পুণে, 25 অক্টোবর: দ্বিতীয়দিনের শেষে যে অবস্থায় দাঁড়িয়ে ম্যাচ, তাতে ম্যাজিক ছাড়া পুণে টেস্টেও হারের দিকে এগোচ্ছে ভারত ৷ আর পুণে টেস্টে হার মানে প্রথমবার ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিতবে নিউজিল্যান্ড ৷ সেই ঐতিহাসিক কীর্তি গড়ার পথে দ্বিতীয়দিনের শেষে টম ল্যাথাম নেতৃত্বাধীন দল চালকের আসনে বলা যায় ৷ শ্রীলঙ্কার মাটিতে নাস্তানাবুদ হয়ে আসা কিউয়িরা শুক্রবারের শেষে ভারতের চেয়ে এগিয়ে 301 রানে ৷
প্রথম ইনিংসে 259 রানের জবাবে দ্বিতীয়দিন মধ্যাহ্নভোজের বিরতির পরপরই 156 রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস ৷ মিচেল স্যান্টনারের সাত উইকেটে প্রথম ইনিংসে 103 রানে এগিয়ে যায় সফরকারী দল ৷ দিনের শেষে দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট হারিয়ে 198 রান তুলেছে কিউয়িরা ৷ প্রথম ইনিংসের পর নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসেও বল হাতে দুরন্ত ওয়াশিংটন সুন্দর ৷ চার উইকেট নিয়ে ম্যাচে দশ উইকেট ঝুলিতে ভরে নিলেন চেন্নাই অলরাউন্ডার ৷ অনিল কুম্বলে, এরাপল্লি প্রসন্ন, এস ভেঙ্কটরাঘবন, রবিচন্দ্রন অশ্বিনের পর পঞ্চম বোলার হিসেবে কিউয়িদের বিরুদ্ধে ম্যাচে 10 উইকেট নেওয়ার নজির গড়লেন তিনি ৷
একা ওয়াশিংটন ছাড়া নির্বিষ ভারতীয় বোলিং ৷ যার ফায়দা তুলে অর্ধশতরান করে গেলেন কিউয়ি অধিনায়ক ল্যাথাম ৷ 133 বলে 86 রান করে সুন্দরের শিকার হন তিনি ৷ মারেন 10টি চার ৷ ক্রিজে 30 রানে অপরাজিত টম ব্লান্ডেল ৷ 9 রানে ব্যাট করছেন গ্লেন ফিলিপস ৷ তৃতীয়দিন সকালে দ্রুত নিউজিল্যান্ডের পাঁচ উইকেট তুলে নিতে না-পারলে দুর্ভোগ অপেক্ষা করছে ভারতের জন্য ৷ দ্রুত পাঁচ উইকেট তুলে নিলেও যে ম্য়াচ ভারতের দিকে ঢলে পড়বে বিষয়টি সেরকমও নয় ৷ ঘরের মাটিতে চতুর্থ ইনিংসে সর্বাধিক রান তাড়া করে জয়ের পরিসংখ্যানে চোখ রাখলেই বিষয়টি স্পষ্ট হবে ৷
Stumps on Day 2
— BCCI (@BCCI) October 25, 2024
New Zealand extend their lead to 301 runs
Scorecard ▶️ https://t.co/3vf9Bwzgcd#TeamIndia | #INDvNZ | @IDFCFIRSTBank pic.twitter.com/uFXuaDb11y
দেশের মাটিতে চতুর্থ ইনিংসে সর্বাধিক 387 রান তাড়া করে জয়ের রেকর্ড রয়েছে টিম ইন্ডিয়ার ঝুলিতে ৷ দ্বিতীয় সর্বাধিক রয়েছে 276 রান তাড়া করে জয় ৷ নিউজিল্য়ান্ডের লিড (301 রান) সেই সংখ্যা পার করেছে ইতিমধ্যেই ৷ তাই প্রতিপক্ষের লিডকে সাড়ে তিনশোর মধ্যে বেঁধে রাখলেও জয় যে সহজে আসবে না, সেটা নিশ্চিত ৷ এখন দেখার স্মরণীয় কোনও কামব্যাকে সিরিজে সমতা ফেরাতে ভারত পারে কি না ৷