ETV Bharat / sports

সেঞ্চুরি হাতছাড়া জাদেজার, 200 রানের লিড নিতে ব্যর্থ টিম ইন্ডিয়া - KL Rahul

India vs England 1st Test: উপলে তৃতীয় দিনের শুরুটা ভালো হল না ভারতের ৷ আগের দিনের স্কোরের সঙ্গে মাত্র 15 রান যোগ করতে সক্ষম হয় টিম ইন্ডিয়া ৷ সেঞ্চুরি হাতছাড়া হয় রবীন্দ্র জাদেজার ৷

Ravindra Jadeja
ভারত-ইংল্যান্ড টেস্ট
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 27, 2024, 11:10 AM IST

Updated : Jan 27, 2024, 11:48 AM IST

হায়দরাবাদ, 27 জানুয়ারি: তৃতীয় দিনের শুরুতেই ভারতীয় ইনিংসের লেজ গুটিয়ে দিল ইংল্যান্ড ৷ দুরন্ত লড়াই করেও সেঞ্চুরি মাঠে রেখে এলেন রবীন্দ্র জাদেজা ৷ হাফ-সেঞ্চুরি হল না অক্ষর প্যাটেলেরও ৷ প্রথম ইনিংসে 190 রানের লিড নিল 'রোহিত অ্যান্ড কোং' ৷ ইংল্যান্ডের 246 রানের জবাবে প্রথম ইনিংসে ভারত তোলে 436 রান ৷ জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের স্কোর মধ্যাহ্নভোজের বিরতিতে 1 উইকেট হারিয়ে 89 রান ।

এদিন সকালেই জাদেজাকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে ভারতকে ধাক্কা দেন জো রুট ৷ আগের দিনের ব্যক্তিগত স্কোরের সঙ্গে মাত্র 5 রান যোগ করে ফিরে যান জাড্ডু ৷ 87 রান থেমে যায় তাঁর লড়াকু ইনিংস ৷ অর্থাৎ অল্পের জন্য তাঁর চতুর্থ টেস্ট সেঞ্চুরি মাঠে রেখে আসেন টিম ইন্ডিয়ার এই বাঁ-হাতি অল-রাউন্ডার ৷ রুটের বলে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নের রাস্তা ধরেন জাদেজা ৷ অষ্টম উইকেটে 78 রান যোগ করে জাদেজা-অক্ষর জুটি ৷ যা ভারতীয় ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ পার্টনারশিপ ৷ সর্বোচ্চ 80 রানের পার্টনারশিপ গড়েন দুই ওপেনার রোহিত শর্মা ও জসশ্বী জয়সওয়াল ৷

জাদেজা ফিরে যাওয়ার পরই বাকি দু'টি উইকেট তুলে নিয়ে ভারতীয় ইনিংসের দ্রুত ইতি টানেন ইংল্যান্ড বোলাররা ৷ জসপ্রীত বুমরাকে প্রথম বলেই ফিরিয়ে দেন রুট ৷ এরপরই অক্ষরকে ফিরিয়ে ভারতীয় ইনিংসের লেজ ছেঁটে দেন রেহান আহমেদ ৷ 44 রানে থেমে যায় অক্ষরের লড়াই ৷ আগের দিনের স্কোরের সঙ্গে এদিন মাত্র 15 রান যোগ করেন ভারতীয় ব্যাটাররা ৷

আরও পড়ুন:

  1. রঞ্জিতে দশ হাজারি ক্লাবে মনোজ, অনুস্টুপের সেঞ্চুরিতে বড় রানের পথে বাংলা
  2. চতুর্থবার আইসিসির বর্ষসেরা ওয়ানডে প্লেয়ারের শিরোপা বিরাটের
  3. মাত্রাতিরিক্ত মদ্যপান করে সংজ্ঞাহীন ম্যাডম্যাক্স, যেতে হল হাসপাতালে

হায়দরাবাদ, 27 জানুয়ারি: তৃতীয় দিনের শুরুতেই ভারতীয় ইনিংসের লেজ গুটিয়ে দিল ইংল্যান্ড ৷ দুরন্ত লড়াই করেও সেঞ্চুরি মাঠে রেখে এলেন রবীন্দ্র জাদেজা ৷ হাফ-সেঞ্চুরি হল না অক্ষর প্যাটেলেরও ৷ প্রথম ইনিংসে 190 রানের লিড নিল 'রোহিত অ্যান্ড কোং' ৷ ইংল্যান্ডের 246 রানের জবাবে প্রথম ইনিংসে ভারত তোলে 436 রান ৷ জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের স্কোর মধ্যাহ্নভোজের বিরতিতে 1 উইকেট হারিয়ে 89 রান ।

এদিন সকালেই জাদেজাকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে ভারতকে ধাক্কা দেন জো রুট ৷ আগের দিনের ব্যক্তিগত স্কোরের সঙ্গে মাত্র 5 রান যোগ করে ফিরে যান জাড্ডু ৷ 87 রান থেমে যায় তাঁর লড়াকু ইনিংস ৷ অর্থাৎ অল্পের জন্য তাঁর চতুর্থ টেস্ট সেঞ্চুরি মাঠে রেখে আসেন টিম ইন্ডিয়ার এই বাঁ-হাতি অল-রাউন্ডার ৷ রুটের বলে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নের রাস্তা ধরেন জাদেজা ৷ অষ্টম উইকেটে 78 রান যোগ করে জাদেজা-অক্ষর জুটি ৷ যা ভারতীয় ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ পার্টনারশিপ ৷ সর্বোচ্চ 80 রানের পার্টনারশিপ গড়েন দুই ওপেনার রোহিত শর্মা ও জসশ্বী জয়সওয়াল ৷

জাদেজা ফিরে যাওয়ার পরই বাকি দু'টি উইকেট তুলে নিয়ে ভারতীয় ইনিংসের দ্রুত ইতি টানেন ইংল্যান্ড বোলাররা ৷ জসপ্রীত বুমরাকে প্রথম বলেই ফিরিয়ে দেন রুট ৷ এরপরই অক্ষরকে ফিরিয়ে ভারতীয় ইনিংসের লেজ ছেঁটে দেন রেহান আহমেদ ৷ 44 রানে থেমে যায় অক্ষরের লড়াই ৷ আগের দিনের স্কোরের সঙ্গে এদিন মাত্র 15 রান যোগ করেন ভারতীয় ব্যাটাররা ৷

আরও পড়ুন:

  1. রঞ্জিতে দশ হাজারি ক্লাবে মনোজ, অনুস্টুপের সেঞ্চুরিতে বড় রানের পথে বাংলা
  2. চতুর্থবার আইসিসির বর্ষসেরা ওয়ানডে প্লেয়ারের শিরোপা বিরাটের
  3. মাত্রাতিরিক্ত মদ্যপান করে সংজ্ঞাহীন ম্যাডম্যাক্স, যেতে হল হাসপাতালে
Last Updated : Jan 27, 2024, 11:48 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.