ETV Bharat / sports

শহরে চলে এলেন শ্রেয়স, সংশয় দূর করে নাইট শিবিরে যোগ অধিনায়কের

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 17, 2024, 3:13 PM IST

Shreyas Iyer in KKR IPL Camp: সব জল্পনার অবসান ঘটল ৷ কলকাতা নাইট রাইডার্স শিবিরে যোগ দিলেন অধিনায়ক শ্রেয়স আইয়ার ৷ শোনা যাচ্ছিল মুম্বইয়ের হয়ে রঞ্জি ফাইনালে খেলার সময় আবার নাকি, তাঁর পিঠে চোট লেগেছে ৷ কিন্তু, সেসব গুজব উড়িয়ে শনিবার রাতে কলকাতা পৌঁছে গেলেন নাইট অধিনায়ক ৷

Image Courtesy: KKR X
Image Courtesy: KKR X

কলকাতা, 17 মার্চ: নাইট শিবিরে বোর্ডিং করে ফেললেন শ্রেয়স আইয়ার ৷ শনিবার রাতে খানিকটা নিঃশব্দেই শহরে চলে এলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়স আইয়ার ৷ চোট ও অস্ত্রোপচারের কারণে গতবছর পুরো আইপিএল থেকে বাদ পড়েছিলেন তিনি ৷ এবারেও তাঁর চোট নিয়ে নানান গুঞ্জন চললেও, শেষমেষ টিম হোটেলে পৌঁছে গিয়েছেন শ্রেয়স ৷ রবিবার বিকেলে ইডেনে নাইটদের প্রস্তুতি শিবিরে দলের সঙ্গে যোগ দেবেন অধিনায়ক ৷

2022 সালে আইপিএল-15’র আগে মেগা অকশনে শ্রেয়স আইয়ারকে 12.25 কোটি টাকা দিয়ে কিনেছিল কেকেআর ফ্র্যাঞ্চাইজি ৷ সেই বছর নাইটদের হয়ে 14 ম্যাচে 401 রান করেছিলেন শ্রেয়স ৷ এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে পিঠে চোট পান তিনি ৷ জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করলেও, ফিট হননি ৷ শেষে বোর্ডের তরফে শ্রেয়সকে লন্ডনে পাঠানো হয় অস্ত্রোপচারের জন্য ৷ সেই থেকে প্রায় 5 মাসের দীর্ঘ রিহ্যাব শেষে বিশ্বকাপের আগে জাতীয় দলে কামব্যাক করেন ৷ এরপর বিশ্বকাপে ভারতের জার্সিতে সবক’টি ম্যাচে খেলেছিলেন নাইট দলনায়ক ৷

কিন্তু, সম্প্রতি ফের ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টের পর পিঠে অস্বস্তি বোধ করায়, তাঁকে এনসিএ-তে পাঠানো হয় ৷ সেই কারণে তৃতীয় টেস্টে শ্রেয়সকে দলে রাখা হয়নি ৷ কিন্তু, এনসিএ থেকে জানিয়ে দেওয়া হয় শ্রেয়স সুস্থ ৷ তা সত্ত্বেও তিনি মুম্বইয়ের হয়ে রঞ্জি কোয়ার্টার ফাইনালে খেলেননি ৷ ফলে ভারতীয় দল থেকেও বাদ পড়েন ৷ বদলে মুম্বইয়ে কলকাতা নাইট রাইডার্সের প্রস্তুতি শিবিরে যোগ দিয়েছিলেন শ্রেয়স আইয়ার ৷ যার ফলও ভুগতে হয় মুম্বইকরকে ৷ তাঁকে বার্ষিক চুক্তি থেকে বাদ দেয় বিসিসিআই ৷ তারপরেই রঞ্জি সেমিফাইনাল ও ফাইনালে খেলতে নামেন নাইট অধিনায়ক ৷

তবে, বিদর্ভের বিরুদ্ধে রঞ্জি ফাইনালের শেষ দু’দিন মাঠে নামেননি শ্রেয়স আইয়ার ৷ ফাইনালের দ্বিতীয় ইনিংসে 95 রানের ইনিংস খেলার পর তিনি টিম ম্যানেজমেন্টকে পিঠে ব্যথা অনুভব করার বলে জানান ৷ ফলে আইপিএলের শুরুতে নাইট শিবিরে শ্রেয়স আইয়ারকে পাওয়া যাবে কি না, তা নিয়ে একটা সংশয় তৈরি হয়েছিল ৷ তবে, সেই সব জল্পনা সরিয়ে শনিবার রাতে নাইটদের হোটেলে পৌঁছালেন তিনি ৷ 23 মার্চ ইডেন গার্ডেন্সে কেকেআরের প্রথম ম্যাচ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৷

আরও পড়ুন:

  1. সকালে শহরে পৌঁছে বিকেলে অনুশীলনে বিধ্বংসী মেজাজে রাসেল
  2. নাইট সংসারে ফিরে ভয়ডরহীন ক্রিকেট খেলার প্রতিশ্রুতি মনীশের
  3. আবেগ উসকে কলকাতায় পা গম্ভীরের, নাইট অধিনায়ককে নিয়ে ফের জটিলতা

কলকাতা, 17 মার্চ: নাইট শিবিরে বোর্ডিং করে ফেললেন শ্রেয়স আইয়ার ৷ শনিবার রাতে খানিকটা নিঃশব্দেই শহরে চলে এলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়স আইয়ার ৷ চোট ও অস্ত্রোপচারের কারণে গতবছর পুরো আইপিএল থেকে বাদ পড়েছিলেন তিনি ৷ এবারেও তাঁর চোট নিয়ে নানান গুঞ্জন চললেও, শেষমেষ টিম হোটেলে পৌঁছে গিয়েছেন শ্রেয়স ৷ রবিবার বিকেলে ইডেনে নাইটদের প্রস্তুতি শিবিরে দলের সঙ্গে যোগ দেবেন অধিনায়ক ৷

2022 সালে আইপিএল-15’র আগে মেগা অকশনে শ্রেয়স আইয়ারকে 12.25 কোটি টাকা দিয়ে কিনেছিল কেকেআর ফ্র্যাঞ্চাইজি ৷ সেই বছর নাইটদের হয়ে 14 ম্যাচে 401 রান করেছিলেন শ্রেয়স ৷ এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে পিঠে চোট পান তিনি ৷ জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করলেও, ফিট হননি ৷ শেষে বোর্ডের তরফে শ্রেয়সকে লন্ডনে পাঠানো হয় অস্ত্রোপচারের জন্য ৷ সেই থেকে প্রায় 5 মাসের দীর্ঘ রিহ্যাব শেষে বিশ্বকাপের আগে জাতীয় দলে কামব্যাক করেন ৷ এরপর বিশ্বকাপে ভারতের জার্সিতে সবক’টি ম্যাচে খেলেছিলেন নাইট দলনায়ক ৷

কিন্তু, সম্প্রতি ফের ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টের পর পিঠে অস্বস্তি বোধ করায়, তাঁকে এনসিএ-তে পাঠানো হয় ৷ সেই কারণে তৃতীয় টেস্টে শ্রেয়সকে দলে রাখা হয়নি ৷ কিন্তু, এনসিএ থেকে জানিয়ে দেওয়া হয় শ্রেয়স সুস্থ ৷ তা সত্ত্বেও তিনি মুম্বইয়ের হয়ে রঞ্জি কোয়ার্টার ফাইনালে খেলেননি ৷ ফলে ভারতীয় দল থেকেও বাদ পড়েন ৷ বদলে মুম্বইয়ে কলকাতা নাইট রাইডার্সের প্রস্তুতি শিবিরে যোগ দিয়েছিলেন শ্রেয়স আইয়ার ৷ যার ফলও ভুগতে হয় মুম্বইকরকে ৷ তাঁকে বার্ষিক চুক্তি থেকে বাদ দেয় বিসিসিআই ৷ তারপরেই রঞ্জি সেমিফাইনাল ও ফাইনালে খেলতে নামেন নাইট অধিনায়ক ৷

তবে, বিদর্ভের বিরুদ্ধে রঞ্জি ফাইনালের শেষ দু’দিন মাঠে নামেননি শ্রেয়স আইয়ার ৷ ফাইনালের দ্বিতীয় ইনিংসে 95 রানের ইনিংস খেলার পর তিনি টিম ম্যানেজমেন্টকে পিঠে ব্যথা অনুভব করার বলে জানান ৷ ফলে আইপিএলের শুরুতে নাইট শিবিরে শ্রেয়স আইয়ারকে পাওয়া যাবে কি না, তা নিয়ে একটা সংশয় তৈরি হয়েছিল ৷ তবে, সেই সব জল্পনা সরিয়ে শনিবার রাতে নাইটদের হোটেলে পৌঁছালেন তিনি ৷ 23 মার্চ ইডেন গার্ডেন্সে কেকেআরের প্রথম ম্যাচ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৷

আরও পড়ুন:

  1. সকালে শহরে পৌঁছে বিকেলে অনুশীলনে বিধ্বংসী মেজাজে রাসেল
  2. নাইট সংসারে ফিরে ভয়ডরহীন ক্রিকেট খেলার প্রতিশ্রুতি মনীশের
  3. আবেগ উসকে কলকাতায় পা গম্ভীরের, নাইট অধিনায়ককে নিয়ে ফের জটিলতা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.