টোকিয়ো, 6 ফেব্রুয়ারি: রবিবারের হংকং লিগের ফ্রেন্ডলি ম্যাচে সারাক্ষণ ডাগ-আউটে বসে থাকতে হয়েছিল লিওনেল মেসিকে ৷ জনসংযোগ সংক্রান্ত সমস্যার কারণে হংকং লিগের ম্যাচে খেলতে পারেননি তিনি ৷ তবে, সেই সমস্যা মিটে গিয়েছে ৷ তাই আগামিকাল জাপানের ক্লাব ভিসেল কোবের বিরুদ্ধে ফ্রেন্ডলি খেলতে নামছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক ৷ যা নিয়ে মেসি জানিয়েছেন, সেই অপ্রীতিকর ঘটনার পর এই মুহূর্তে তিনি ভালো আছেন এবং আশা করছেন তাঁর মাঠে নামা নিয়ে আর কোনও সমস্যা তৈরি হবে না ৷
গত রবিবার হংকং লিগে শুধু মেসি নন, লুই সুয়ারেজকেও বসে থাকতে হয়েছিল বেঞ্চে ৷ যার জেরে মেসিকে দেখতে আসা অধিকাংশ দর্শক টিকিটের টাকা ফেরত দেওয়ার দাবিও তুলেছে ৷ গতবছর জুলাই মাসে ইন্টার মিয়ামিতে সই করার পর থেকে লিওনেল মেসি সংবাদমাধ্যমের সামনে কখনও মুখ খোলেননি ৷ তবে, মঙ্গলবার তিনি টোকিয়োর টিম হোটেলে সাংবাদিক বৈঠকে আসেন তিনি ৷ বলা হচ্ছে, তাঁর খেলার জন্য জাপানের বিভিন্ন স্পনসরস সংস্থা এবং সমর্থকদের বিশাল চাপ ছিল মেসির উপর ৷
এমনকি ভেসেল কোবের খেলোয়াড় আন্দ্রে ইনিয়েস্তা, যিনি একসময় বার্সেলোনায় মেসির সতীর্থ ছিলেন ৷ তিনি বার্সা ছেড়ে ভেসেল কোবেতে যোগ দেওয়ার পর, সেখানকার ক্লাবে যথেষ্ঠ জনপ্রিয়তা লাভ করেছে ৷ রবিবারের ম্যাচে ভেসেল কোবে ক্লাবের তরফেও নাকি চাপ তৈরি করা হয়েছিল মেসিকে খেলানোর জন্য ৷ যা নিয়ে এ দিন সাংবাদিক বৈঠকে এসে মেসি বলেন, "সত্যি বলতে কি, গত কয়েকদিন আগের থেকে আজকে অনেক ভালো আছি ৷"
আর বুধবার তাঁর খেলার বিষয় নিয়ে মেসি বলেন, "পুরোটাই নির্ভর করছে ট্রেনিং কেমন হচ্ছে তার উপর ৷ যদি, আমাকে সত্যি বলতে হয়, তাহলে এখন আমি জানি না, আমি খেলতে পারব কিনা ৷ কিন্তু, আমি আগের থেকে অনেক ভালো আছি এবং আমি সত্যিই মাঠে নেমে খেলতে চাই ৷" তবে, মেসি জানিয়েছেন, তাঁর পক্ষে মাঠে নামা কোনও মতেই সম্ভব ছিল না ৷ অন্তত তাঁর চোটের গুরুত্ব অনুযায়ী ৷ টোকিয়োর ক্ষুব্ধ ফুটবল অনুরাগীদের উদ্দেশ্যেও সেই কথাই বলেছেন মেসি ৷ পুরো বিষয়টিকেই দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেছেন মেসি ৷
আরও পড়ুন: