কলকাতা, 27 অগস্ট: আইএসএলে বল গড়াতে আর এক মাসও নেই ৷ এই সময়েই ইনভেস্টর সমস্যায় মহমেডান স্পোর্টিং। প্রথমবার আইএসএল খেলতে নামার আগে এ যেন বিনা মেঘে বজ্রপাতের মত অবস্থা ৷ কয়েকদিনের মধ্যেই সাংবাদিক সম্মেলন করার পরিকল্পনা করছিলেন মহমেডান ক্লাবের কর্তারা। তারই মধ্যে হঠাৎ করে তৈরি হওয়ায় এই সমস্যা ব্যকফুটে ঠেলে দিয়েছে শতাব্দীপ্রাচীন এই ক্লাবকে ৷ তবে আইএসএলে খেলার ব্যাপারে আশাবাদী ক্লাব কর্তারা ৷
আইএসএলে দল নামাতে কোনও সমস্যা হবে না বলে মনে করেন সচিব ইস্তেয়াক আহমেদ রাজু ৷ তিনি বলেন,“কোথাও একটা ভুল বোঝাবুঝি হয়েছে। আমরা আই লিগে একসঙ্গে কাজ করেছি। আইএসএলেও একসঙ্গে কাজ করব বলেই তৈরি হচ্ছি। তাই দু'পক্ষ কথা বললেই সমস্যা মিটে যাবে। আমরা এক পরিবারের মত, একজোট হয়ে আইএসএলে ভালো পারফরম্যান্স করার জন্য লড়ব।” গত মরশুমে আই লিগ জেতার সুবাদে এবার আইএসএলে খেলার ছাড়পত্র পেয়েছে মহমেডান ৷ 16 সেপ্টেম্বর সাদা-কালো শিবিরের প্রথম ম্যাচ ৷
কয়েকদিন আগেও ক্লাব ও বিনিয়োগকারী সংস্থার মধ্যে ছিল ফিল গুড আবহাওয়া। অথচ দিনকয়েক আগেই আইএসএলের সোশ্যাল মিডিয়া পেজ থেকে মহমেডানকে স্বাগত জানিয়ে পোস্ট করা হয়েছিল। কিন্তু সোমবার সন্ধ্যায় লগ্নিকারী সংস্থার কর্নধার এক ভিডিও বার্তায় সাদা-কালো শিবিরের সঙ্গে গাঁটছড়া ছিন্ন করার জোরাল ইঙ্গিত দিলেন। এর ফলে মহমেডানের আইএসএলে খেলা নিয়েই জটিলতা তৈরি হল বলে মনে করা হচ্ছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে ইনভেস্টর বাঙ্কারহিলের সঙ্গে শ্রাচী স্পোর্টসের চুক্তি ভেস্তে যেতে বসার উপক্রম।
চলতি মাসের শুরুর দিকে মহমেডানের পক্ষ থেকে সরকারিভাবে জানানো হয়েছিল, শ্রাচী স্পোর্টস সাদা-কালো শিবিরের সঙ্গে যুক্ত হচ্ছে। কিন্তু, সোমবার বাঙ্কারহিল কর্তা দীপক সিং একটি ভিডিওতে বলেন, মহমেডান কর্তাদের বিভিন্ন দাবির জন্য চুক্তি হচ্ছে না। কারণ চুক্তি অনুযায়ী মহমেডান, বাঙ্কারহিল, শ্রাচী তিন পক্ষের দু'জন করে প্রতিনিধি বোর্ডে থাকার কথা। কিন্তু মহমেডান কর্তারা দাবি করেন, তাঁদের 5 জন প্রতিনিধি বোর্ড অব ডিরেক্টরে থাকবেন। চেয়ারম্যান হবেন মহমেডানের পক্ষ থেকে ৷ যা কিছুতেই মানতে পারছে না অন্যতম লগ্নিকারী সংস্থা বাঙ্কারহিল।
বিনিয়োগকারী সংস্থার কর্তার আরও অভিযোগ, চুক্তি অনুযায়ী শেয়ার এখনও ট্রান্সফার করেনি মহমেডানের শীর্ষ কর্তারা। ফলে সেই শেয়ার শ্রাচীকে ট্রান্সফার করতে পারা যাচ্ছে না। তাই এই চুক্তি সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন বাঙ্কারহিল কর্তা। আর এই ভিডিয়োর পরে সোশাল মিডিয়ায় নিজেদের ক্ষোভ উগড়ে দেন মহমেডান সমর্থকরা। এরপরেই সন্ধ্যেবেলা জরুরি বৈঠকে বসেন মহমেডান কর্তারা। সমস্যা মিটে যাবে বলেই আশাপ্রকাশ করছেন তাঁরা।
তবে যা পরিস্থিতি, তাতে আগামী দু'দিনের মধ্যে সমস্যা না-মিটলে মহমেডানের পরিস্থিতি আরও জটিল হবে। কিশোরভারতী স্টেডিয়ামকে হোম গ্রাউন্ড করে আইএসএলের প্রস্তুতি সারছে মহমেডান। কিন্তু, এর মধ্যে এই সমস্যা সাদা-কালো শিবিরে অস্বস্তি তৈরি হয়েছে।