ETV Bharat / sports

জার্মানির কাছে হেরে সোনা-রুপো হাতছাড়া, হকিতে ফের ব্রোঞ্জের জন্য লড়বে ভারত - PARIS OLYMPICS 2024 - PARIS OLYMPICS 2024

INDIA VS GERMANY HOCKEY SEMI-FINAL: প্যারিস অলিম্পিক্সে পদকের রং বদলানোর সুযোগ হাতছাড়া ভারতের । 2-3 গোলে হেরে স্পেনের বিরুদ্ধে ব্রোঞ্জ পদকের জন্য লড়বেন শ্রীজেশরা । মঙ্গলবার ভারতকে হারিয়ে টোকিয়ো অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক ম্যাচে হারের বদলা নিল জার্মানরা ।

HARMANPREET SINGH
গোল করার পথে হরমনপ্রীত (AP Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Aug 7, 2024, 12:13 AM IST

Updated : Aug 7, 2024, 12:35 AM IST

প্যারিস, 6 অগস্ট: জার্মানির কাছে হেরে 44 বছর পর অলিম্পিক্স হকির ফাইনালে যাওয়া হল না ভারতের। দুরন্ত লড়েও প্যারিস অলিম্পিক্সে পদকের রং বদলানোর সুযোগ হাতছাড়া করল 'মেন ইন ব্লু'র । 2-3 গোলে হেরে স্পেনের বিরুদ্ধে ব্রোঞ্জ পদকের জন্য লড়বেন শ্রীজেশরা । মঙ্গলবার ভারতকে হারিয়ে টোকিয়ো অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক ম্যাচে হারের বদলা নিল জার্মানরা ।

প্রথম কোয়ার্টারে হরমনপ্রীতের গোল: মেগা সেমিফাইনালের প্রথম কোয়ার্টারে তেড়েফুঁড়ে শুরু করে ভারত । প্রথম থেকেই জার্মান রক্ষণে আছড়ে পড়ে ভারতের আক্রমণ । ফল মেলে হাতেনাতে । ম্যাচের 7 মিনিটে পেনাল্টি কর্নার থেকে দুরন্ত ড্র্যাগ ফ্লিকে ভারতকে এগিয়ে দেন অধিনায়ক হরমনপ্রীত সিং । টুর্নামেন্টে তাঁর অষ্টম গোল এটি ।

দ্বিতীয় কোয়ার্টারে দাপট জার্মানির: প্রথমার্ধেই গোল খেয়ে দমে যাওয়া নয়, বরং দ্বিতীয়ার্ধে দুরন্ত প্রত্যাবর্তন করে চারবারের অলিম্পিক্স সোনাজয়ীরা। একের পর এক আক্রমণ তুলে নাভিশ্বাস তুলে দেয় ভারতীয় রক্ষণের । আক্রমণ প্রতিফলিত হয় স্কোরবোর্ডে । প্রথমে 18 মিনিটে পেনাল্টি কর্নার থেকে গঞ্জালো পিয়াট গোল করে যান । এরপর আরও একটি পেনাল্টি কর্নার বাঁচাতে গিয়ে গোলের সামনে বলে পা লাগিয়ে ফেলেন জারমনপ্রীত সিং । 27 মিনিটে পেনাল্টি স্ট্রোক কাজে লাগিয়ে ভারতকে এগিয়ে দেন ক্রিস্টোফার রুয়েহর । প্রথমার্ধে 2-1 গোলে এগিয়ে থাকে জার্মানি ।

তৃতীয় কোয়ার্টারে ভারতের প্রত্যাবর্তন: দ্বিতীয় কোয়ার্টার জার্মানির হলে তৃতীয় কোয়ার্টারে ফের জাঁকিয়ে বসে ভারত । পেনাল্টি কর্নারে নতুনত্ব কৌশল কাজে লাগিয়ে তৃতীয় কোয়ার্টারে সমতায় ফেরে ভারত । 36 মিনিটে পেনাল্টি কর্নার থেকে হরমনপ্রীতের ড্র্যাগ ফ্লিকে খোঁচা দিয়ে 2-2 করে যান সুখজিৎ সিং । যা নয়া কৌশলের অঙ্গ ।

চতুর্থ কোয়ার্টারে জার্মানির জয়সূচক গোল: আক্রমণে আধিপত্য ছিল জার্মানির । তবে ভারতের রক্ষণে তাদের সমস্ত প্রয়াস আটকে যাচ্ছিল । কিন্তু 54 মিনিটে দুরন্ত ফ্লিকে মার্কো মিল্কটাউয়ের ফিল্ড গোল জয় এনে দেয় জার্মানিকে । ফাইনালে ডাচদের সামনে তারা ।

প্যারিস, 6 অগস্ট: জার্মানির কাছে হেরে 44 বছর পর অলিম্পিক্স হকির ফাইনালে যাওয়া হল না ভারতের। দুরন্ত লড়েও প্যারিস অলিম্পিক্সে পদকের রং বদলানোর সুযোগ হাতছাড়া করল 'মেন ইন ব্লু'র । 2-3 গোলে হেরে স্পেনের বিরুদ্ধে ব্রোঞ্জ পদকের জন্য লড়বেন শ্রীজেশরা । মঙ্গলবার ভারতকে হারিয়ে টোকিয়ো অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক ম্যাচে হারের বদলা নিল জার্মানরা ।

প্রথম কোয়ার্টারে হরমনপ্রীতের গোল: মেগা সেমিফাইনালের প্রথম কোয়ার্টারে তেড়েফুঁড়ে শুরু করে ভারত । প্রথম থেকেই জার্মান রক্ষণে আছড়ে পড়ে ভারতের আক্রমণ । ফল মেলে হাতেনাতে । ম্যাচের 7 মিনিটে পেনাল্টি কর্নার থেকে দুরন্ত ড্র্যাগ ফ্লিকে ভারতকে এগিয়ে দেন অধিনায়ক হরমনপ্রীত সিং । টুর্নামেন্টে তাঁর অষ্টম গোল এটি ।

দ্বিতীয় কোয়ার্টারে দাপট জার্মানির: প্রথমার্ধেই গোল খেয়ে দমে যাওয়া নয়, বরং দ্বিতীয়ার্ধে দুরন্ত প্রত্যাবর্তন করে চারবারের অলিম্পিক্স সোনাজয়ীরা। একের পর এক আক্রমণ তুলে নাভিশ্বাস তুলে দেয় ভারতীয় রক্ষণের । আক্রমণ প্রতিফলিত হয় স্কোরবোর্ডে । প্রথমে 18 মিনিটে পেনাল্টি কর্নার থেকে গঞ্জালো পিয়াট গোল করে যান । এরপর আরও একটি পেনাল্টি কর্নার বাঁচাতে গিয়ে গোলের সামনে বলে পা লাগিয়ে ফেলেন জারমনপ্রীত সিং । 27 মিনিটে পেনাল্টি স্ট্রোক কাজে লাগিয়ে ভারতকে এগিয়ে দেন ক্রিস্টোফার রুয়েহর । প্রথমার্ধে 2-1 গোলে এগিয়ে থাকে জার্মানি ।

তৃতীয় কোয়ার্টারে ভারতের প্রত্যাবর্তন: দ্বিতীয় কোয়ার্টার জার্মানির হলে তৃতীয় কোয়ার্টারে ফের জাঁকিয়ে বসে ভারত । পেনাল্টি কর্নারে নতুনত্ব কৌশল কাজে লাগিয়ে তৃতীয় কোয়ার্টারে সমতায় ফেরে ভারত । 36 মিনিটে পেনাল্টি কর্নার থেকে হরমনপ্রীতের ড্র্যাগ ফ্লিকে খোঁচা দিয়ে 2-2 করে যান সুখজিৎ সিং । যা নয়া কৌশলের অঙ্গ ।

চতুর্থ কোয়ার্টারে জার্মানির জয়সূচক গোল: আক্রমণে আধিপত্য ছিল জার্মানির । তবে ভারতের রক্ষণে তাদের সমস্ত প্রয়াস আটকে যাচ্ছিল । কিন্তু 54 মিনিটে দুরন্ত ফ্লিকে মার্কো মিল্কটাউয়ের ফিল্ড গোল জয় এনে দেয় জার্মানিকে । ফাইনালে ডাচদের সামনে তারা ।

Last Updated : Aug 7, 2024, 12:35 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.