কলকাতা, 1 মার্চ: তৃণমূলের ব্রিগেড সমাবেশের জন্য 10 মার্চ যুবভারতী ক্রীড়াঙ্গনে হবে না আইএসএলের ডার্বি ৷ শুক্রবার বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে ফিরতি ডার্বির আয়োজক ইস্টবেঙ্গল ক্লাবের কর্তাদের এমনটাই জানান হয়েছে ৷ আজ পুলিশের সঙ্গে ডার্বির আয়োজন ও নিরাপত্তা নিয়ে বৈঠক ছিল ইস্টবেঙ্গল কর্তাদের ৷ সেখানেই বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে 11 মার্চ ডার্বি আয়োজনের কথা বলা হয়েছে ৷ এখন এফএসডিএল-এর উপর পুরোটা নির্ভর করছে ৷ তারা সিদ্ধান্ত নিয়ে জানাবে ইস্টবেঙ্গলকে, যে আইএসএলের দ্বিতীয় লেগের কলকাতা ডার্বি 11 মার্চ আয়োজন সম্ভব হবে কিনা ৷
যদিও, গত 27 ফেব্রুয়ারি ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষকে আশ্বাস দিয়েছিলেন 10 মার্চেই যুবভারতীতেই কলকাতা ডার্বি হবে ৷ এমনটাই দাবি করেছিলেন লাল-হলুদের শীর্ষকর্তা দেবব্রত সরকার ৷ এ নিয়ে নাকি তাঁর এবং অরূপ বিশ্বাসের আলোচনা হয়েছিল ৷ কিন্তু, কোথায় কি ! দেবব্রত সরকারের সেই আলোচনার দাবির নিটফল যে শূন্য !
বিধাননগর পুলিশ কমিশনারেট জানিয়ে দিয়েছে, ওইদিন ব্রিগেডে তৃণমূলে সভার কারণে, কমিশনারেট অঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে ৷ উত্তর 24 পরগনার বিভিন্ন এলাকা থেকে বিধাননগর হয়ে বহু মিছিল ব্রিগেডের দিকে যাবে ৷ ফলে রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ ও নিত্যদিনের কাজে বেরনো নাগরিকদের নিরাপত্তার জন্য বাড়তি পুলিশ মোতায়েন করতে হবে ৷ ফলে ওইদিনে আইএসএলের কলকাতা ডার্বির আয়োজন কোনও মতেই সম্ভব নয় ৷
স্বাভাবিকভাবেই ওইদিন বিধাননগর কমিশনারেট কোনও মতেই নিরাপত্তা ব্যবস্থা করতে পারবে না বলে দিয়েছে ৷ উল্লেখ্য, আইএসএল 2023-24 আইএসএলের প্রথম পর্বের কলকাতা ডার্বিও অক্টোবর মাসে পিছিয়ে গিয়েছিল ৷ সেবার আইসিসি ক্রিকেট বিশ্বকাপের জন্য ম্যাচ পিছিয়ে যায় ৷ পরে 3 ফেব্রুয়ারি শনিবার সেই ম্যাচ আয়োজিত হয় যুবভারতী ক্রীড়াঙ্গনে ৷
আরও পড়ুন: