কলকাতা, 19 সেপ্টেম্বর: গত আট বছর ধরে শীতের কোনও এক সকালে কলকাতা 25K ম্যারাথন অভ্য়াসে পরিণত হয়েছে এ শহরের ৷ চলতি বছর অর্থাৎ, 2024 সালে নয়া অবতারে ধরা দিতে চলেছে পূর্ব ভারতের সবচেয়ে বড় দৌড় উৎসব ৷ ক্রীড়াপ্রেমী শহরের ক্রীড়া মানচিত্রে স্থায়ীভাবে জায়গা করে নেওয়া কলকাতা 25K এবার অনুষ্ঠিত হতে চলেছে আগামী 15 ডিসেম্বর ৷ বাড়ল প্রতিযোগিতার পুরস্কার মূল্য ৷ বুধবার এক ঘোষণায় জানালেন আয়োজকরা ৷
এমনিতেই পুরুষ ও মহিলা বিভাগে সমপরিমাণ পুরস্কারমূল্যের জন্য সুপরিচিতি রয়েছে কলকাতা 25K'র ৷ সেই পুরস্কার মূল্য ভারতীয় মুদ্রায় বেড়ে হল 1 কোটি 19 লক্ষ টাকা ৷ বুধবার শহরের এক পাঁচতারা হোটেলে 2024 কলকাতা 25K'র আনুষ্ঠানিক ঘোষণায় হাজির ছিলেন ম্যারাথনের মুখ অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায় ৷ ম্যারাথনের আরেক মুখ মহিলা ক্রিকেটের কিংবদন্তি বাংলার ঝুলন গোস্বামী ৷ যদিও এদিনের অনুষ্ঠানে তিনি হাজির হতে পারেননি ৷
শীতের সকালে হাজার হাজার মানুষ রেড রোডে ভিড় করেন কলকাতা 25K ম্যারাথনে অংশগ্রহণের জন্য। সকলেই যে প্রতিযোগিতায় জয়ের জন্য অংশ নেন, তা নয়। ক্রীড়াপ্রেমের সাক্ষ্য বহন করতে আন্তর্জাতিক মানের এই প্রতিযোগিতায় সামিল হন তাঁরা। 2014 সালে শুরু হওয়া এই ম্য়ারাথনের সঙ্গে বিশ্বের তাবড় তাবড় স্প্রিন্টারদের নাম জুড়েছে গত কয়েকবছরে ৷ যা প্রতিযোগিতার মেজাজে ভিন্ন মাত্রা যোগ করে। কিন্তু এতবছর ধরে বিশ্ব অ্য়াথলেটিক্স সংস্থার গোল্ড লেবেল রেসের আওতায় আসেনি কলকাতা 25K ৷ অবশেষে মিলল সেই ছাড়পত্র ৷
বিশ্বের প্রথম 25K ম্য়ারাথন হিসেবে বিশ্ব অ্যাথলেটিক্স সংস্থার গোল্ড লেবেল ছাড়পত্র পেয়ে যাওয়ায় কলকাতা 25K'র গুরুত্ব যে অনেকাংশে বেড়ে গেল, তা বলার অপেক্ষা রাখে না ৷ অর্থাৎ, বলা যায় কলকাতা 25K ম্যারাথনের বিশ্বায়ন ঘটতে চলেছে আগামী 15 ডিসেম্বর।