ETV Bharat / sports

বাটলারের যশে ম্লান নারিনের কীর্তি, রেকর্ড রান তাড়া করে ইডেনে নাইট 'বধ' রাজস্থানের - IPL 2024 - IPL 2024

IPL 2024: নারিন-শো ফিকে করে ইডেনে বাটলার শো ৷ ইংরেজ ব্যাটারের অপরাজিত শতরানে ভর করে ঘরের মাঠে নাইটদের হারাল রাজস্থান ৷ 60 বলে 107* রান করে ম্যাচের সেরা বাটলার-ই ৷

IPL 2024
ইডেনে মারমুখী বাটলার
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 17, 2024, 7:28 AM IST

কলকাতা, 17 এপ্রিল: জস বাটলার যেদিন খেলেন সেদিন হয়তো এমনই ফিকে রয়ে যেতে হয় বাকিদের ৷ যেমনটা মঙ্গলবার ইডেন গার্ডেন্সে তৃতীয় নাইট ব্যাটার হিসেবে শতরান করেও শূন্য হাতে বাড়ি ফিরতে হল সুনীল নারিনকে ৷ 18 তম ওভারে বাটলার যখন সংহার মূর্তিতে ব্যাট করছেন, তখন নাইটদের পৌনে 25 কোটির মিচেল স্টার্ককে দেখে অসহায় বোধ হচ্ছিল এদিন ৷ বাটলারের সামনে খেই হারিয়ে জোড়া ওয়াইড করে বসলেন অজি পেসার ৷ যার মধ্যে দ্বিতীয়টা বাই হয়ে বাউন্ডারির ঠিকানা খুঁজে নিতেই ম্যাচ অনেকটাই ঢলে পড়ে রাজস্থানের দিকে ৷ সেখান থেকে অষ্টম উইকেটের পতন সত্ত্বেও শেষ বলে দলকে মধুর জয় এনে দিলেন ইংরেজ ব্যাটার ৷ বাটলারের 60 বলে অপরাজিত 107 রানের সৌজন্যে ইডেনে নাইটদের 2 উইকেটে হারাল রয়্যালস ৷

নিজেদেরই চার বছর আগের রেকর্ড ছুঁয়ে নন্দনকাননে এদিন আইপিএলে সর্বাধিক রান তাড়া করে জয় পেল রাজস্থান ৷ 2020 কোভিডকালে শারজায় সমসংখ্যক রান তাড়া করে পঞ্জাবকে হারিয়েছিল পিঙ্কব্রিগেড ৷ আর এদিন রেকর্ড রান তাড়া করে জিতে লিগ টেবলের শীর্ষেও অবস্থান আরও মজবুত হল টুর্নামেন্টের প্রথম চ্যাম্পিয়নদের ৷

যদিও সকালটা দেখে মঙ্গলবার দিনের শেষটা মোটেই আন্দাজ করা যায়নি ৷ টস জিতে রাজস্থান এদিন নাউটদের প্রথমে ব্যাট করতে পাঠায় ৷ আর ব্যাটে নেমে রণমূর্তি ধারণ করেন ওপেনার সুনীল নারাইন ৷ বাটলার যদি শেষ করেন, তাহলে বলতেই হয় ইডেনে এদিন শুরুর শো ছিল ক্যারিবিয়ানের ব্য়াটেই ৷ তাঁর 56 বলে 109 রানে ভর করে 20 ওভারে 6 উইকেট হারিয়ে 223 রান তোলে কেকেআর ৷ নারিন মারেন 13টি চার এবং 6টি ছক্কা ৷ 49 বলে শতরান পূর্ণ করেন নাইট ওপেনার ৷

পালটা বাটলারের 107 রান সাজানো ছিল 9টি চার এবং ছয় ছক্কায় ৷ তাঁকে সহায়তা করেন রিয়ান পরাগ ৷ 14 বলে 34 রান করেন তিনি ৷ রোভম্যান পাওয়েলের ব্যাটে আসে মূল্যবান 13 বলে 26 রান ৷ সবমিলিয়ে বাটলারের হাতযশে চলতি আইপিএলে ষষ্ঠ ম্যাচ জিতে মগডালে রয়্যালস ৷ আর মরশুমের দ্বিতীয় হারের পরও দ্বিতীয়স্থানেই কেকেআর ৷

আরও পড়ুন:

  1. ময়দানে নারিন শো ! ক্যারিবিয়ান তারকার 'ইতিহাসে' রানের পাহাড়ে কেকেআর
  2. টি-20 ক্রিকেটের ইতিহাসে এক ম্যাচে সর্বাধিক রান, ব্যাট হাতে উজ্জ্বল 'চিরকুমার' কার্তিক

কলকাতা, 17 এপ্রিল: জস বাটলার যেদিন খেলেন সেদিন হয়তো এমনই ফিকে রয়ে যেতে হয় বাকিদের ৷ যেমনটা মঙ্গলবার ইডেন গার্ডেন্সে তৃতীয় নাইট ব্যাটার হিসেবে শতরান করেও শূন্য হাতে বাড়ি ফিরতে হল সুনীল নারিনকে ৷ 18 তম ওভারে বাটলার যখন সংহার মূর্তিতে ব্যাট করছেন, তখন নাইটদের পৌনে 25 কোটির মিচেল স্টার্ককে দেখে অসহায় বোধ হচ্ছিল এদিন ৷ বাটলারের সামনে খেই হারিয়ে জোড়া ওয়াইড করে বসলেন অজি পেসার ৷ যার মধ্যে দ্বিতীয়টা বাই হয়ে বাউন্ডারির ঠিকানা খুঁজে নিতেই ম্যাচ অনেকটাই ঢলে পড়ে রাজস্থানের দিকে ৷ সেখান থেকে অষ্টম উইকেটের পতন সত্ত্বেও শেষ বলে দলকে মধুর জয় এনে দিলেন ইংরেজ ব্যাটার ৷ বাটলারের 60 বলে অপরাজিত 107 রানের সৌজন্যে ইডেনে নাইটদের 2 উইকেটে হারাল রয়্যালস ৷

নিজেদেরই চার বছর আগের রেকর্ড ছুঁয়ে নন্দনকাননে এদিন আইপিএলে সর্বাধিক রান তাড়া করে জয় পেল রাজস্থান ৷ 2020 কোভিডকালে শারজায় সমসংখ্যক রান তাড়া করে পঞ্জাবকে হারিয়েছিল পিঙ্কব্রিগেড ৷ আর এদিন রেকর্ড রান তাড়া করে জিতে লিগ টেবলের শীর্ষেও অবস্থান আরও মজবুত হল টুর্নামেন্টের প্রথম চ্যাম্পিয়নদের ৷

যদিও সকালটা দেখে মঙ্গলবার দিনের শেষটা মোটেই আন্দাজ করা যায়নি ৷ টস জিতে রাজস্থান এদিন নাউটদের প্রথমে ব্যাট করতে পাঠায় ৷ আর ব্যাটে নেমে রণমূর্তি ধারণ করেন ওপেনার সুনীল নারাইন ৷ বাটলার যদি শেষ করেন, তাহলে বলতেই হয় ইডেনে এদিন শুরুর শো ছিল ক্যারিবিয়ানের ব্য়াটেই ৷ তাঁর 56 বলে 109 রানে ভর করে 20 ওভারে 6 উইকেট হারিয়ে 223 রান তোলে কেকেআর ৷ নারিন মারেন 13টি চার এবং 6টি ছক্কা ৷ 49 বলে শতরান পূর্ণ করেন নাইট ওপেনার ৷

পালটা বাটলারের 107 রান সাজানো ছিল 9টি চার এবং ছয় ছক্কায় ৷ তাঁকে সহায়তা করেন রিয়ান পরাগ ৷ 14 বলে 34 রান করেন তিনি ৷ রোভম্যান পাওয়েলের ব্যাটে আসে মূল্যবান 13 বলে 26 রান ৷ সবমিলিয়ে বাটলারের হাতযশে চলতি আইপিএলে ষষ্ঠ ম্যাচ জিতে মগডালে রয়্যালস ৷ আর মরশুমের দ্বিতীয় হারের পরও দ্বিতীয়স্থানেই কেকেআর ৷

আরও পড়ুন:

  1. ময়দানে নারিন শো ! ক্যারিবিয়ান তারকার 'ইতিহাসে' রানের পাহাড়ে কেকেআর
  2. টি-20 ক্রিকেটের ইতিহাসে এক ম্যাচে সর্বাধিক রান, ব্যাট হাতে উজ্জ্বল 'চিরকুমার' কার্তিক
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.