ETV Bharat / sports

আজ্জুরিদের সামনে স্প্যানিশ আর্মাডা, ইউরোর মেগা ম্যাচে আভিজাত্যের লড়াই - EURO 2024

The UEFA European Football Championship: একদিকে গতবারের চ্যাম্পিয়ন ইতালি ৷ অন্যদিকে 3 বার ইউরো জেতা স্পেন ৷ জার্মানির ভেল্টিন্স এরিনায় মুখোমুখি ইউরোর অন্যতম সফল দুই দল ৷

ETV Bharat
ইউরো 2024 (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 20, 2024, 6:10 PM IST

Updated : Jun 20, 2024, 6:55 PM IST

ফ্র্যাঙ্কফুর্ট, 20 জুন: প্রথম দল হিসেবে ইউরোর নক-আউটে পৌঁছে গিয়েছে জার্মানি ৷ এবার দ্বিতীয় দল হিসেবে নক-আউটে পৌঁছে যাওয়ার সুযোগ রয়েছে ইংল্যান্ডের সামনে ৷ বৃহস্পতিবার ভারতীয় সময় রাত 9.30 মিনিটে জার্মানির ডয়েচে ব্যাংক পার্কে ডেনমার্কের মুখোমুখি হচ্ছে হ্যারি কেন, ফিল ফডেনরা ৷ এই ম্যাচ জিতলেই 6 পয়েন্ট নিয়ে শেষ ষোলোয় পৌঁছে যাবে ‘থ্রি লায়ন্সরা’ ৷

অন্যদিকে, ভেল্টিন্স এরিনায় আরেক ম্যাচে নামছে স্পেন ও ইতালি ৷ স্প্যানিশ আর্মাডা 3 বারের ইউরো চ্যাম্পিয়ন ৷ আজ্জুরিদের ঘরে ইউরো গিয়েছে 2 বার ৷ ফলে ইউরোর সবচেয়ে জৌলুশপূর্ণ ম্যাচে যে জিতবে, তার কাছেই নক-আউটে পৌঁছে যাওয়ার সুযোগ রয়েছে ৷ এখনও পর্যন্ত একটি করে ম্যাচ জিতেছে দু’টি দল ৷ এই ম্যাচ জিতলে 6 পয়েন্টে নক-আউট পাঁকা হয়ে যাবে ৷

2020 সালে ইউরো জেতা ইতালি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারেনি ৷ লা ফাইনালিসিমায় হারতে হয়েছিল কোপা চ্যাম্পিয়ন আর্জেন্তিনার কাছে ৷ এবার ইউরো জয়ের অন্যতম দাবিদার আজ্জুরিরা ৷ 2010 সালে বিশ্বকাপ, 2012 সালে ইউরো জেতার পর বড় ট্রফি ঘরে আসেনি স্পেনের ৷ তিকিতাকা পর্ব পেরিয়ে ফের ফুটবল বসের চেয়ার বসতে মরিয়া ‘লা ফুরিয়া এস্পেনোলা’ ৷

এখনও পর্যন্ত ইউরো কাপ জিততে পারেনি ইংল্যান্ড ৷ 2020 সালে প্রথমবার ফাইনালে পৌঁছেও ইতালির কাছে হারতে হয়েছে ৷ 1966 সালের পর বিশ্বকাপেও সঙ্গী ব্যর্থতা ৷ তিন বছর বাদে এসে তারকাসমৃদ্ধ ফরোয়ার্ড লাইন নিয়ে আবারও ইউরো জয়ের অন্যতম দাবিদার তারা ৷ ফলে কাপ খরা ঘোচাতে চাইছে ‘হ্যারি কেন অ্যান্ড কোং’ ৷ যদিও 2024 ইউরোর প্রথম ম্যাচে জিতলেও নামের প্রতি সুবিচার করতে পারেননি ইংরেজ ফরোয়ার্ডরা ৷

ফ্র্যাঙ্কফুর্ট, 20 জুন: প্রথম দল হিসেবে ইউরোর নক-আউটে পৌঁছে গিয়েছে জার্মানি ৷ এবার দ্বিতীয় দল হিসেবে নক-আউটে পৌঁছে যাওয়ার সুযোগ রয়েছে ইংল্যান্ডের সামনে ৷ বৃহস্পতিবার ভারতীয় সময় রাত 9.30 মিনিটে জার্মানির ডয়েচে ব্যাংক পার্কে ডেনমার্কের মুখোমুখি হচ্ছে হ্যারি কেন, ফিল ফডেনরা ৷ এই ম্যাচ জিতলেই 6 পয়েন্ট নিয়ে শেষ ষোলোয় পৌঁছে যাবে ‘থ্রি লায়ন্সরা’ ৷

অন্যদিকে, ভেল্টিন্স এরিনায় আরেক ম্যাচে নামছে স্পেন ও ইতালি ৷ স্প্যানিশ আর্মাডা 3 বারের ইউরো চ্যাম্পিয়ন ৷ আজ্জুরিদের ঘরে ইউরো গিয়েছে 2 বার ৷ ফলে ইউরোর সবচেয়ে জৌলুশপূর্ণ ম্যাচে যে জিতবে, তার কাছেই নক-আউটে পৌঁছে যাওয়ার সুযোগ রয়েছে ৷ এখনও পর্যন্ত একটি করে ম্যাচ জিতেছে দু’টি দল ৷ এই ম্যাচ জিতলে 6 পয়েন্টে নক-আউট পাঁকা হয়ে যাবে ৷

2020 সালে ইউরো জেতা ইতালি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারেনি ৷ লা ফাইনালিসিমায় হারতে হয়েছিল কোপা চ্যাম্পিয়ন আর্জেন্তিনার কাছে ৷ এবার ইউরো জয়ের অন্যতম দাবিদার আজ্জুরিরা ৷ 2010 সালে বিশ্বকাপ, 2012 সালে ইউরো জেতার পর বড় ট্রফি ঘরে আসেনি স্পেনের ৷ তিকিতাকা পর্ব পেরিয়ে ফের ফুটবল বসের চেয়ার বসতে মরিয়া ‘লা ফুরিয়া এস্পেনোলা’ ৷

এখনও পর্যন্ত ইউরো কাপ জিততে পারেনি ইংল্যান্ড ৷ 2020 সালে প্রথমবার ফাইনালে পৌঁছেও ইতালির কাছে হারতে হয়েছে ৷ 1966 সালের পর বিশ্বকাপেও সঙ্গী ব্যর্থতা ৷ তিন বছর বাদে এসে তারকাসমৃদ্ধ ফরোয়ার্ড লাইন নিয়ে আবারও ইউরো জয়ের অন্যতম দাবিদার তারা ৷ ফলে কাপ খরা ঘোচাতে চাইছে ‘হ্যারি কেন অ্যান্ড কোং’ ৷ যদিও 2024 ইউরোর প্রথম ম্যাচে জিতলেও নামের প্রতি সুবিচার করতে পারেননি ইংরেজ ফরোয়ার্ডরা ৷

Last Updated : Jun 20, 2024, 6:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.