ETV Bharat / sports

ঘরের মাঠে টস হারলেন শ্রেয়স, নাইটদের ব্যাট করতে পাঠাল আরসিবি - IPL 2024 - IPL 2024

KKR vs RCB in IPL: ঘরের মাঠে জয়ের লক্ষ্যে নামছে কলকাতা নাইট রাইডার্স ৷ প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৷

KKR vs RCB
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 21, 2024, 3:22 PM IST

Updated : Apr 21, 2024, 4:03 PM IST

কলকাতা, 21 এপ্রিল: ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নামছে কলকাতা নাইট রাইডার্স । আগের ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বড় রান করেও হেরে গিয়েছে কলকাতা । অন্যদিকে লিগ টেবিলের তলায় রয়েছে বেঙ্গালুরু । ফলে দু’দলের কাছেই এদিন প্রত্যবর্তনের ম্যাচ ৷ টস জিতে কলকাতাকে আগে ব্যাট করতে পাঠিয়েছেন আরসিবি অধিনায়ক ফ্যাফ ডু’প্লেসি ৷

দুই দলের দ্বৈরথের মোট পরিসংখ্যান বলছে, মোট 33 ম্যাচের মধ্যে 19টিতে জয়ী নাইটরা। বাকি 14টিতে জয় আরসিবির। চলতি আইপিএলের প্রথম সাক্ষাতে চিন্নস্বামী স্টেডিয়ামে বিরাট কোহলি 83 রানের অসাধারণ ইনিংস খেললেও দল হেরেছিল । আইপিএলে নিজেদের মাঠে নাইট শিবিরের কাছে হারতে হয়েছিল ৷

এবার ম্যাচ ইডেনে । আরসিবি’র লক্ষ্য ঘরের মাঠে পরাজয়ের বদলা ইডেনে এসে নিতে। তাছাড়া ছয় হারে বিদায় নেওয়ার ঘণ্টা কার্যত বেজে গেলেও অবস্থা সামাল দিতে আগামী আটটি ম্যাচের সাতটিতে জিততে হবে। সেই দৌড়টা তিনি ইডেন থেকে হয়তো শুরু করতে চাইবে বেঙ্গালুরু । অন্যদিকে পয়েন্ট টেবিলের তিন নম্বরে রয়েছে কেকেআর ৷ এই ম্যাচ জিতলে সানরাইজার্স হায়দরাবাদকে টপকে দু’নম্বরে উঠে আসবে ‘শ্রেয়স অ্যান্ড কোং’ ৷

কলকাতা নাইট রাইডার্স একাদশ: ফিল সল্ট, সুনীল নারিন, অঙ্গকৃশ রঘুবংশী, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), আন্দ্রে রাসেল, রিংকু সিং, ভেঙ্কটেশ আইয়ার, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু একাদশ: ফ্যাফ ডু’প্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, জ্যাকস, রজত পাতিদার, ক্যামেরন গ্রিন, দীনেশ কার্তিক, মহিপাল লোমরর, কর্ণ শর্মা, লকি ফার্গুসন, যশ দয়াল, মহম্মদ সিরাজ

আরও পড়ুন:

  1. কোহলি নয়, পুরো আরসিবিকে নিয়েই বিশেষ পরিকল্পনা নাইটদের; নারিনের প্রশংসায় গম্ভীর
  2. মুখোমুখি কেকেআর-বেঙ্গালুরু, নাইট-দূর্গ ইডেনে কোহলি যেন একাই কুম্ভ
  3. বিশ্বকাপে খেলতে চান, দলে নিজেকে দেখার স্বপ্ন দীনেশ কার্তিকের চোখে

কলকাতা, 21 এপ্রিল: ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নামছে কলকাতা নাইট রাইডার্স । আগের ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বড় রান করেও হেরে গিয়েছে কলকাতা । অন্যদিকে লিগ টেবিলের তলায় রয়েছে বেঙ্গালুরু । ফলে দু’দলের কাছেই এদিন প্রত্যবর্তনের ম্যাচ ৷ টস জিতে কলকাতাকে আগে ব্যাট করতে পাঠিয়েছেন আরসিবি অধিনায়ক ফ্যাফ ডু’প্লেসি ৷

দুই দলের দ্বৈরথের মোট পরিসংখ্যান বলছে, মোট 33 ম্যাচের মধ্যে 19টিতে জয়ী নাইটরা। বাকি 14টিতে জয় আরসিবির। চলতি আইপিএলের প্রথম সাক্ষাতে চিন্নস্বামী স্টেডিয়ামে বিরাট কোহলি 83 রানের অসাধারণ ইনিংস খেললেও দল হেরেছিল । আইপিএলে নিজেদের মাঠে নাইট শিবিরের কাছে হারতে হয়েছিল ৷

এবার ম্যাচ ইডেনে । আরসিবি’র লক্ষ্য ঘরের মাঠে পরাজয়ের বদলা ইডেনে এসে নিতে। তাছাড়া ছয় হারে বিদায় নেওয়ার ঘণ্টা কার্যত বেজে গেলেও অবস্থা সামাল দিতে আগামী আটটি ম্যাচের সাতটিতে জিততে হবে। সেই দৌড়টা তিনি ইডেন থেকে হয়তো শুরু করতে চাইবে বেঙ্গালুরু । অন্যদিকে পয়েন্ট টেবিলের তিন নম্বরে রয়েছে কেকেআর ৷ এই ম্যাচ জিতলে সানরাইজার্স হায়দরাবাদকে টপকে দু’নম্বরে উঠে আসবে ‘শ্রেয়স অ্যান্ড কোং’ ৷

কলকাতা নাইট রাইডার্স একাদশ: ফিল সল্ট, সুনীল নারিন, অঙ্গকৃশ রঘুবংশী, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), আন্দ্রে রাসেল, রিংকু সিং, ভেঙ্কটেশ আইয়ার, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু একাদশ: ফ্যাফ ডু’প্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, জ্যাকস, রজত পাতিদার, ক্যামেরন গ্রিন, দীনেশ কার্তিক, মহিপাল লোমরর, কর্ণ শর্মা, লকি ফার্গুসন, যশ দয়াল, মহম্মদ সিরাজ

আরও পড়ুন:

  1. কোহলি নয়, পুরো আরসিবিকে নিয়েই বিশেষ পরিকল্পনা নাইটদের; নারিনের প্রশংসায় গম্ভীর
  2. মুখোমুখি কেকেআর-বেঙ্গালুরু, নাইট-দূর্গ ইডেনে কোহলি যেন একাই কুম্ভ
  3. বিশ্বকাপে খেলতে চান, দলে নিজেকে দেখার স্বপ্ন দীনেশ কার্তিকের চোখে
Last Updated : Apr 21, 2024, 4:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.