ETV Bharat / sports

আইপিএল দেওয়া ক্যাপ্টেনকেই ফেরাল না কেকেআর ! কারণ জানালেন মালিক - SHREYAS IYER

শ্রেয়স আইয়ারকে যে নাইটরা ছাড়ছে, তা আগেই জানা গিয়েছিল ৷ কিন্তু আইপিএল জেতানো অধিনায়ককে কেন রিটেন করল না কেকেআর ? জানালেন দলের মালিক ৷

Shreyas Iyer KKR
আইপিএল দেওয়া অধিনায়ককে কেন রিটেন করল না কেকেআর ? (IANS Photo)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 2, 2024, 2:15 PM IST

কলকাতা, 2 নভেম্বর: আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রিঙ্কু সিং, হর্ষিত রানা, রমনদীপ সিং ও বরুণ চক্রবর্তী ৷ সর্বাধিক 6 ক্রিকেটারকেই রেখে দিয়েছে পার্পল ব্রিগেড ৷ কিন্তু তালিকায় নেই দলকে ট্রফি দেওয়া শ্রেয়স আইয়ার ৷ আইপিএলের অন্যতম সেরা ব্যাটার ও অধিনায়ককে কেন রিটেন করল না কেকেআর ৷ আসল কারণটা জানালেন নাইট সিইও ভেঙ্কি মাইসোর ৷

শ্রেয়সের নেতৃত্বেই 2024 আইপিএল শিরোপা ঘরে তুলেছিল পার্পল ব্রিগেড ৷ ব্যাট হাতেও বড় ভূমিকা ছিল জাতীয় দলের ব্যাটারের ৷ অথচ রিঙ্কু সিং, রমনদীপ সিংদের রিটেন করলেও সেই তালিকায় নেই শ্রেয়স ৷ ফলে কেকেআর ম্যানেজমেন্টের সিদ্ধান্তে অবাক হয়েছেন ভক্তরাও ৷ যদিও ভেঙ্কি মাইসোরের কথায়, এটি কেকেআরের সিদ্ধান্ত নয় ৷ শ্রেয়সের নিজের সিদ্ধান্ত ৷ যার কারণে তাঁকে ধরে রাখা হয়নি । নাইট সিইও জানিয়েছেন, নিলামে নিজের বাজার মূল্য যাচাই করতে আগ্রহী শ্রেয়স ।

একটি ডিজিটাল সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকারে নাইটদের সিইও জানান, শ্রেয়স রিটেন লিস্টের তালিকায় এক নম্বরে ছিলেন ৷ তিনি বলেন, ‘‘আমাদের তালিকায় শ্রেয়স এক নম্বরে ছিল । ও অধিনায়ক এবং আমাদের সবকিছুকে নেতৃত্ব ঘিরেই গড়ে তুলতে হবে । আমরা ওকে এই কারণেই 2022 সালে বেছে নিয়েছিলাম । শ্রেয়সের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত মধুর ৷ তবে ও নিলামে নিজের চাহিদা কতটা তা যাচাই করতে চেয়েছে ৷ এমন একটি সিদ্ধান্তকে সমর্থন করতে পেরে আমি খুশি ।’’

মাইসোরের কথায়, এটি এমন একটি প্রক্রিয়া যার জন্য পারস্পরিক সম্মতির প্রয়োজন ৷ এটি ফ্র্যাঞ্চাইজির একতরফা বিষয় নয় ৷ খেলোয়াড়কেও বিভিন্ন বিষয়ে (নিজের বিষয়ে) মত জানাতে হবে । তবে নিলামে শ্রেয়সের জন্য কেকেআর ঝাঁপাবে কি না, তা স্পষ্ট করেননি তিনবারের আইপিএলজয়ী দলের মালিক ৷

শ্রেয়সকে নিতে চাইবে এই 3টি দল

পঞ্জাব কিংস, দিল্লি ক্যাপিটালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (অধিনায়ক খুঁজছে ৷ ফলে গতবারের জয়ী দলের অধিনায়ক তাদের জন্য ভালো বিকল্প হতে পারে ৷

রিটনশনে কত খরচ করেছে কেকেআর ?

কলকাতা নাইট রাইডার্স সর্বাধিক 6 ক্রিকেটারকেই রেখে দিয়েছে ৷ তারমধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছেন রিঙ্কু সিং (13 কোটি টাকা) ৷ 55 লক্ষে নাইটদের একের পর এক ম্যাচ জেতানো রিঙ্কুকে কেকেআর দিচ্ছে 13 কোটি টাকা ৷ অর্থাৎ গতবারের চেয়ে 12 কোটি 45 লক্ষ টাকা বেশি বেতন পারেন তিনি ৷ এছাড়াও সুনীল নারিন (12 কোটি), আন্দ্রে রাসেল (12 কোটি), বরুণ চক্রবর্তীকে (12 কোটি) ধরে রেখেছে টিম ইন্ডিয়া । পাশাপাশি হর্ষিত রানা (4 কোটি) এবং রমনদীপ সিংকেও (4 কোটি) রেখে দিয়েছে নাইটরা ।

আরও পড়ুন:

কলকাতা, 2 নভেম্বর: আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রিঙ্কু সিং, হর্ষিত রানা, রমনদীপ সিং ও বরুণ চক্রবর্তী ৷ সর্বাধিক 6 ক্রিকেটারকেই রেখে দিয়েছে পার্পল ব্রিগেড ৷ কিন্তু তালিকায় নেই দলকে ট্রফি দেওয়া শ্রেয়স আইয়ার ৷ আইপিএলের অন্যতম সেরা ব্যাটার ও অধিনায়ককে কেন রিটেন করল না কেকেআর ৷ আসল কারণটা জানালেন নাইট সিইও ভেঙ্কি মাইসোর ৷

শ্রেয়সের নেতৃত্বেই 2024 আইপিএল শিরোপা ঘরে তুলেছিল পার্পল ব্রিগেড ৷ ব্যাট হাতেও বড় ভূমিকা ছিল জাতীয় দলের ব্যাটারের ৷ অথচ রিঙ্কু সিং, রমনদীপ সিংদের রিটেন করলেও সেই তালিকায় নেই শ্রেয়স ৷ ফলে কেকেআর ম্যানেজমেন্টের সিদ্ধান্তে অবাক হয়েছেন ভক্তরাও ৷ যদিও ভেঙ্কি মাইসোরের কথায়, এটি কেকেআরের সিদ্ধান্ত নয় ৷ শ্রেয়সের নিজের সিদ্ধান্ত ৷ যার কারণে তাঁকে ধরে রাখা হয়নি । নাইট সিইও জানিয়েছেন, নিলামে নিজের বাজার মূল্য যাচাই করতে আগ্রহী শ্রেয়স ।

একটি ডিজিটাল সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকারে নাইটদের সিইও জানান, শ্রেয়স রিটেন লিস্টের তালিকায় এক নম্বরে ছিলেন ৷ তিনি বলেন, ‘‘আমাদের তালিকায় শ্রেয়স এক নম্বরে ছিল । ও অধিনায়ক এবং আমাদের সবকিছুকে নেতৃত্ব ঘিরেই গড়ে তুলতে হবে । আমরা ওকে এই কারণেই 2022 সালে বেছে নিয়েছিলাম । শ্রেয়সের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত মধুর ৷ তবে ও নিলামে নিজের চাহিদা কতটা তা যাচাই করতে চেয়েছে ৷ এমন একটি সিদ্ধান্তকে সমর্থন করতে পেরে আমি খুশি ।’’

মাইসোরের কথায়, এটি এমন একটি প্রক্রিয়া যার জন্য পারস্পরিক সম্মতির প্রয়োজন ৷ এটি ফ্র্যাঞ্চাইজির একতরফা বিষয় নয় ৷ খেলোয়াড়কেও বিভিন্ন বিষয়ে (নিজের বিষয়ে) মত জানাতে হবে । তবে নিলামে শ্রেয়সের জন্য কেকেআর ঝাঁপাবে কি না, তা স্পষ্ট করেননি তিনবারের আইপিএলজয়ী দলের মালিক ৷

শ্রেয়সকে নিতে চাইবে এই 3টি দল

পঞ্জাব কিংস, দিল্লি ক্যাপিটালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (অধিনায়ক খুঁজছে ৷ ফলে গতবারের জয়ী দলের অধিনায়ক তাদের জন্য ভালো বিকল্প হতে পারে ৷

রিটনশনে কত খরচ করেছে কেকেআর ?

কলকাতা নাইট রাইডার্স সর্বাধিক 6 ক্রিকেটারকেই রেখে দিয়েছে ৷ তারমধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছেন রিঙ্কু সিং (13 কোটি টাকা) ৷ 55 লক্ষে নাইটদের একের পর এক ম্যাচ জেতানো রিঙ্কুকে কেকেআর দিচ্ছে 13 কোটি টাকা ৷ অর্থাৎ গতবারের চেয়ে 12 কোটি 45 লক্ষ টাকা বেশি বেতন পারেন তিনি ৷ এছাড়াও সুনীল নারিন (12 কোটি), আন্দ্রে রাসেল (12 কোটি), বরুণ চক্রবর্তীকে (12 কোটি) ধরে রেখেছে টিম ইন্ডিয়া । পাশাপাশি হর্ষিত রানা (4 কোটি) এবং রমনদীপ সিংকেও (4 কোটি) রেখে দিয়েছে নাইটরা ।

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.