কলকাতা, 17 মার্চ: নাইট শিবিরে বোর্ডিং করে ফেললেন শ্রেয়স আইয়ার ৷ শনিবার রাতে খানিকটা নিঃশব্দেই শহরে চলে এলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়স আইয়ার ৷ চোট ও অস্ত্রোপচারের কারণে গতবছর পুরো আইপিএল থেকে বাদ পড়েছিলেন তিনি ৷ এবারেও তাঁর চোট নিয়ে নানান গুঞ্জন চললেও, শেষমেষ টিম হোটেলে পৌঁছে গিয়েছেন শ্রেয়স ৷ রবিবার বিকেলে ইডেনে নাইটদের প্রস্তুতি শিবিরে দলের সঙ্গে যোগ দেবেন অধিনায়ক ৷
2022 সালে আইপিএল-15’র আগে মেগা অকশনে শ্রেয়স আইয়ারকে 12.25 কোটি টাকা দিয়ে কিনেছিল কেকেআর ফ্র্যাঞ্চাইজি ৷ সেই বছর নাইটদের হয়ে 14 ম্যাচে 401 রান করেছিলেন শ্রেয়স ৷ এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে পিঠে চোট পান তিনি ৷ জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করলেও, ফিট হননি ৷ শেষে বোর্ডের তরফে শ্রেয়সকে লন্ডনে পাঠানো হয় অস্ত্রোপচারের জন্য ৷ সেই থেকে প্রায় 5 মাসের দীর্ঘ রিহ্যাব শেষে বিশ্বকাপের আগে জাতীয় দলে কামব্যাক করেন ৷ এরপর বিশ্বকাপে ভারতের জার্সিতে সবক’টি ম্যাচে খেলেছিলেন নাইট দলনায়ক ৷
কিন্তু, সম্প্রতি ফের ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টের পর পিঠে অস্বস্তি বোধ করায়, তাঁকে এনসিএ-তে পাঠানো হয় ৷ সেই কারণে তৃতীয় টেস্টে শ্রেয়সকে দলে রাখা হয়নি ৷ কিন্তু, এনসিএ থেকে জানিয়ে দেওয়া হয় শ্রেয়স সুস্থ ৷ তা সত্ত্বেও তিনি মুম্বইয়ের হয়ে রঞ্জি কোয়ার্টার ফাইনালে খেলেননি ৷ ফলে ভারতীয় দল থেকেও বাদ পড়েন ৷ বদলে মুম্বইয়ে কলকাতা নাইট রাইডার্সের প্রস্তুতি শিবিরে যোগ দিয়েছিলেন শ্রেয়স আইয়ার ৷ যার ফলও ভুগতে হয় মুম্বইকরকে ৷ তাঁকে বার্ষিক চুক্তি থেকে বাদ দেয় বিসিসিআই ৷ তারপরেই রঞ্জি সেমিফাইনাল ও ফাইনালে খেলতে নামেন নাইট অধিনায়ক ৷
তবে, বিদর্ভের বিরুদ্ধে রঞ্জি ফাইনালের শেষ দু’দিন মাঠে নামেননি শ্রেয়স আইয়ার ৷ ফাইনালের দ্বিতীয় ইনিংসে 95 রানের ইনিংস খেলার পর তিনি টিম ম্যানেজমেন্টকে পিঠে ব্যথা অনুভব করার বলে জানান ৷ ফলে আইপিএলের শুরুতে নাইট শিবিরে শ্রেয়স আইয়ারকে পাওয়া যাবে কি না, তা নিয়ে একটা সংশয় তৈরি হয়েছিল ৷ তবে, সেই সব জল্পনা সরিয়ে শনিবার রাতে নাইটদের হোটেলে পৌঁছালেন তিনি ৷ 23 মার্চ ইডেন গার্ডেন্সে কেকেআরের প্রথম ম্যাচ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৷
আরও পড়ুন: