কলকাতা, 14 এপ্রিল: আইপিএলে রবিবাসরীয় ডবল হেডার জমজমাট ৷ প্রথম ম্য়াচে ইডেনে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও লখনউ সুপার জায়ান্টস ৷ টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন শ্রেয়স আইয়ার ৷ সবুজ-মেরুন জার্সি গায়ে চাপিয়ে ব্যাট করতে নামছে রাহুল ব্রিগেড ৷ নাইট শিবিরের দলে এদিন একটি পরিবর্তন করা হয়েছে ৷ রিঙ্কু সিং এদিন দল থেকে বাদ পড়েছেন ৷ সেই জায়গায় এসেছেন হর্ষিত রানা ৷ চোটের কারণে তিনি দলে ছিলেন না ৷
এদিন টসে জিতে শ্রেয়স জানান, প্রথমে বল করতে চান। পিচে দুই ইনিংসে বিশেষ কিছু বদল হবে না বলেই মনে করেন শ্রেয়স। দল সম্পর্কে বলতে গিয়ে শ্রেয়স বলেন, "যেহেতু আমরা প্রথমে বল করছি তাই রিঙ্কুর বদলে হর্ষিত দলে ফিরছে।" তবে রিঙ্কুও খেলার সুযোগ পাবেন। কেকেআরের ইমপ্যাক্ট প্লেয়ারের তালিকায় রয়েছেন তিনি। ব্যাট করার সময় নামতে পারেন তিনি, পরে জানান কেকেআরও অধিয়ানক ৷ লখনউ অধিনায়ক কেএল রাহুল বলেন, "আমি টস জিতলে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিতাম। পিচ ভালো দেখাচ্ছে। কিছু পরিবর্তন হয়েছে আমাদের দলে ৷ দেবদূত পাড্ডিকাল এবং নবীন-উল-হকের বদলে সামার জোসেফ এবং দীপক হুডা ফিরেছেন দলে। ফিরেছেন মহসিন খানও ৷
কলকাতা নাইট রাইডার্সের একাদশ: ফিল সল্ট (উইকেটরক্ষক), সুনীল নারিন, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), অঙ্গকৃশ রঘুবংশী, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, হর্ষিত রানা, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী।
লখনউ সুপার জায়ান্টসের একাদশ: কুইন্টন ডি কক, কেএল রাহুল (উইকেটরক্ষক ও অধিনায়ক), দীপক হুডা, আয়ুশ বাদোনি, মার্কাস স্টয়নিস, নিকোলাস পুরাণ, ক্রুনাল পান্ডিয়া, রবি বিষ্ণোই, মহসিন খান, সামার জোসেফ, যশ ঠাকুর।
উল্লেখ্য, প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস লিগ টেবিলের চার নম্বরে থাকলেও কেকেআরের সঙ্গে তাদের পয়েন্ট সংখ্যা সমান। কেবল রানরেটের নিরিখে কলকাতার থেকে পিছিয়ে রয়েছে লখনউ। এদিন ইডেনে এলএসজি জয় তুলে নিলে তারা পয়েন্টের নিরিখে পিছনে ফেলে দেবে কেকেআরকে। এখন দেখার যে, ইডেনের মহারণে শেষ হাসি হাসে কোন দল।
আরও পড়ুন: