হায়দরাবাদ, 27 জানুয়ারি: তৃতীয় দিনের শুরুতেই ভারতীয় ইনিংসের লেজ গুটিয়ে দিল ইংল্যান্ড ৷ দুরন্ত লড়াই করেও সেঞ্চুরি মাঠে রেখে এলেন রবীন্দ্র জাদেজা ৷ হাফ-সেঞ্চুরি হল না অক্ষর প্যাটেলেরও ৷ প্রথম ইনিংসে 190 রানের লিড নিল 'রোহিত অ্যান্ড কোং' ৷ ইংল্যান্ডের 246 রানের জবাবে প্রথম ইনিংসে ভারত তোলে 436 রান ৷ জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের স্কোর মধ্যাহ্নভোজের বিরতিতে 1 উইকেট হারিয়ে 89 রান ।
এদিন সকালেই জাদেজাকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে ভারতকে ধাক্কা দেন জো রুট ৷ আগের দিনের ব্যক্তিগত স্কোরের সঙ্গে মাত্র 5 রান যোগ করে ফিরে যান জাড্ডু ৷ 87 রান থেমে যায় তাঁর লড়াকু ইনিংস ৷ অর্থাৎ অল্পের জন্য তাঁর চতুর্থ টেস্ট সেঞ্চুরি মাঠে রেখে আসেন টিম ইন্ডিয়ার এই বাঁ-হাতি অল-রাউন্ডার ৷ রুটের বলে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নের রাস্তা ধরেন জাদেজা ৷ অষ্টম উইকেটে 78 রান যোগ করে জাদেজা-অক্ষর জুটি ৷ যা ভারতীয় ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ পার্টনারশিপ ৷ সর্বোচ্চ 80 রানের পার্টনারশিপ গড়েন দুই ওপেনার রোহিত শর্মা ও জসশ্বী জয়সওয়াল ৷
জাদেজা ফিরে যাওয়ার পরই বাকি দু'টি উইকেট তুলে নিয়ে ভারতীয় ইনিংসের দ্রুত ইতি টানেন ইংল্যান্ড বোলাররা ৷ জসপ্রীত বুমরাকে প্রথম বলেই ফিরিয়ে দেন রুট ৷ এরপরই অক্ষরকে ফিরিয়ে ভারতীয় ইনিংসের লেজ ছেঁটে দেন রেহান আহমেদ ৷ 44 রানে থেমে যায় অক্ষরের লড়াই ৷ আগের দিনের স্কোরের সঙ্গে এদিন মাত্র 15 রান যোগ করেন ভারতীয় ব্যাটাররা ৷
আরও পড়ুন: