ETV Bharat / sports

দ্বীপরাষ্ট্রে দুরন্ত রেণুকা, রাধা ! মেগা ম্যাচে 80 রানেই গুটিয়ে গেল বাংলাদেশ - ASIA CUP 2024

India W vs Bangladesh W in Asia Cup: এশিয়া কাপের সেমি-ফাইনালে রানগিরি ডাম্বুল্লা ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করেছে বাংলাদেশ ৷ ভারতের বোলারদের দাপটে 80 রান তুলল বাংলাদেশ ৷

author img

By ETV Bharat Sports Team

Published : Jul 26, 2024, 3:30 PM IST

Updated : Jul 26, 2024, 3:43 PM IST

India W vs Bangladesh W
দ্বীপরাষ্ট্রে দুরন্ত ভারত (ইটিভি ভারত)

ডাম্বুল্লা, 26 জুলাই: সেমি-ফাইনালে টসভাগ্য সঙ্গ দেয়নি ৷ মেগা ম্যাচে ভারতের বোলাররা অবশ্য বুঝিয়ে দিল, বড় মঞ্চে পারফর্ম্যান্সই শেষ কথা ৷ বাংলাদেশের বিরুদ্ধে বল করতে নেমে দুরন্ত রেণুকা সিং, রাধা যাদবরা ৷ ‘উইমেন ইন ব্লু’র দাপটে 80 রানেই গুটিয়ে গেল 2018 এশিয়া কাপ চ্যাম্পিয়নরা ৷ নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 80 রান তুলল টাইগারদের প্রমীলা বাহিনী ৷ 81 রান করলেই টানা নবমবার এশিয়া কাপের ফাইনালে পৌঁছবে দেশের প্রমীলা বাহিনী ৷

রানগিরি ডাম্বুল্লা ক্রিকেট স্টেডিয়ামে দুরন্ত বল করলেন রেণুকা সিং ৷ চার ওভার বল করে খরচ করলেন মাত্র 10 রান ৷ একটি মেডেন ওভার দিয়ে তুলে নিলেন 3টি উইকেট ৷ ‘সুলতানা অ্যান্ড কোং’য়ের টপ-অর্ডারকে ফিরিয়ে দলের কাজটা আরও সহজ করে দিলেন হিমাচলের মেয়ে ৷ যোগ্য সঙ্গত করলেন রাধা যাদবও ৷ স্পিনারের ঝুলিতেও এসেছে 3টি উইকেট ৷ 1টি করে উইকেট পেয়েছেন দীপ্তি শর্মা ও পূজা বস্ত্রকর ৷

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা ৷ সেমি-ফাইনালের শুরুটায় পদ্মাপাড়ের অধিনায়িকার কৌশল খাটল না ৷ বড় মঞ্চে এসে ডাহা ফেল বাংলাদেশের ব্যাটাররা ৷ তাইল্যান্ডের বিরুদ্ধে 80 রানের ইনিংস গড়া মুর্শিদা খাতুন এদিন ফিরলেন 4 রানে ৷ ব্যর্থ দিলারা আখতার (6 রান), ইসমা তাঞ্জিম (8 রান) ৷ পরপর টপ-অর্ডারকে হারিয়ে আর ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশ ৷ একমাত্র অধিনায়ক নিগারা সুলতানা (51 বলে 32) ধৈর্য ধরে উইকেটে টিকে রইলেন ৷ ক্যাপ্টেন বাদে দু’অঙ্কের রান এল শর্না আখতারের (19 রান) ব্যাটে ৷ না-হলে বড় লজ্জার মুখে পড়তে হত বাংলাদেশের মেয়েদের ৷

এখনও পর্যন্ত মহিলাদের আটটি এশিয়া কাপ হয়েছে ৷ সাতবার জিতেছে ভারত ৷ একবার জিতেছে বাংলাদেশ ৷ 2018 এশিয়া কাপের ফাইনালে ভারতকেই হারিয়েছিল পদ্মাপাড়ের মেয়েরা ৷ কুয়ালালামপুরের ওই ফাইনাল হারের যন্ত্রণা দ্বীপরাষ্ট্রে ভুলতে বদ্ধপরিকর ভারত ৷

ডাম্বুল্লা, 26 জুলাই: সেমি-ফাইনালে টসভাগ্য সঙ্গ দেয়নি ৷ মেগা ম্যাচে ভারতের বোলাররা অবশ্য বুঝিয়ে দিল, বড় মঞ্চে পারফর্ম্যান্সই শেষ কথা ৷ বাংলাদেশের বিরুদ্ধে বল করতে নেমে দুরন্ত রেণুকা সিং, রাধা যাদবরা ৷ ‘উইমেন ইন ব্লু’র দাপটে 80 রানেই গুটিয়ে গেল 2018 এশিয়া কাপ চ্যাম্পিয়নরা ৷ নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 80 রান তুলল টাইগারদের প্রমীলা বাহিনী ৷ 81 রান করলেই টানা নবমবার এশিয়া কাপের ফাইনালে পৌঁছবে দেশের প্রমীলা বাহিনী ৷

রানগিরি ডাম্বুল্লা ক্রিকেট স্টেডিয়ামে দুরন্ত বল করলেন রেণুকা সিং ৷ চার ওভার বল করে খরচ করলেন মাত্র 10 রান ৷ একটি মেডেন ওভার দিয়ে তুলে নিলেন 3টি উইকেট ৷ ‘সুলতানা অ্যান্ড কোং’য়ের টপ-অর্ডারকে ফিরিয়ে দলের কাজটা আরও সহজ করে দিলেন হিমাচলের মেয়ে ৷ যোগ্য সঙ্গত করলেন রাধা যাদবও ৷ স্পিনারের ঝুলিতেও এসেছে 3টি উইকেট ৷ 1টি করে উইকেট পেয়েছেন দীপ্তি শর্মা ও পূজা বস্ত্রকর ৷

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা ৷ সেমি-ফাইনালের শুরুটায় পদ্মাপাড়ের অধিনায়িকার কৌশল খাটল না ৷ বড় মঞ্চে এসে ডাহা ফেল বাংলাদেশের ব্যাটাররা ৷ তাইল্যান্ডের বিরুদ্ধে 80 রানের ইনিংস গড়া মুর্শিদা খাতুন এদিন ফিরলেন 4 রানে ৷ ব্যর্থ দিলারা আখতার (6 রান), ইসমা তাঞ্জিম (8 রান) ৷ পরপর টপ-অর্ডারকে হারিয়ে আর ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশ ৷ একমাত্র অধিনায়ক নিগারা সুলতানা (51 বলে 32) ধৈর্য ধরে উইকেটে টিকে রইলেন ৷ ক্যাপ্টেন বাদে দু’অঙ্কের রান এল শর্না আখতারের (19 রান) ব্যাটে ৷ না-হলে বড় লজ্জার মুখে পড়তে হত বাংলাদেশের মেয়েদের ৷

এখনও পর্যন্ত মহিলাদের আটটি এশিয়া কাপ হয়েছে ৷ সাতবার জিতেছে ভারত ৷ একবার জিতেছে বাংলাদেশ ৷ 2018 এশিয়া কাপের ফাইনালে ভারতকেই হারিয়েছিল পদ্মাপাড়ের মেয়েরা ৷ কুয়ালালামপুরের ওই ফাইনাল হারের যন্ত্রণা দ্বীপরাষ্ট্রে ভুলতে বদ্ধপরিকর ভারত ৷

Last Updated : Jul 26, 2024, 3:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.