ETV Bharat / sports

চিন, যুক্তরাষ্ট্র নয়; প্যারিসে প্রথম পদক এল মধ্য এশিয়ার এই দেশের ঝুলিতে - Paris Olympics 2024 - PARIS OLYMPICS 2024

FIRST MEDAL IN PARIS GAMES: প্যারিস গেমসে প্রথম পদক জিতে নিল কাজাখস্তান ৷ জার্মানিকে হারিয়ে 10 মিটার এয়ার রাইফেলের মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ জিতল মধ্য এশিয়ার দেশটি ৷ একই ইভেন্টে গেমসের প্রথম সোনা গেল চিনের ঝুলিতে ৷

medals in paris games
প্যারিসের তিন পদক (AP Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Jul 27, 2024, 8:07 PM IST

Updated : Jul 27, 2024, 8:56 PM IST

প্যারিস, 27 জুলাই: আনুষ্ঠানিকভাবে শনিবার ঢাকে কাঠি পড়ে গেল প্য়ারিস অলিম্পিক্সের ৷ প্রথমদিন ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়ে গিয়েছে বেশ কিছু পদকের ইভেন্ট ৷ ভারত প্রথমদিন কোনও পদক ইভেন্টে অংশ না-নিলেও মেয়েদের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টের ফাইনালে পৌঁছে গিয়েছেন ভারতীয় শুটার মনু ভাকের ৷ যা অনুষ্ঠিত হবে আগামিকাল বিকেলে ৷ তার আগে শনিবার ভারতীয় সময় বিকেলে অনুষ্ঠিত হয়ে গেল প্রথম মেডেল ইভেন্ট ৷ যেখানে জার্মানিকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতে নিল কাজাখস্তান ৷

অর্থাৎ, প্যারিস অলিম্পিক্সে প্রথম পদকের স্বাদ পেল মধ্য এশিয়ার 2 কোটির চেয়েও কম জনসংখ্যার দেশটি ৷ 10 মিটার এয়ার রাইফেলের মিক্সড টিম ইভেন্টে অংশগ্রহণ ছিল ভারতেরও ৷ কিন্তু যোগ্যতা অর্জন পর্বের বাধা পেরোতে ব্যর্থ হয় ভারতের দুই জুটি ৷ ওই ইভেন্টেই ব্রোঞ্জ পদক জয়লাভ করে কাজাখস্তান ৷ জার্মানির বিরুদ্ধে ব্রোঞ্জ জয়ের ম্যাচে 17-5 ব্যবধানে জয় তুলে নেয় তাঁরা ৷

প্রথম সোনা চিনের দখলে: প্রথম পদক কাজাখস্তানের ঝুলিতে গেলেও প্রথম স্বর্ণপদক ঝুলিতে ভরে নিয়েছে চিন ৷ 10 মিটার এয়ার রাইফেলের মিক্সড ইভেন্টেই দক্ষিণ কোরিয়ান জুটিকে 16-12 ব্যবধানে হারিয়ে সোনা জিতে নেয় চিনের জুটি ৷ অর্থাৎ, চলতি গেমসের প্রথম রুপোর পদকের দখল নেয় গণতান্ত্রিক কোরিয়া ৷

একই ইভেন্টে অংশগ্রহণ করেছিলেন ভারতের রমিতা জিন্দল-অর্জুন বাবুতা জুটি এবং এলাভেনিল ভালারিভান-সন্দীপ সিং জুটি ৷ রমিতা-অর্জুন জুটি অল্পের জন্য চতুর্থস্থান হাতছাড়া করলেও হতাশ করেন এলাভেনিল-সন্দীপ জুটি ৷ 628.7 পয়েন্ট স্কোর করে যোগ্যতা অর্জন পর্বে ষষ্ঠস্থানে থামেন রমিতা-অর্জুন ৷ কিন্তু দ্বাদশ স্থানে শেষ করে ভারতের দ্বিতীয় জুটি ৷

প্যারিস, 27 জুলাই: আনুষ্ঠানিকভাবে শনিবার ঢাকে কাঠি পড়ে গেল প্য়ারিস অলিম্পিক্সের ৷ প্রথমদিন ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়ে গিয়েছে বেশ কিছু পদকের ইভেন্ট ৷ ভারত প্রথমদিন কোনও পদক ইভেন্টে অংশ না-নিলেও মেয়েদের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টের ফাইনালে পৌঁছে গিয়েছেন ভারতীয় শুটার মনু ভাকের ৷ যা অনুষ্ঠিত হবে আগামিকাল বিকেলে ৷ তার আগে শনিবার ভারতীয় সময় বিকেলে অনুষ্ঠিত হয়ে গেল প্রথম মেডেল ইভেন্ট ৷ যেখানে জার্মানিকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতে নিল কাজাখস্তান ৷

অর্থাৎ, প্যারিস অলিম্পিক্সে প্রথম পদকের স্বাদ পেল মধ্য এশিয়ার 2 কোটির চেয়েও কম জনসংখ্যার দেশটি ৷ 10 মিটার এয়ার রাইফেলের মিক্সড টিম ইভেন্টে অংশগ্রহণ ছিল ভারতেরও ৷ কিন্তু যোগ্যতা অর্জন পর্বের বাধা পেরোতে ব্যর্থ হয় ভারতের দুই জুটি ৷ ওই ইভেন্টেই ব্রোঞ্জ পদক জয়লাভ করে কাজাখস্তান ৷ জার্মানির বিরুদ্ধে ব্রোঞ্জ জয়ের ম্যাচে 17-5 ব্যবধানে জয় তুলে নেয় তাঁরা ৷

প্রথম সোনা চিনের দখলে: প্রথম পদক কাজাখস্তানের ঝুলিতে গেলেও প্রথম স্বর্ণপদক ঝুলিতে ভরে নিয়েছে চিন ৷ 10 মিটার এয়ার রাইফেলের মিক্সড ইভেন্টেই দক্ষিণ কোরিয়ান জুটিকে 16-12 ব্যবধানে হারিয়ে সোনা জিতে নেয় চিনের জুটি ৷ অর্থাৎ, চলতি গেমসের প্রথম রুপোর পদকের দখল নেয় গণতান্ত্রিক কোরিয়া ৷

একই ইভেন্টে অংশগ্রহণ করেছিলেন ভারতের রমিতা জিন্দল-অর্জুন বাবুতা জুটি এবং এলাভেনিল ভালারিভান-সন্দীপ সিং জুটি ৷ রমিতা-অর্জুন জুটি অল্পের জন্য চতুর্থস্থান হাতছাড়া করলেও হতাশ করেন এলাভেনিল-সন্দীপ জুটি ৷ 628.7 পয়েন্ট স্কোর করে যোগ্যতা অর্জন পর্বে ষষ্ঠস্থানে থামেন রমিতা-অর্জুন ৷ কিন্তু দ্বাদশ স্থানে শেষ করে ভারতের দ্বিতীয় জুটি ৷

Last Updated : Jul 27, 2024, 8:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.