ETV Bharat / sports

আড়াইশো পেরিয়ে থামল কিউয়িরা, সিরিজে সমতা ফেরাতে ভারতের সামনে বিরাট লক্ষ্যমাত্রা - INDIA VS NEW ZEALAND 2ND TEST

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে সমতা ফেরাতে দেশের মাটিতে চতুর্থ ইনিংসে দ্বিতীয় সর্বাধিক রান তাড়া করতে হবে ভারতকে ৷ কত টার্গেট ভারতের সামনে?

RAVINDRA JADEJA CELEBRATES
জাদেজার তিন উইকেট (AP Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Oct 26, 2024, 11:09 AM IST

পুণে, 26 অক্টোবর: শনিবার সকালে স্কোরবোর্ডে 54 রান যোগ করে দ্বিতীয় ইনিংসে অলআউট হয়ে গেল নিউজিল্যান্ড ৷ জাদেজার ঘূর্ণিতে তৃতীয়দিন মর্নিং সেশনে কিউয়িরা গুটিয়ে গেল 255 রানে ৷ প্রথম ইনিংসে 103 রানে পিছিয়ে থাকায় পুণে টেস্ট জিততে ভারতের চাই 359 রান ৷ অর্থাৎ, সিরিজে সমতা ফেরাতে ঘরের মাঠে চতুর্থ ইনিংসে দ্বিতীয় সর্বাধিক রান তাড়া করে জিততে হবে ভারতকে ৷

গতকাল শেষে 30 রানে অপরাজিত টম ব্লান্ডেলকে এদিন 41 রানে ফেরান জাদেজা ৷ এরপর লম্বা হয়নি টেল-এন্ডার কোনও ব্যাটারের ইনিংস ৷ তবে 48 রানে অপরাজিত থেকে যান গ্লেন ফিলিপস ৷ চার রানে জাদেজার শিকার হন মিচেল স্যান্টনার ৷ শূন্য রানে টিম সাউদিকে ফেরান অশ্বিন ৷ এক রানে আজাজ প্য়াটেলকে আউট করেন জাদেজা ৷ এরপর শূন্যে উইলিয়াম ও'রুরকে রান-আউট হয়ে ফিরতেই শেষ হয় নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংস ৷

ভারতের সামনে লক্ষ্যমাত্রা 359 রান ৷ যা তাড়া করে জিতলে ঘরের মাঠে টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক রান তাড়া করে জয় পাবে ভারত ৷ দেশের মাটিতে চতুর্থ ইনিংসে সর্বাধিক রান তাড়া করে ভারতের জয় এসেছিল 16 বছর আগে চেন্নাইয়ে ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে সেবার 387 রান তাড়া করে জিতেছিল ভারত ৷ এর বাইরে টেস্ট ক্রিকেটে তিনশোর বেশি রান তাড়া করে ভারত জিতেছে মাত্র দু'বার ৷ প্রথমটা 1976 সালে পোর্ট অফ স্পেনে এবং দ্বিতীয়টা তিন বছর আগে ব্রিসবেনে ৷ পোর্ট অফ স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 403 রান এবং ব্রিসবেন টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 328 রান তাড়া করে জিতেছিল ভারত ৷ গাব্বায় ভারতের প্রথম টেস্ট জয় ছিল সেটা ৷

এর আগে শুক্রবার পুণে টেস্টের দ্বিতীয়দিন প্রথম ইনিংসে 156 রানে অলআউট হয়ে যায় ভারত ৷ সাত উইকেট নেন মিচেল স্যান্টনার ৷ 103 রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট হারিয়ে 201 রানে দিন শেষ করে কিউয়িরা ৷ প্রথম ইনিংসে সাত উইকেটের পর নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসেও চার উইকেট তুলে নেন ওয়াশিংটন সুন্দর ৷

পুণে, 26 অক্টোবর: শনিবার সকালে স্কোরবোর্ডে 54 রান যোগ করে দ্বিতীয় ইনিংসে অলআউট হয়ে গেল নিউজিল্যান্ড ৷ জাদেজার ঘূর্ণিতে তৃতীয়দিন মর্নিং সেশনে কিউয়িরা গুটিয়ে গেল 255 রানে ৷ প্রথম ইনিংসে 103 রানে পিছিয়ে থাকায় পুণে টেস্ট জিততে ভারতের চাই 359 রান ৷ অর্থাৎ, সিরিজে সমতা ফেরাতে ঘরের মাঠে চতুর্থ ইনিংসে দ্বিতীয় সর্বাধিক রান তাড়া করে জিততে হবে ভারতকে ৷

গতকাল শেষে 30 রানে অপরাজিত টম ব্লান্ডেলকে এদিন 41 রানে ফেরান জাদেজা ৷ এরপর লম্বা হয়নি টেল-এন্ডার কোনও ব্যাটারের ইনিংস ৷ তবে 48 রানে অপরাজিত থেকে যান গ্লেন ফিলিপস ৷ চার রানে জাদেজার শিকার হন মিচেল স্যান্টনার ৷ শূন্য রানে টিম সাউদিকে ফেরান অশ্বিন ৷ এক রানে আজাজ প্য়াটেলকে আউট করেন জাদেজা ৷ এরপর শূন্যে উইলিয়াম ও'রুরকে রান-আউট হয়ে ফিরতেই শেষ হয় নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংস ৷

ভারতের সামনে লক্ষ্যমাত্রা 359 রান ৷ যা তাড়া করে জিতলে ঘরের মাঠে টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক রান তাড়া করে জয় পাবে ভারত ৷ দেশের মাটিতে চতুর্থ ইনিংসে সর্বাধিক রান তাড়া করে ভারতের জয় এসেছিল 16 বছর আগে চেন্নাইয়ে ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে সেবার 387 রান তাড়া করে জিতেছিল ভারত ৷ এর বাইরে টেস্ট ক্রিকেটে তিনশোর বেশি রান তাড়া করে ভারত জিতেছে মাত্র দু'বার ৷ প্রথমটা 1976 সালে পোর্ট অফ স্পেনে এবং দ্বিতীয়টা তিন বছর আগে ব্রিসবেনে ৷ পোর্ট অফ স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 403 রান এবং ব্রিসবেন টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 328 রান তাড়া করে জিতেছিল ভারত ৷ গাব্বায় ভারতের প্রথম টেস্ট জয় ছিল সেটা ৷

এর আগে শুক্রবার পুণে টেস্টের দ্বিতীয়দিন প্রথম ইনিংসে 156 রানে অলআউট হয়ে যায় ভারত ৷ সাত উইকেট নেন মিচেল স্যান্টনার ৷ 103 রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট হারিয়ে 201 রানে দিন শেষ করে কিউয়িরা ৷ প্রথম ইনিংসে সাত উইকেটের পর নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসেও চার উইকেট তুলে নেন ওয়াশিংটন সুন্দর ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.