কলকাতা, 13 এপ্রিল: গত দু’বছর লখনউ সুপার জায়ান্টসের মেন্টর হিসেবে কাজ করেছিলেন গৌতম গম্ভীর ৷ এবার তিনি কলকাতা নাইট রাইডার্সের মেন্টর ৷ রবিবার মেন্টর গম্ভীরের পুরনো দল বনাম বর্তমান দলের দ্বৈরথ ইডেন গার্ডেন্সে ৷ লখনউকে দিয়ে ঘরের মাঠে টানা পাঁচ ম্যাচের লম্বা সফর শুরু হবে নাইট রাইডার্সের ৷ তার আগে বৃহস্পতিবার বিকেলে গৌতম গম্ভীরকে দেখা গিয়েছিল কালীঘাট মন্দিরে ৷ সেখানে পুজো দিয়ে তারপর ইডেনে গেলেন দলের প্র্যাকটিসে ৷
আইপিএলের সপ্তদশ সি প্রথম তিন ম্যাচ জয় দিয়ে শুরু করেছিল কেকেআর ৷ তবে, শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে ধরাশায়ী হয়েছে নাইটরা ৷ যেখানে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই সমান ব্যর্থতা ৷ চিপকের মাঠের ভুলগুলি শুধরে এবার জয়ের রাস্তায় ফেরার পালা ৷ তারই শেষ মুহূর্তের প্রস্তুতিতে নেমে পড়েছে নাইট শিবির ৷ চোট সারিয়ে মাঠে ফিরেছেন হর্ষিত রানা ৷ দীর্ঘক্ষণ বল করলেন নেটে ৷ ইডেনে প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে শেষ ওভারে তাঁর দুরন্ত বোলিং দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল ৷
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে সম্ভবত প্রথম একাদশে ফিরছেন হর্ষিত রানা ৷ তবে, নীতীশ রানাকে ইডেনে দলের সঙ্গে দেখা গেলেও, তিনি ম্যাচে নেই ৷ চোট পাওয়া আঙুলে এখনও ক্লিপ করা ৷ ফলে এক হাতে ব্যাট নিয়ে নকিং করার চেষ্টা করলেন মাত্র ৷ শুক্রবার অনুশীলনে দীর্ঘক্ষণ বল করলেন মিচেল স্টার্ক ৷ আইপিএলের সর্বোচ্চ মূল্যের ক্রিকেটার ছাপ ফেলতে ব্যর্থ ৷ ফলে কেকেআর দলের পেস বোলিং আক্রমণে প্রত্যাশিত ধার মিলছে না ৷ ফিটনেস ট্রেনিংয়ের শেষে দীর্ঘক্ষণ নেটে পড়ে থাকতে দেখা গেল অজি স্পিডস্টারকে ৷ দিল্লি ক্যাপিট্যালসের বিরুদ্ধে 2 উইকেট পাওয়া ছাড়া অজি পেসারের খাতা শূন্য ৷
এমনকি প্রতিপক্ষ ব্যাটাররা স্টার্কের আগুনে বোলিংয়ে সমস্যায় পড়ার থেকে বেশি, তাঁর গতিকে কাজে লাগিয়ে রানের উৎসবে মেতেছে ৷ পরিস্থিতি কঠিন হয়ে যাচ্ছে বুঝতে পেরে স্টার্কও নিজের বোলিং ছন্দে ফেরাতে নেটে পড়ে রয়েছেন ৷ শুক্রবারের অনুশীলনে ফিল্ডিংয়ে জোর দিল নাইটরা ৷ বিশেষ করে বরুণ চক্রবর্তীকে দীর্ঘক্ষণ ক্যাচ প্র্যাকটিস করানো হল ৷ ম্যাচে সহজ ক্যাচ হাতছাড়া করা যেন তাঁর অভ্যাস হয়ে গিয়েছে ৷
শুধু বরুণ চক্রবর্তী নন, নাইটদের ফিল্ডিংয়ের মান এবার যথেষ্ট খারাপ ৷ সামনে পরপর পাঁচটি হোম ম্যাচ কেকেআরের ৷ রবিবার লখনউ সুপার জায়ান্টস ম্যাচ দিয়ে শুরু হবে পাঁচ ম্যাচের লম্বা সফর ৷ হোম ম্যাচের ফায়দা তুলে প্লে-অফ নিশ্চিত করতে চাইছেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত এবং মেন্টর গৌতম গম্ভীর ৷ তাই প্রস্তুতিতে কোনও খামতি রাখতে নারাজ নাইট ম্যানেজমেন্ট ৷ সেই লক্ষ্যে পৌঁছতে বৃহস্পতিবার কালীঘাটে পুজো দিয়ে প্রস্তুতি শুরু করলেন গৌতম গম্ভীর এবং তাঁর দল ৷
আরও পড়ুন: