ETV Bharat / sports

চোট সারিয়ে ফিট, সেমিফাইনালে শুরু থেকে খেলবেন লিও - Copa America 2024

author img

By PTI

Published : Jul 9, 2024, 3:54 PM IST

Copa America 2024: ভারতীয় সময় বুধবার সকালে সাড়ে ছ’টায় কোপা আমেরিকার সেমিফাইনাল খেলতে নামবে আর্জেন্তিনা ৷ যে ম্যাচের শুরু থেকেই খেলবেন লিওনেল মেসি ৷ কোয়ার্টার ফাইনালে পুরো ম্যাচ খেললেও, চোটের কারণে নিজের একশো শতাংশ দিতে পারেননি তিনি ৷ তবে, বুধবারে একশো শতাংশ ফিট মেসিকে পাওয়া যাবে বলে জানিয়েছেন আর্জেন্তাইন কোচ ৷

ETV BHARAT
কানাডার বিরুদ্ধে সেমিফাইনালে নামার আগে অনুশীলনে লিওনেল মেসি ৷ (ছবি- আর্জেন্তিনা ফুটবল এক্স)

নিউজার্সি, 9 জুলাই: কোপা আমেরিকার সেমিফাইনালে পুরোপুরি ফিট লিও নেল মেসিকে পাওয়া যাবে ৷ অন্তত এমনটাই দাবি করলেন আর্জেন্তিনার বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল স্কালোনি ৷ ডান পায়ের চোট সারিয়ে এই মুহূর্তে ফিট লিও ৷ কোনও সমস্যা হচ্ছে না তাঁর ৷ তাই কানাডার বিরুদ্ধে প্রথম মিনিট থেকে মাঠে থাকবেন এলএম টেন ৷

গ্রুপ স্টেজে 25 জুন চিলির বিরুদ্ধে খেলার সময় ডান পায়ে সমস্যা হয় মেসির ৷ তার জেরে গ্রুপের শেষ ম্যাচ এবং কোয়ার্টার ফাইনালে মেসিকে পুরোপুরি ছন্দে পাওয়া যায়নি ৷ তবুও ইকুয়েডরের বিরুদ্ধে গত শনিবার কোয়ার্টারে পুরো ম্যাচ খেলেছিলেন তিনি ৷ সেই ম্যাচের ফলাফল আসে পেনাল্টি শুটআউটে ৷ কিন্তু, মেসি শুরুতেই পেনাল্টি মিস করেন ৷ ফলে মেসিকে কানাডার বিরুদ্ধে মাঠে পুরো 90 মিনিট পাওয়া যাবে কি না, তা নিয়ে একটা সংশয় ছিলই ৷

সেই নিয়ে 'লা আলবিসেলেস্তে' কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, "লিও ভালো আছে ৷ ও আগামিকালের ম্যাচে খেলবে ৷" উল্লেখ্য, চলতি কোপা আমেরিকায় মেসির ফর্ম সবচেয়ে বড় চিন্তার বিষয় ৷ এবারে টুর্নামেন্টে একটি গোলও করতে পারেননি তিনি ৷ এমনকি পেনাল্টি শুটআউটেও গোল মিস করছেন মেসি, যে দৃশ্য সচরাচর দেখা যায় না ৷ 37 বছরের আর্জেন্তাইন মহাতারকা কোপা আমেরিকায় এ যাবৎ 13টি গোল করছেন ৷

তবে, এদিন স্কালোনি বলেন, "দেখুন আমার পক্ষে মেসির খেলা নিয়ে সিদ্ধান্ত নেওয়াটা খুবই সহজ ৷ আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, কেমন আছে ৷ ও যদি বলত, 'আমি ভালো নেই', তাহলে শেষ 30 মিনিট খেলত ৷ সেক্ষেত্রে যখন পুরোপুরি ফিট হত, তখনই আমি লিওকে মাঠে নামাতাম ৷" আর্জেন্তিনার সামনে 16তম কোপা আমেরিকা জয়ের সুযোগ রয়েছে ৷ টুর্নামেন্টের শুরুতে গ্রুপ পর্যায়ে আর্জেন্তিনা কানাডাকে 2-0 গোলে হারিয়েছিল ৷ যেখানে দ্বিতীয়ার্ধে একটি গোলে মেসির অ্যাসিস্ট ছিল ৷ কিন্তু, তার বাইরে টুর্নামেন্টে বিশেষ ছন্দে নেই তিনি ৷ যা সেমিফাইনালে চিন্তায় রাখবে স্কালোনিকে ৷

নিউজার্সি, 9 জুলাই: কোপা আমেরিকার সেমিফাইনালে পুরোপুরি ফিট লিও নেল মেসিকে পাওয়া যাবে ৷ অন্তত এমনটাই দাবি করলেন আর্জেন্তিনার বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল স্কালোনি ৷ ডান পায়ের চোট সারিয়ে এই মুহূর্তে ফিট লিও ৷ কোনও সমস্যা হচ্ছে না তাঁর ৷ তাই কানাডার বিরুদ্ধে প্রথম মিনিট থেকে মাঠে থাকবেন এলএম টেন ৷

গ্রুপ স্টেজে 25 জুন চিলির বিরুদ্ধে খেলার সময় ডান পায়ে সমস্যা হয় মেসির ৷ তার জেরে গ্রুপের শেষ ম্যাচ এবং কোয়ার্টার ফাইনালে মেসিকে পুরোপুরি ছন্দে পাওয়া যায়নি ৷ তবুও ইকুয়েডরের বিরুদ্ধে গত শনিবার কোয়ার্টারে পুরো ম্যাচ খেলেছিলেন তিনি ৷ সেই ম্যাচের ফলাফল আসে পেনাল্টি শুটআউটে ৷ কিন্তু, মেসি শুরুতেই পেনাল্টি মিস করেন ৷ ফলে মেসিকে কানাডার বিরুদ্ধে মাঠে পুরো 90 মিনিট পাওয়া যাবে কি না, তা নিয়ে একটা সংশয় ছিলই ৷

সেই নিয়ে 'লা আলবিসেলেস্তে' কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, "লিও ভালো আছে ৷ ও আগামিকালের ম্যাচে খেলবে ৷" উল্লেখ্য, চলতি কোপা আমেরিকায় মেসির ফর্ম সবচেয়ে বড় চিন্তার বিষয় ৷ এবারে টুর্নামেন্টে একটি গোলও করতে পারেননি তিনি ৷ এমনকি পেনাল্টি শুটআউটেও গোল মিস করছেন মেসি, যে দৃশ্য সচরাচর দেখা যায় না ৷ 37 বছরের আর্জেন্তাইন মহাতারকা কোপা আমেরিকায় এ যাবৎ 13টি গোল করছেন ৷

তবে, এদিন স্কালোনি বলেন, "দেখুন আমার পক্ষে মেসির খেলা নিয়ে সিদ্ধান্ত নেওয়াটা খুবই সহজ ৷ আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, কেমন আছে ৷ ও যদি বলত, 'আমি ভালো নেই', তাহলে শেষ 30 মিনিট খেলত ৷ সেক্ষেত্রে যখন পুরোপুরি ফিট হত, তখনই আমি লিওকে মাঠে নামাতাম ৷" আর্জেন্তিনার সামনে 16তম কোপা আমেরিকা জয়ের সুযোগ রয়েছে ৷ টুর্নামেন্টের শুরুতে গ্রুপ পর্যায়ে আর্জেন্তিনা কানাডাকে 2-0 গোলে হারিয়েছিল ৷ যেখানে দ্বিতীয়ার্ধে একটি গোলে মেসির অ্যাসিস্ট ছিল ৷ কিন্তু, তার বাইরে টুর্নামেন্টে বিশেষ ছন্দে নেই তিনি ৷ যা সেমিফাইনালে চিন্তায় রাখবে স্কালোনিকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.