ETV Bharat / sports

আসছে ক্রিকেটের ধাঁচে কনকাশন পরিবর্ত, নয়া সিজনে একাধিক নতুন নিয়ম আইএসএলে - ISL 2024 25 - ISL 2024 25

ISL NEW RULES: কনকাশন পরিবর্ত থেকে লাল কার্ডের বিরুদ্ধে আবেদন ৷ নতুন মরশুম থেকে কিছু নতুন নিয়মের সঙ্গে পরিচিতি ঘটতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগের ৷ একনজরে সেই নিয়মগুলি ৷

ISL NEW RULES
আইএসএলে নয়া নিয়ম (GETTY)
author img

By ETV Bharat Sports Team

Published : Sep 5, 2024, 1:27 PM IST

কলকাতা, 5 সেপ্টেম্বর: নতুন মরশুমে ইন্ডিয়ান সুপার লিগের ঢাকে কাঠি পড়তে চলেছে আগামী 13 সেপ্টেম্বর ৷ বুধবার কলকাতায় অনুষ্ঠিত হয়েছে প্রথম আইএসএল মিডিয়া ডে ৷ সেখানেই আসন্ন মরশুমে নয়া কিছু নিয়মের সঙ্গে পরিচিত হল দেশের টপ টিয়ার ফুটবল লিগের ৷ বলা ভালো নয়া মরশুম থেকে এইসব নিয়মগুলির সঙ্গে পরিচিতি ঘটতে চলেছে আইএসএলের ৷ সেখানে ক্রিকেটের ধাঁচে যেমন কনকাশন পরিবর্ত থাকছে, তেমনই কোনও ফুটবলারের লাল কার্ড দেখা নিয়ে গৃহীত হয়েছে বড় সিদ্ধান্ত ৷ একনজরে নয়া নিয়মগুলি:

  • ভারতীয় সহকারি কোচ বাধ্যতামূলক: প্রত্যেক ক্লাবের জন্য এএফসি প্রো লাইসেন্সপ্রাপ্ত ভারতীয় সহকারি কোচ বাধ্যতামূলক করা হয়েছে ৷ কোনও কারণে হেড কোচ তাঁর পদে না-থাকলে কিংবা দায়িত্ব ছাড়লে অন্তর্বর্তী হিসেবে সহকারি ভারতীয় কোচই প্রধান কোচের সমস্ত দায়িত্ব সামলাবেন ৷ যেমন, বর্তমানে এফসি গোয়ার হেড কোচ মানোলো মার্কুয়েজ যেহেতু ভারতীয় দলেরও কোচ; তাই স্প্য়ানিশ কোচকে না-পাওয়া গেলে দায়িত্ব সামলাবেন সহকারি ভারতীয় কোচ গৌরমাঙ্গি সিং ৷
  • কনকাশন পরিবর্ত: ক্রিকেটের ধাঁচে আইএসএলেও চালু হতে চলেছে কনকাশন পরিবর্ত ৷ প্রত্যেক ম্যাচে পাঁচটি পরিবর্তনের বাইরে গিয়েও একটি করে কনকাশন পরিবর্ত দলগুলি করতে পারবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে ৷ মাথার চোটের ক্ষেত্রে টিম ডক্টর এক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করবেন যে, সংশ্লিষ্ট ফুটবলার খেলা চালিয়ে যেতে পারবেন কি না ৷ পরবর্তীতে ফিট সার্টিফিকেট নিয়ে তবেই অনুশীলনে নামতে পারবেন তিনি ৷ কনকাশনের 48-72 ঘণ্টার মধ্যে কোনওপ্রকার অনুশীলন কিংবা ম্য়াচ খেলতে পারবেন না ওই ফুটবলার ৷
  • লাল কার্ডের বিরুদ্ধে আবেদন: ফুটবলার কিংবা ক্লাব এবার থেকে লাল কার্ডের বিরুদ্ধে আবেদন করতে পারবে, যদি তাঁর বা তাঁদের মনে হয় রেফারির ভুলে অন্য়ায়ভাবে ফুটবলারটি লাল কার্ড দেখেছেন ৷ তবে এই আবেদন কেবল সরাসরি লাল কার্ডের ক্ষেত্রেই প্রযোজ্য হবে ৷ এমনকী মাঠে কোন খারাপ শব্দ প্রয়োগে লাল কার্ড দেখলে তার বিরুদ্ধেও আবেদন করা যাবে না ৷ ম্য়াচ শেষ হওয়ার দু'ঘণ্টার মধ্যে প্রমাণ-সহ ম্যাচে কমিশনারকে আবেদন জানাতে হবে ৷ সাসপেনশন লাগু হওয়ার আগেই শৃঙ্খলারক্ষা কমিটি পর্যালোচনা করে এ ব্য়াপারে সিদ্ধান্ত নেবে ৷ প্রয়োজনে সাসপেনশন প্রত্য়াহারও হবে ৷
  • ডুরান্ডের শিক্ষা কাজে লাগাতে চান, প্রতিটি ম্যাচকেই ফাইনাল বলছেন হোসে মোলিনা

কলকাতা, 5 সেপ্টেম্বর: নতুন মরশুমে ইন্ডিয়ান সুপার লিগের ঢাকে কাঠি পড়তে চলেছে আগামী 13 সেপ্টেম্বর ৷ বুধবার কলকাতায় অনুষ্ঠিত হয়েছে প্রথম আইএসএল মিডিয়া ডে ৷ সেখানেই আসন্ন মরশুমে নয়া কিছু নিয়মের সঙ্গে পরিচিত হল দেশের টপ টিয়ার ফুটবল লিগের ৷ বলা ভালো নয়া মরশুম থেকে এইসব নিয়মগুলির সঙ্গে পরিচিতি ঘটতে চলেছে আইএসএলের ৷ সেখানে ক্রিকেটের ধাঁচে যেমন কনকাশন পরিবর্ত থাকছে, তেমনই কোনও ফুটবলারের লাল কার্ড দেখা নিয়ে গৃহীত হয়েছে বড় সিদ্ধান্ত ৷ একনজরে নয়া নিয়মগুলি:

  • ভারতীয় সহকারি কোচ বাধ্যতামূলক: প্রত্যেক ক্লাবের জন্য এএফসি প্রো লাইসেন্সপ্রাপ্ত ভারতীয় সহকারি কোচ বাধ্যতামূলক করা হয়েছে ৷ কোনও কারণে হেড কোচ তাঁর পদে না-থাকলে কিংবা দায়িত্ব ছাড়লে অন্তর্বর্তী হিসেবে সহকারি ভারতীয় কোচই প্রধান কোচের সমস্ত দায়িত্ব সামলাবেন ৷ যেমন, বর্তমানে এফসি গোয়ার হেড কোচ মানোলো মার্কুয়েজ যেহেতু ভারতীয় দলেরও কোচ; তাই স্প্য়ানিশ কোচকে না-পাওয়া গেলে দায়িত্ব সামলাবেন সহকারি ভারতীয় কোচ গৌরমাঙ্গি সিং ৷
  • কনকাশন পরিবর্ত: ক্রিকেটের ধাঁচে আইএসএলেও চালু হতে চলেছে কনকাশন পরিবর্ত ৷ প্রত্যেক ম্যাচে পাঁচটি পরিবর্তনের বাইরে গিয়েও একটি করে কনকাশন পরিবর্ত দলগুলি করতে পারবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে ৷ মাথার চোটের ক্ষেত্রে টিম ডক্টর এক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করবেন যে, সংশ্লিষ্ট ফুটবলার খেলা চালিয়ে যেতে পারবেন কি না ৷ পরবর্তীতে ফিট সার্টিফিকেট নিয়ে তবেই অনুশীলনে নামতে পারবেন তিনি ৷ কনকাশনের 48-72 ঘণ্টার মধ্যে কোনওপ্রকার অনুশীলন কিংবা ম্য়াচ খেলতে পারবেন না ওই ফুটবলার ৷
  • লাল কার্ডের বিরুদ্ধে আবেদন: ফুটবলার কিংবা ক্লাব এবার থেকে লাল কার্ডের বিরুদ্ধে আবেদন করতে পারবে, যদি তাঁর বা তাঁদের মনে হয় রেফারির ভুলে অন্য়ায়ভাবে ফুটবলারটি লাল কার্ড দেখেছেন ৷ তবে এই আবেদন কেবল সরাসরি লাল কার্ডের ক্ষেত্রেই প্রযোজ্য হবে ৷ এমনকী মাঠে কোন খারাপ শব্দ প্রয়োগে লাল কার্ড দেখলে তার বিরুদ্ধেও আবেদন করা যাবে না ৷ ম্য়াচ শেষ হওয়ার দু'ঘণ্টার মধ্যে প্রমাণ-সহ ম্যাচে কমিশনারকে আবেদন জানাতে হবে ৷ সাসপেনশন লাগু হওয়ার আগেই শৃঙ্খলারক্ষা কমিটি পর্যালোচনা করে এ ব্য়াপারে সিদ্ধান্ত নেবে ৷ প্রয়োজনে সাসপেনশন প্রত্য়াহারও হবে ৷
  • ডুরান্ডের শিক্ষা কাজে লাগাতে চান, প্রতিটি ম্যাচকেই ফাইনাল বলছেন হোসে মোলিনা
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.