ETV Bharat / sports

মন্ধনার ব্যাটে ‘স্মৃতি’ ভুলল ভারত, ছ’বছর আগের জ্বালা জুড়িয়ে ফাইনালে ‘উইমেন ইন ব্লু’ - Asia Cup 2024

India W beats Bangladesh W: 2018 ফাইনালে বাংলাদেশের কাছে হারতে হয়েছিল ৷ 6 বছর পর নিগার সুলতানাদের হারিয়ে ফাইনালে পৌঁছে গেল ভারত ৷ মহিলাদের এশিয়া কাপের প্রত্যেকটি সংস্করণেই ফাইনালে পৌঁছেছে টিম ইন্ডিয়া ৷ এবারও সেই ধারা বজায় রাখল ‘হরমনপ্রীত অ্যান্ড কোং’ ৷

India W beats Bangladesh W
মন্ধনার ব্যাটে ‘স্মৃতি’ ভুলল ভারত (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Jul 26, 2024, 4:26 PM IST

Updated : Jul 26, 2024, 5:09 PM IST

ডাম্বুল্লা, 26 জুলাই: টানা নবমবার মহিলাদের এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গেল ভারত ৷ সেমি-ফাইনালে বাংলাদেশকে 10 উইকেটে হারিয়ে দিল দেশের প্রমীলা বাহিনী ৷ প্রথমে ব্যাট করতে নেমে 80 রানেই গুটিয়ে গিয়েছিল 2018 এশিয়া কাপ চ্যাম্পিয়নরা ৷ লক্ষ্যমাত্রায় পৌঁছনোর কাজটা করতে বিশেষ বেগ পেতে হল না স্মৃতি মন্ধনা ও শেফালি বর্মার জুটিকে ৷

81 রান করলেই টানা নবমবার এশিয়া কাপের ফাইনালে পৌঁছত দেশের প্রমীলা বাহিনী ৷ 54 বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত ৷ মন্ধনার 39 বলে 55 রানের অপরাজিত ইনিংস সাজানো 9টি চার ও একটি ছয়ে ৷ গোটা ম্যাচে একবারই ভুল করে ফিল্ডারের হাতে জমা পড়েছিলেন ৷ যদিও জাহানারা আলমের ‘বিরাট’ ওভারস্টেপের কারণে বাইশ গজ ছাড়তে হয়নি ৷ অন্যদিকে শেফালি খেললেন 28 বলে 26 রানের ইনিংস ৷ স্মৃতি যখন টপ-গিয়ারে ব্যাট করলেন, তখন অন্যদিকে উইকেট ধরে রাখলেন চলতি এশিয়া কাপের সর্বোচ্চ রান-স্কোরার ৷

দু’মাস আগেই বাংলাদেশে টি-20 সিরিজ খেলতে গিয়েছিল ভারত ৷ নিগার সুলতানার দলকে পদ্মাপাড়ে চুনকাম করেছিলেন হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধনারা ৷ ভেন্যু বদলালেও ভারতের পারফর্ম্যান্স একই রইল ৷ ব্যাটে-বলে দাপট দেখাল অমল মজুমদারের মেয়েরা ৷

সেমি-ফাইনালে টসভাগ্য সঙ্গ দেয়নি ৷ মেগা ম্যাচে ভারত অবশ্য বুঝিয়ে দিল, বড় মঞ্চে পারফর্ম্যান্সই শেষ কথা ৷ বাংলাদেশের বিরুদ্ধে বলে আগুন ঝরিয়েছিলেন রেণুকা সিং, রাধা যাদবরা ৷ বাকি কাজটা করে ফেললেন মন্ধনা-বর্মা জুটি ৷ ফাইনালে শ্রীলঙ্কা ও পাকিস্তান ম্যাচের বিজয়ীর সঙ্গে খেলবেন নীল জার্সিধারীরা ৷

ডাম্বুল্লা, 26 জুলাই: টানা নবমবার মহিলাদের এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গেল ভারত ৷ সেমি-ফাইনালে বাংলাদেশকে 10 উইকেটে হারিয়ে দিল দেশের প্রমীলা বাহিনী ৷ প্রথমে ব্যাট করতে নেমে 80 রানেই গুটিয়ে গিয়েছিল 2018 এশিয়া কাপ চ্যাম্পিয়নরা ৷ লক্ষ্যমাত্রায় পৌঁছনোর কাজটা করতে বিশেষ বেগ পেতে হল না স্মৃতি মন্ধনা ও শেফালি বর্মার জুটিকে ৷

81 রান করলেই টানা নবমবার এশিয়া কাপের ফাইনালে পৌঁছত দেশের প্রমীলা বাহিনী ৷ 54 বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত ৷ মন্ধনার 39 বলে 55 রানের অপরাজিত ইনিংস সাজানো 9টি চার ও একটি ছয়ে ৷ গোটা ম্যাচে একবারই ভুল করে ফিল্ডারের হাতে জমা পড়েছিলেন ৷ যদিও জাহানারা আলমের ‘বিরাট’ ওভারস্টেপের কারণে বাইশ গজ ছাড়তে হয়নি ৷ অন্যদিকে শেফালি খেললেন 28 বলে 26 রানের ইনিংস ৷ স্মৃতি যখন টপ-গিয়ারে ব্যাট করলেন, তখন অন্যদিকে উইকেট ধরে রাখলেন চলতি এশিয়া কাপের সর্বোচ্চ রান-স্কোরার ৷

দু’মাস আগেই বাংলাদেশে টি-20 সিরিজ খেলতে গিয়েছিল ভারত ৷ নিগার সুলতানার দলকে পদ্মাপাড়ে চুনকাম করেছিলেন হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধনারা ৷ ভেন্যু বদলালেও ভারতের পারফর্ম্যান্স একই রইল ৷ ব্যাটে-বলে দাপট দেখাল অমল মজুমদারের মেয়েরা ৷

সেমি-ফাইনালে টসভাগ্য সঙ্গ দেয়নি ৷ মেগা ম্যাচে ভারত অবশ্য বুঝিয়ে দিল, বড় মঞ্চে পারফর্ম্যান্সই শেষ কথা ৷ বাংলাদেশের বিরুদ্ধে বলে আগুন ঝরিয়েছিলেন রেণুকা সিং, রাধা যাদবরা ৷ বাকি কাজটা করে ফেললেন মন্ধনা-বর্মা জুটি ৷ ফাইনালে শ্রীলঙ্কা ও পাকিস্তান ম্যাচের বিজয়ীর সঙ্গে খেলবেন নীল জার্সিধারীরা ৷

Last Updated : Jul 26, 2024, 5:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.