাঙতে পারেনি তারা ৷ উলটে সংযুক্তি সময়ে মেসি-সুয়ারেজ যুগলবন্দিতে তৃতীয় গোলটি পেয়ে যায় ইন্টার মিয়ামি ৷

98 মিনিটে (90+8) বক্সের মধ্যে বল ধরে তা সুয়ারেজের জন্য সাজিয়ে দেন এলএম ৷ যা থেকে গোল করতে ভুল করেননি উরুগুয়ে স্ট্রাইকার ৷ যদিও মেসিকে ছাড়াই মেজর লিগ সকারের প্লে-অফস আগেই নিশ্চিত করে ফেলেছিল ইন্টার মিয়ামি ৷ এদিনের জয়ের পর সাপোর্টার শিল্ড জয়ের দৌড়েও শীর্ষে অবস্থান মজবুত করল তারা ৷ 28 ম্যাচে লিওর ক্লাবের পয়েন্ট 62 ৷

ফ্লোরিডা, 15 সেপ্টেম্বর: মাঠে ফিরলেন, গোল করলেন এবং দলকে ম্যাচ জেতালেন লিওনেল আন্দ্রেস মেসি ৷ কলম্বিয়ার বিরুদ্ধে কোপা আমেরিকা ফাইনালে গোড়ালি মচকে মাঠের বাইরে ছিলেন কয়েকমাস ৷ শনিবার প্রায় সাড়ে তিন মাস পর ক্লাবের জার্সিতে ফিরে জোড়া গোল করলেন আর্জেন্তাইন মহাতারকা ৷ লিওর উজ্জ্বল প্রত্যাবর্তনে ফিলাডেলফিয়া ইউনিয়নকে 3-1 গোলে হারাল ইন্টার মিয়ামি ৷

জোড়া গোলই শুধু নয়, অপর গোলটির ক্ষেত্রে অ্যাসিস্টও করেন লিও ৷ এদিন যদিও ম্যাচের দ্বিতীয় মিনিটে গোল করে এগিয়ে যায় ফিলাডেলফিয়া ইউনিয়ন ৷ 26 মিনিটে সেই গোল ফিরিয়ে দেন এলএম টেন ৷ সদ্য আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়া লুইস সুয়ারেজের পাস ধরে বিপক্ষের এক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের মধ্যে থেকে দুরন্ত প্লেসিংয়ে 1-1 করেন তিনি ৷ দ্বিতীয় গোল ঠিক চার মিনিট বাদে ৷

এবার বক্সের মধ্যে জর্ডি আলবার বাড়ানো বল ধরে আবারও মাটি ঘেঁষা শটে বিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করেন লিও ৷ 2-1 গোলে এগিয়ে থাকা ইন্টার মিয়ামির হয়ে প্রথমার্ধের সংযুক্তি সময় সুয়ারেজে গোল করলেও তা অফসাইডের জেরে বাতিল হয়ে যায় ৷ গোলশোধে মরিয়া ফিলাডেলফিয়া দ্বিতীয়ার্ধজুড়ে ইন্টার মিয়ামির রক্ষণে চাপ সৃষ্টি করে ৷ কিন্তু দ্বিতীয়বারের জন্য মেসির দলের রক্ষণ ভাঙতে পারেনি তারা ৷ উলটে সংযুক্তি সময়ে মেসি-সুয়ারেজ যুগলবন্দিতে তৃতীয় গোলটি পেয়ে যায় ইন্টার মিয়ামি ৷

98 মিনিটে (90+8) বক্সের মধ্যে বল ধরে তা সুয়ারেজের জন্য সাজিয়ে দেন এলএম ৷ যা থেকে গোল করতে ভুল করেননি উরুগুয়ে স্ট্রাইকার ৷ যদিও মেসিকে ছাড়াই মেজর লিগ সকারের প্লে-অফস আগেই নিশ্চিত করে ফেলেছিল ইন্টার মিয়ামি ৷ এদিনের জয়ের পর সাপোর্টার শিল্ড জয়ের দৌড়েও শীর্ষে অবস্থান মজবুত করল তারা ৷ 28 ম্যাচে লিওর ক্লাবের পয়েন্ট 62 ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.