ETV Bharat / sports

সৌরভ-আবাহনে দিল্লিকে বাড়তে দিল না নাইটরা, জয়ে ফিরতে কলকাতার চাই 154 - IPL 2024 - IPL 2024

IPL 2024: তারকাসমৃদ্ধ দিল্লির ব্যাটিং লাইন-আপকে বাড়তে দিলেন না নাইট বোলাররা ৷ ইডেনে 153 রানে শেষ হল দিল্লি ক্য়াপিটালসের ইনিংস ৷ নাইট বোলারদের মধ্যে সবচেয়ে সফল বরুণ চক্রবর্তী নিলেন 3 উইকেট ৷ তবে চিন্তা রয়ে গেল স্টার্ককে নিয়ে ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 29, 2024, 9:36 PM IST

Updated : Apr 29, 2024, 10:00 PM IST

কলকাতা, 29 এপ্রিল: কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্য়াপিটালস ৷ সোমবার সন্ধেয় ইডেন গার্ডেন্সে হাইভোল্টেজ ক্ল্য়াশ ঘরের ছেলেকে আবাহনের ম্যাচও ৷ তবে ঘরের ছেলেই যখন প্রতিপক্ষ, তখন বাড়তি সমীহের জায়গা থাকে না ৷ ঠিক তেমনই হল এদিন সন্ধেয় ৷ ম্যাকগার্ক, পন্ত, হোপ, স্টাবস সমৃদ্ধ দিল্লির ব্যাটিং লাইন-আপকে বাড়তে দিলেন না নাইট বোলাররা ৷ 20 ওভারে 9 উইকেট হারিয়ে 153 রানে শেষ হল দিল্লি ক্য়াপিটালস ৷

টস জিতে নন্দনকাননে এদিন পন্তের প্রথমে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত শুরু থেকেই ব্যুমেরাং হয়ে ফিরতে থাকে ৷ পৃথ্বী শ'কে 13 রানে ফিরিয়ে প্রতিপক্ষ শিবিরে প্রথম আঘাতটা আনেন একাদশে ফেরা বৈভব অরোরা ৷ নিজের দ্বিতীয় ওভারে উইকেট পার্টিতে সামিল হন একাদশে আরেক প্রত্যাবর্তনকারী মিচেল স্টার্ক ৷ গত কয়েক ম্যাচে সংহার মূর্তি ধারণ করা স্বদেশী জ্যাক ম্যাকগার্ককে 12 রানে ফেরান তিনি ৷ এরপর 6 রানে শাই হোপকে ফেরান সেই অরোরা ৷ 37 রানে তিন উইকেট খোয়ানোর পর আর ছন্দ ফিরে পায়নি দিল্লি ৷

চতুর্থ উইকেটে খানিক চেষ্টা করেছিল অভিষেক পোড়েল-ঋষভ পন্থ জুটি ৷ জুটিতে 31 রান এলেও লম্বা হয়নি দু'জনের কারও ইনিংস ৷ 18 রান করে ফেরেন পোড়েল, 27 রানে ফেরেন অধিনায়ক ৷ এরপর ইডেনে বরুণ-শো ৷ মাত্র 17 রানের বিনিময়ে (4 ওভার) পন্ত, স্টাবস এবং কুশাগ্রর উইকেট তুলে নিলেন এই ফিঙ্গার স্পিনার ৷ 24 রান দিয়ে এক উইকেট নিলেন নারিনও ৷

শেষদিকে কুলদীপ যাদবের ব্যাট থেকে মূল্যবান 35 রান না-এলে অনেক আগেই শেষ হয়ে যায় দিল্লি ৷ চায়নাম্যানের অপরাজিত ইনিংসে দেড়শো পেরোয় তারা ৷ শেষ পর্যন্ত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 153 রানে থামে দিল্লির ইনিংস ৷ তবে এত কিছুর মধ্যেও চিন্তায় স্টার্কের পারফরম্য়ান্স ৷ এতকিছুর মধ্যেও চিন্তা রয়ে গেল স্টার্ককে নিয়ে ৷ বিধ্বংসী ম্য়াকগার্ককে ফেরালেও 3 ওভারে 43 রান দিয়ে বসলেন বিশ্বজয়ী অজি স্পিডস্টার ৷

আরও পড়ুন:

  1. পিছিয়ে রাহুল-পন্ত, বিশ্বকাপে উইকেটরক্ষক হিসেবে প্রথম পছন্দ সঞ্জু!
  2. ফিরল 99'র রেট্রো জার্সি, কনওয়েকে রেখেই টি-20 বিশ্বযুদ্ধের দলঘোষণা নিউজিল্যান্ডের

কলকাতা, 29 এপ্রিল: কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্য়াপিটালস ৷ সোমবার সন্ধেয় ইডেন গার্ডেন্সে হাইভোল্টেজ ক্ল্য়াশ ঘরের ছেলেকে আবাহনের ম্যাচও ৷ তবে ঘরের ছেলেই যখন প্রতিপক্ষ, তখন বাড়তি সমীহের জায়গা থাকে না ৷ ঠিক তেমনই হল এদিন সন্ধেয় ৷ ম্যাকগার্ক, পন্ত, হোপ, স্টাবস সমৃদ্ধ দিল্লির ব্যাটিং লাইন-আপকে বাড়তে দিলেন না নাইট বোলাররা ৷ 20 ওভারে 9 উইকেট হারিয়ে 153 রানে শেষ হল দিল্লি ক্য়াপিটালস ৷

টস জিতে নন্দনকাননে এদিন পন্তের প্রথমে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত শুরু থেকেই ব্যুমেরাং হয়ে ফিরতে থাকে ৷ পৃথ্বী শ'কে 13 রানে ফিরিয়ে প্রতিপক্ষ শিবিরে প্রথম আঘাতটা আনেন একাদশে ফেরা বৈভব অরোরা ৷ নিজের দ্বিতীয় ওভারে উইকেট পার্টিতে সামিল হন একাদশে আরেক প্রত্যাবর্তনকারী মিচেল স্টার্ক ৷ গত কয়েক ম্যাচে সংহার মূর্তি ধারণ করা স্বদেশী জ্যাক ম্যাকগার্ককে 12 রানে ফেরান তিনি ৷ এরপর 6 রানে শাই হোপকে ফেরান সেই অরোরা ৷ 37 রানে তিন উইকেট খোয়ানোর পর আর ছন্দ ফিরে পায়নি দিল্লি ৷

চতুর্থ উইকেটে খানিক চেষ্টা করেছিল অভিষেক পোড়েল-ঋষভ পন্থ জুটি ৷ জুটিতে 31 রান এলেও লম্বা হয়নি দু'জনের কারও ইনিংস ৷ 18 রান করে ফেরেন পোড়েল, 27 রানে ফেরেন অধিনায়ক ৷ এরপর ইডেনে বরুণ-শো ৷ মাত্র 17 রানের বিনিময়ে (4 ওভার) পন্ত, স্টাবস এবং কুশাগ্রর উইকেট তুলে নিলেন এই ফিঙ্গার স্পিনার ৷ 24 রান দিয়ে এক উইকেট নিলেন নারিনও ৷

শেষদিকে কুলদীপ যাদবের ব্যাট থেকে মূল্যবান 35 রান না-এলে অনেক আগেই শেষ হয়ে যায় দিল্লি ৷ চায়নাম্যানের অপরাজিত ইনিংসে দেড়শো পেরোয় তারা ৷ শেষ পর্যন্ত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 153 রানে থামে দিল্লির ইনিংস ৷ তবে এত কিছুর মধ্যেও চিন্তায় স্টার্কের পারফরম্য়ান্স ৷ এতকিছুর মধ্যেও চিন্তা রয়ে গেল স্টার্ককে নিয়ে ৷ বিধ্বংসী ম্য়াকগার্ককে ফেরালেও 3 ওভারে 43 রান দিয়ে বসলেন বিশ্বজয়ী অজি স্পিডস্টার ৷

আরও পড়ুন:

  1. পিছিয়ে রাহুল-পন্ত, বিশ্বকাপে উইকেটরক্ষক হিসেবে প্রথম পছন্দ সঞ্জু!
  2. ফিরল 99'র রেট্রো জার্সি, কনওয়েকে রেখেই টি-20 বিশ্বযুদ্ধের দলঘোষণা নিউজিল্যান্ডের
Last Updated : Apr 29, 2024, 10:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.