ETV Bharat / sports

মুম্বই ছাড়ছেন রোহিত ! নায়ারের সঙ্গে কথোপকথনের ভিডিয়ো মুছল কেকেআর - Rohit Nayar Conversations - ROHIT NAYAR CONVERSATIONS

Rohit Sharma-Abhishek Nayar Conversations: আগামী বছরে কি তাহলে অন্য ফ্র্যাঞ্চাইজিতে দেখা যাবে রোহিত শর্মাকে ? তাও অধিনায়কের ভূমিকায় ? এমনটাই জল্পনা উসকে দিল কেকেআর সোশাল মিডিয়া টিমের ডিলিট করা ভিডিয়ো ৷ কী ছিল তাতে ? আসুন জেনে নেওয়া যাক ৷

ETV BHARAT
রোহিত শর্মা-অভিষেক নায়ারের কথোপকথনের ভিডিয়ো সরালো কেকেআর ৷ (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 11, 2024, 7:36 PM IST

কলকাতা, 11 মে: জল্পনা বাড়িয়ে কলকাতা নাইট রাইডার্সের সোশাল মিডিয়ায় একটি পোস্ট করা হল ৷ আর তা কয়েকঘণ্টার মধ্যে ডিলিটও হয়ে গেল ৷ কিন্তু, ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে ৷ মুহূর্তের মধ্যে সেই ভিডিয়ো ভাইরাল নেটপাড়ায় ৷ কী ছিল সেখানে ? ভিডিয়োটি ইডেন গার্ডেন্সে রোহিত শর্মা এবং কেকেআরের সহকারী-কোচ অভিষেক নায়ারের মধ্যে কথোপকথন ৷ ভিডিয়োটি এক্স হ্যান্ডেলে পোস্ট করার কিছুক্ষণ পর সেটি দেয় কেকেআরের সোশাল মিডিয়া টিম ৷

কিন্তু, ততক্ষণে লক্ষ লক্ষ মানুষের কাছে ভিডিয়োটি পৌঁছে গিয়েছে ৷ আর ভিডিয়োতে রোহিত-নায়ারের কথোপকথন নিয়ে শুরু হয়ে যায় চুলচেরা বিশ্লেষণ ৷ কিন্তু, কী ছিল দুই মুম্বইকরের আলোচনার বিষয়বস্তু ? ভিডিয়োটির অডিয়োর আওয়াজ খুব কম হলেও, তা যে একেবার বোধগম্য ছিল না; তেমনটা নয় ৷ ভাইরাল ভিডিয়োয় রোহিত শর্মাকে আগামী মরশুমে মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে দেওয়ার কথা বলতে শোনা যাচ্ছে ৷ 30 সেকেন্ডের ভিডিয়োয় দু’জনের কথোপকথন খানিকটা এরকম-

0:01 এক-একটা করে জিনিস বদলে যাচ্ছে ৷

0:04 ওটা ওদের উপর নির্ভর করছে ৷ আমার কিছু যায় আসে না ৷

0:08 আমি কোথাও যাচ্ছি না ৷

0:12 যাই হোক, যেমনই হোক, ভাই ওটা আমার ঘর ৷

0:15 এই মন্দিরটা আমি বানিয়েছি ৷

0:18 আমার কী ! এটা তো আমার শেষবার ৷

0:30 পরের বছর আমি চলে আসব ৷

সমালোচকদের মতে, রোহিত শর্মা এবং অভিষেক নায়ারের মধ্যে হওয়া এই আলাপচারিতায় স্পষ্ট, বর্তমান আইপিএল দলে খুব একটা ভালো নেই ভারত অধিনায়ক ৷ তবে, তিনি আগামী মরশুমে অন্য কোন ফ্র্যাঞ্চাইজিতে যাবেন? তা খোলসা করেননি ৷ উল্লেখ্য, ঘরোয়া ক্রিকেটে অভিষেক নায়ারের সঙ্গে মুম্বই দলে বহুবছর খেলেছেন রোহিত ৷ মুম্বই ইন্ডিয়ান্সেও তাঁরা সতীর্থ ছিলেন ৷ মাঠের বাইরেও দু'জনে ভালো বন্ধু ৷

উল্লেখ্য, ভারতীয় দলের অধিনায়ককে বিনা কোনও আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয় ৷ সেখানে গুজরাত টাইটান্স থেকে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে নিয়ে এসে অধিনায়ক করা হয় ফ্র্যাঞ্চাইজির তরফে ৷ আইপিএলের রেকর্ড ঘেঁটে দেখলে, দেখা যাবে 2013 সালে প্রথমবার অধিনায়ক হয়েই মুম্বই ফ্র্যাঞ্চাইজিকে প্রথম ট্রফি দিয়েছিলেন রোহিত ৷ সব মিলিয়ে পাঁচবার পল্টনদের চ্যাম্পিয়ন করেছেন 'হিটম্যান' ৷

আরও পড়ুন:

  1. পিএসজি ছাড়ার কথা নিশ্চিত করলেন এমবাপে, সম্ভাব্য গন্তব্য রিয়াল মাদ্রিদ
  2. আরও হোক চার-ছক্কার ফুলঝুরি, জন্মদিনে ফিরে দেখা 'হিটম্যানের' রেকর্ডবুক
  3. বিশ্বকাপ স্কোয়াডের পরিকল্পনায় আইপিএলের বিশেষ প্রভাব নেই, স্পষ্ট করলেন রোহিত

কলকাতা, 11 মে: জল্পনা বাড়িয়ে কলকাতা নাইট রাইডার্সের সোশাল মিডিয়ায় একটি পোস্ট করা হল ৷ আর তা কয়েকঘণ্টার মধ্যে ডিলিটও হয়ে গেল ৷ কিন্তু, ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে ৷ মুহূর্তের মধ্যে সেই ভিডিয়ো ভাইরাল নেটপাড়ায় ৷ কী ছিল সেখানে ? ভিডিয়োটি ইডেন গার্ডেন্সে রোহিত শর্মা এবং কেকেআরের সহকারী-কোচ অভিষেক নায়ারের মধ্যে কথোপকথন ৷ ভিডিয়োটি এক্স হ্যান্ডেলে পোস্ট করার কিছুক্ষণ পর সেটি দেয় কেকেআরের সোশাল মিডিয়া টিম ৷

কিন্তু, ততক্ষণে লক্ষ লক্ষ মানুষের কাছে ভিডিয়োটি পৌঁছে গিয়েছে ৷ আর ভিডিয়োতে রোহিত-নায়ারের কথোপকথন নিয়ে শুরু হয়ে যায় চুলচেরা বিশ্লেষণ ৷ কিন্তু, কী ছিল দুই মুম্বইকরের আলোচনার বিষয়বস্তু ? ভিডিয়োটির অডিয়োর আওয়াজ খুব কম হলেও, তা যে একেবার বোধগম্য ছিল না; তেমনটা নয় ৷ ভাইরাল ভিডিয়োয় রোহিত শর্মাকে আগামী মরশুমে মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে দেওয়ার কথা বলতে শোনা যাচ্ছে ৷ 30 সেকেন্ডের ভিডিয়োয় দু’জনের কথোপকথন খানিকটা এরকম-

0:01 এক-একটা করে জিনিস বদলে যাচ্ছে ৷

0:04 ওটা ওদের উপর নির্ভর করছে ৷ আমার কিছু যায় আসে না ৷

0:08 আমি কোথাও যাচ্ছি না ৷

0:12 যাই হোক, যেমনই হোক, ভাই ওটা আমার ঘর ৷

0:15 এই মন্দিরটা আমি বানিয়েছি ৷

0:18 আমার কী ! এটা তো আমার শেষবার ৷

0:30 পরের বছর আমি চলে আসব ৷

সমালোচকদের মতে, রোহিত শর্মা এবং অভিষেক নায়ারের মধ্যে হওয়া এই আলাপচারিতায় স্পষ্ট, বর্তমান আইপিএল দলে খুব একটা ভালো নেই ভারত অধিনায়ক ৷ তবে, তিনি আগামী মরশুমে অন্য কোন ফ্র্যাঞ্চাইজিতে যাবেন? তা খোলসা করেননি ৷ উল্লেখ্য, ঘরোয়া ক্রিকেটে অভিষেক নায়ারের সঙ্গে মুম্বই দলে বহুবছর খেলেছেন রোহিত ৷ মুম্বই ইন্ডিয়ান্সেও তাঁরা সতীর্থ ছিলেন ৷ মাঠের বাইরেও দু'জনে ভালো বন্ধু ৷

উল্লেখ্য, ভারতীয় দলের অধিনায়ককে বিনা কোনও আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয় ৷ সেখানে গুজরাত টাইটান্স থেকে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে নিয়ে এসে অধিনায়ক করা হয় ফ্র্যাঞ্চাইজির তরফে ৷ আইপিএলের রেকর্ড ঘেঁটে দেখলে, দেখা যাবে 2013 সালে প্রথমবার অধিনায়ক হয়েই মুম্বই ফ্র্যাঞ্চাইজিকে প্রথম ট্রফি দিয়েছিলেন রোহিত ৷ সব মিলিয়ে পাঁচবার পল্টনদের চ্যাম্পিয়ন করেছেন 'হিটম্যান' ৷

আরও পড়ুন:

  1. পিএসজি ছাড়ার কথা নিশ্চিত করলেন এমবাপে, সম্ভাব্য গন্তব্য রিয়াল মাদ্রিদ
  2. আরও হোক চার-ছক্কার ফুলঝুরি, জন্মদিনে ফিরে দেখা 'হিটম্যানের' রেকর্ডবুক
  3. বিশ্বকাপ স্কোয়াডের পরিকল্পনায় আইপিএলের বিশেষ প্রভাব নেই, স্পষ্ট করলেন রোহিত
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.